নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি. সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

একদম_ঠোঁটকাটা

একদম_ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

সর্বাধিক প্রচলিত তিনটি ধর্মের মধ্যে পার্থক্য

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ইসলাম ধর্ম -- সবার উপরে আল্লাহ।
ক্রিশ্চান ধর্ম -- সবার উপরে গড।
সনাতন হিন্দু ধর্ম -- ঈশ্বর সবার মধ্যে বিদ্যমান।

ইসলাম ধর্ম -- ইসলাম অনুসরণ করুন,তাহলেই আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন।
ক্রিশ্চান ধর্ম -- যিশুখ্রিষ্ট কে বিশ্বাস করুন, তাহলেই আপনি হ্যাভেন পৌঁছাতে পারবেন।
সনাতন হিন্দু ধর্ম -- ভক্তি নিয়ে যে কোন পথ অনুসরণ করুন, আপনি পরম সত্য এ পৌঁছাতে পারবেন।

ইসলাম ধর্ম -- অবিশ্বাসীরা হল কাফির।
ক্রিশ্চান ধর্ম -- অবিশ্বাসীরা হল বর্বর।
সনাতন হিন্দু ধর্ম -- সবাই এক, সবাই আপনার নিজের,পৃথিবী এক বড় পরিবার,সবাই আপনার আপনজন।

ইসলাম ধর্ম -- আল্লাহ্ ব্যাতিত কোন মাবুদ নাই. মুহাম্মদ আল্লাহর রসূল।
ক্রিশ্চান ধর্ম -- যিশু একমাত্র ঈশ্বর-পুত্র।
সনাতন হিন্দু ধর্ম -- ভগবান নানা অবতারে প্রকট হন। যখনই মন্দতা বাড়বে এবং যখনই মানবতার পতন হবে,তখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসবেন। ধার্মিকদের রক্ষা করা এবং মন্দতাকে ধ্বংস করার জন্য, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন।

ইসলাম ধর্ম -- আল্লাহ এক ও অদ্বিতীয়।
ক্রিশ্চান ধর্ম -- ঈশ্বর এক ও অদ্বিতীয় ।
সনাতন হিন্দু ধর্ম -- ভগবান এক, কিন্তু তার প্রকাশ অসীম হয়।

ইসলাম ধর্ম -- কুরআন একমাত্র সত্য গ্রন্থ।
ক্রিশ্চান ধর্ম -- বাইবেল একমাত্র সত্য গ্রন্থ।
সনাতন হিন্দু ধর্ম -- সত্য সবসময় এক, কিন্তু জ্ঞানী অনেকভাবে ব্যাখ্যা দেন সহজবোধ্য হবার জন্য।

ইসলাম ধর্ম -- মানবজাতি তার পথভ্রষ্ট হয়েছে।
ক্রিশ্চান ধর্ম -- প্রত্যেক মানুষ জন্মগত ভাবে পাপী।
সনাতন হিন্দু ধর্ম -- প্রত্যেক জীবে ভগবান বিরাজ করেন।

ইসলাম ধর্ম -- একটাই জীবন, এক জগৎ, এক আল্লাহ এবং মুক্তির জন্য এটাই একমাত্র সময়।
ক্রিশ্চান ধর্ম -- এক জীবন, এক জগৎ এবং প্রায়শ্চিত্ত একমাত্র পথ।
সনাতন হিন্দু ধর্ম -- জন্ম অসংখ্য, মহাবিশ্ব অসংখ্য, আপনার মোক্ষ লাভ করার অসংখ্য সুযোগ আছে।

এতক্ষণ আমার পার্থক্যগুলো দেখলাম, এবার আমরা মিলগুলো দেখবো।

ইসলাম ধর্ম -- ভালোবাসো সবাইকে।
ক্রিশ্চান ধর্ম -- ভালোবাসো প্রতিবেশীকে।
সনাতন হিন্দু ধর্ম -- ভালোবাসো জগতের সকল জীবকে।

ইসলাম ধর্ম -- যদি আপনার হৃদয়ে প্রেম থাকে তবে কেউ আপনাকে জান্নাতে পৌঁছতে বাধা দিতে পারবে না।
ক্রিশ্চান ধর্ম -- ভালোবাসাই পারে আপনার আত্মাকে শুদ্ধ করতে।
সনাতন হিন্দু ধর্ম -- প্রেমই ঈশ্বর।

