নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি. সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

একদম_ঠোঁটকাটা

একদম_ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

"অরণ্যদেব"- যাদব পায়েং

০১ লা জুন, ২০১৮ রাত ৯:৪৫


১৯৬৩ সালে ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেন। হৃদয়ের ডাক শোনার আগে অব্দি, তার জীবন বাকিদের মতই ছিল সাধারণ ও স্বাভাবিক যেমনটা হয় অসমের এক প্রত্যন্ত গ্রামের এক অনামি কিশোরের।

১৯৭৯ সালের বন্যার সময় যাদব পায়েং দেখলেন ব্রহ্মপুত্র নদীর বালুচরে অনেক সাপ আটকে পড়ে আছে কিন্তু কয়েক দিন পরে সূর্যের তাপ এবং গাছের অনুপস্থিতির কারণে সেগুলি মরে পড়ে আছে। পরে তিনি সেখানে গাছ লাগাবার জন্য বন কর্মকর্তাদের কাছে আর্জি জানান কিন্তু তারা তাকে উল্টো বলে " এতই দরদ যখন, নিজেই গাছ লাগাও"।

এরপর যাদব একাই বালুচরে বাঁশ লাগানো শুরু করেন, যদিও তা খুবই কষ্ট সাধ্য কাজ ছিল।

এক বছর পরে ১৯৮০ সালে, আসাম বন বিভাগ দ্বারা ব্রহ্মপুত্রের বালুচরে দুই শত হেক্টর জমির বনসৃজন পরিকল্পনা শুরু হয়, তখন বালুচরটি অরুণ ছাপরি নামে পরিচিত ছিল। যাদব সেই প্রকল্পে কাজের জন্য নিজের নাম নথিভুক্ত করেন এবং গাছ লাগানো শুরু করেন।

প্রকল্প পাঁচ বছরের মধ্যে শেষ হয়, কিন্তু যাদব তারপরেও অরুণ ছাপরিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজ হাতে আরও গাছ লাগানো এবং সেগুলিকে যত্ন করে বড় করে তোলার দায়িত্ব নেন।


তার একক প্রচেষ্টায় প্রায় 35 বছর পর, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের চেয়ে বড় বনভূমির সৃজনে তিনি কৃতিত্ব অর্জন করেন! যাদব পেয়ং কোন নাম এবং খ্যাতি পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে একাজ করেননি বরং প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে।যাদব পেয়ং এর হাতে তৈরি এই অরণ্য এখন Molai Kathoni নামে পরিচিত।

তার এই মহৎ প্রচেষ্টা পৃথিবীর অগোচরেই থেকে যেত, যদিনা একজন স্থানীয় বন্যপ্রাণী আলোকচিত্র ব্যক্তি জিতু কিলিতা ২০১০ সালে একটি স্থানীয় দৈনিক খবরকাগজে তার উপর নিবন্ধ প্রকাশ করত।

২৩শে এপ্রিল,২০১২ সালে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য the School of Environmental Sciences, Jawaharlal Nehru University থেকে "forest man of india" উপাধিতে সম্মানিত করা হয়। এছাড়াও নানা দেশ থেকে নান পুরস্কার পান ও জাতিসঙ্ঘ থেকে আমন্ত্রন পান বক্তৃতা দেবার জন্য। ২০১৫ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার "পদ্মশ্রী" সম্মানিত হন।

যাদব পায়েং এর হাতে তৈরি ১৩৬০ একর ঘনঅরণ্য এখন পাঁচটি রয়েল বেঙ্গল টাইগারদের জন্য ঘর, একশো হরিণ, বন্য শুয়োর, শত শত গবাদি পশু এবং বিভিন্ন প্রজাতির পাখির আস্তানা। এই অরণ্য, ১১৫ টি হাতির একটি দলের অস্থায়ী আবাস প্রতি বছর ৩-৪ মাসের জন্য।

একজন লোকের, প্রতিকূলতার বিরুদ্ধে একা লড়াই করে জয়লাভ করার মত আশ্চর্য ইচ্ছাশক্তি আমাদের অবাক করে।যেখানে আমরা আমাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য গাছ কাটতে দ্বিধা করি না, তিনি পরিবেশ সংরক্ষণ জন্য সমস্ত পার্থিব আনন্দ উৎসর্গ করেছেন।


তথ্য সূত্রঃ ইন্টারনেট
Forest man

আমার অন্যান্য পোস্ট -
করিমুল হক - " বাইক অ্যাম্বুলেন্স দাদা "
একজন নারী যিনি সবজি বিক্রি করে একটি হাসপাতাল নির্মাণ করেছেন।
মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড
একজন ডাক্তারের মৃত্যু

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


উৎসাহের কাহিনী

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১২

একদম_ঠোঁটকাটা বলেছেন: এদের জন্যই এই পৃথিবীটা এখনো সুন্দর।

২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি অরণ্যদেবের মতো মহৎ মানুষদের নিয়ে লেখুন, আমি প্রত্যাশায়...ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

৩| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:০২

হবা পাগলা বলেছেন: আপনার সব পোস্ট গুলিই তথ্যবহুল এবং উৎসাহব্যাঞ্জক।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে thakun.

৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট গুলো আমাকে মুগ্ধ করে!
সুন্দর পষ্ট।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:০৮

সনেট কবি বলেছেন: সুন্দর পষ্ট।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১২

গরল বলেছেন: ডিসকভারি চ্যানেল এ দেখেছিলাম উনার উপর একটি প্রতিবেদন। এধরণের মানুষের জন্যই পৃথিবীটা আজো এত সুন্দর।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: সত্যিই।

৭| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:২১

শিখা রহমান বলেছেন: সুন্দর পোষ্ট। অনুপ্রেরণাদায়ক। প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের জয়ের কাহিনী পড়তে ভালো লাগে।

শুভকামনা। লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:১৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৮| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

খনাই বলেছেন: ব্লগের ইদানীংকার লেখাগুলোর মধ্যে আপনার লেখাটাই সবচেয়ে বেশি ভালো লাগলো |

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:১৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: খুব খুশি হলাম আপনার ভালো লেগেছে জেনে। অন্য লেখাগুলোও পড়ে দেখার আমন্ত্রন রইল।

৯| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৩০

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link

এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।

১০| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এমনিই তো হওয়া উচিত। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? সবাই যেন দেশের জন্য কাজ করেন।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: ভালো বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.