হায়, আমরা শুধু পার্থক্যগুলোই দেখি। আমরা কেবল বাইরের দিকটাই দেখি,প্রতিটি ধর্মের মূলকথাই হল প্রেম। আসুন আমরা আমাদের পার্থক্যগুলি দূরে সরিয়ে রেখে একত্রিত হয় এবং সকল ধর্মের সারকথা- ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিই।




তথ্যসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: তথ্যবহুল পোষ্ট, ভাল লাগল।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: আসল কথা হলো- প্রভু একজনই।
নির্বোধ মানুষ এক প্রভুতে খুশি থাকতে পারলো না।
শেষে তারা নিজের মনের রং মাখিয়ে প্রভুকে ভাগ করে নিলেন।
আদতে প্রভু একজন।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: সত্যই একমাত্র অবিনশ্বর।

৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন: ভাল লিখেছেন । এক সাথে পার্থক্যগুলো জানতে পারলাম ......।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:০১

সিগন্যাস বলেছেন: আহা পোষ্ট পড়ে মনে হচ্ছে সনাতন ধর্ম খুবই উচ্চমার্গের দার্শনিকবাবা কতৃক লিখিত । পোষ্টের ভাষা পড়ে আমি মুগ্ধ

১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: পরবর্তী পোস্ট আসছে সাথে থাকুন।

৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

অর্থনীতিবিদ বলেছেন: অসাধারণ। পোস্টে +

১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

শুভ_ঢাকা বলেছেন: ধর্ম নিয়ে এই হানাহানির দুনিয়ায় মানুষের মধ্যে ঐক্যের, সৌহার্দের আর সম্প্রীতির জন্য পোস্টটিকে স্টিকি করা যেতে পারে। মোডারেটরা একটু চিন্তা করে দেখতে পারেন।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। সাথে থাকুন ।

৮| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার নামের সাথে পোষ্ট যায়নি! অথবা গেছে -
ঠোটকাটা! বটে ! কিন্তু সত্যবাদী কিনা তাতো প্রতিষ্ঠিত নয় ;)

পক্ষপাতদুষ্টতায় দোষী পোষ্ট!
অথবা বাকী ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান খুবই সীমিত!
কিংবা সনাতন ধর্মকে হাইলাইটস করার মিশনে যেমন খুশী তেমন লিখছেন!

ধর্মের মতো সেনসিটিভ বিষয়ে বিষয়টা উচিত নয়। প্রত্যেকেরই তার আপনাপন বিশ্বাসের প্রতি
শ্রদ্ধা এবং উচ্চস্থান থাকে্। সেখানে গড়পড়তায় মনে হল আর লিখে দিলাম টাইপ লিখা অনন্ত
ধর্মীয় টার্মোলজলিতে উচিত নয়।

শেষ কথায় যদিও সর্বধর্মের ঐক্যের আহবানে উদারতা বোঝাতে চেয়েছেন-
কিন্তু পুরো পোষ্টই ছিল -অন্যধর্মকে হেয় করে সনাতনকে ইচ্ছে তোলার অপচেস্টা!

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমার ব্লগে আপনার প্রথমবার আসার জন্য ধন্যবাদ।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

টারজান০০০০৭ বলেছেন: "মানবজাতি তার পথভ্রষ্ট হয়েছে"

"ভালোবাসো সবাইকে "

"যদি আপনার হৃদয়ে প্রেম থাকে তবে কেউ আপনাকে জান্নাতে পৌঁছিতে বাধা দিতে পারবে না "


এগুলো ইসলামের কোথায় বলা হইয়াছে ?এগুলো কি পূর্ণ বাক্য না খণ্ডিত অংশ ?

ইসলামে মধ্যপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে ! এক গালে চড় খাইলে আরেক গাল পাতিয়া দিতে বলা হয় নাই ! সবাইকে গড়সাপ্টা ভালোবাসিতে বলা হয় নাই। অপরাধীর যথাযোগ্য সাজার ব্যাবস্থাও বলা হইয়াছে !

সবাইকে পথভ্রষ্ট বলার প্রশ্নই আসে না যদি না পরের বাক্যে শর্ত থাকে ! যেমন : সকলেই ক্ষতিগ্রস্ত , তাহারা ব্যাতীত যাহারা .............! প্রথম অংশ পুরো বাক্যও নহে , ইহাতে পুরো অর্থও বোঝাইতেছে না !

প্রেম বলিতে কি বোঝাইয়াছেন পরিষ্কার না ! আল্লাহ ও রসূল স. প্রতি প্রেমের সংজ্ঞা পুরোটাই ভিন্ন। এই প্রেম মানব মানবীর প্রেম নহে ! এই প্রেমের নিশানা হইল মানিয়া চলা ! যাহাকে আমল বলে। নামে আল্লাহ প্রেম , রসূল প্রেম , কামে ইবলিশ প্রেম , অমুক নেতা , তমুক খেতা , অমুক বুদ্ধুজীবী , তমুক বিজ্ঞানী প্রেম, ইহা প্রেমই না !

আর আমলে ঘাটতি হইলে জাহান্নামে পোড়াইয়া খাদমুক্ত করিয়া তাহার পর জান্নাত !

জানিনা আপনি মুসলমান কিনা। মুসলমান বা অমুসলমান যাহাই হউন বলিব, ইসলামের বিষয়গুলোতে পরিষ্কার ধারণা না থাকিলে প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত কোন আলেমের কাছ হইতে জানিয়া লউন। অনলাইন পত্রিকা আল কাউসারে প্রশ্ন করিতে পারেন !

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমার ব্লগে আপনার প্রথমবার আসার জন্য ধন্যবাদ।

১০| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



পোস্টটি ভাল ছিল কিন্তু আপনি ইচ্ছেকৃতভাবেই হয়তো পোস্টটিকে বিতর্কিত করেছেন। বিনীতভাবে জানতে ইচ্ছে হচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে মিথ্যে তথ্যগুলো পোস্টে কেন যুক্ত করলেন? যেমনঃ

'মানবজাতি তার পথভ্রষ্ট হয়েছে।' 'ভালোবাসো সবাইকে।' 'যদি আপনার হৃদয়ে প্রেম থাকে তবে কেউ আপনাকে জান্নাতে পৌঁছিতে বাধা দিতে পারবে না।' 'কুরআন একমাত্র সত্য গ্রন্থ।' 'একটাই জীবন, এক জগত, এক আল্লাহ এবং মুক্তির জন্য এটাই একমাত্র সময়।'

উপরের এই কথাগুলো ইসলামের কথা, ইসলামী বিশ্বাস হুবহু এরকমই, এই রেফারেন্স কি আপনি দিতে পারবেন? আপনি কি জেনে বুঝে এই কাজগুলো করছেন? আপনার জানা না থেকে থাকলে অনুরোধ করবো, দয়া করে আগে সঠিকভাবে বিষয়গুলো জেনে নিন, তারপরে উপস্থাপন করুন। আমাদের মনে রাখা প্রয়োজন, ধর্ম কোনো খেলনার বিষয় নয় যে মনের মাধূরী মিশিয়ে যাচ্ছে তাই লিখে দেয়া যায়। ধর্ম বিশ্বাস, ধর্মীয় অনুভূতি অনেক স্পর্শকাতর বিষয়। আন্তঃধর্মীয় বিষয়াদিতে কলম ধরতে হলে, তুলনামূলক ধর্মীয় জ্ঞানে পান্ডিত্য অর্জন করতে হয়। যে ধর্ম নিয়ে কথা বলা হয়, সে ধর্মের যথাযথ জ্ঞান থাকা নিতান্তই বাঞ্চনীয়।

বিদ্রোহী ভৃগু ভাই এবং টারজান ০০০০৭ ভাইয়ের মন্তব্যে সহমত।

অনেক ভাল থাকবেন।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমার ব্লগে আপনার প্রথমবার আসার জন্য ধন্যবাদ।

১১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০

টারজান০০০০৭ বলেছেন: একই কুমিরের ছাও বারবার দেখাইতেছেন কেন ? আর ছাও নাই নাকি ? /:)

১২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

কানিজ রিনা বলেছেন: আপনার তনং প্যারায় সনাতনী হিন্দু ধর্মে,
সবাই এক সবাই আপনার নিজের,পৃথিবী
এক বড় পরিবার সবাই আপনার আপনজন।

অথচ সনাতনী হিন্দু ধর্মের মত এত জাত
বিভেদ আর কোনও ধর্মে পাওয়া যায়না।
ব্রাম্মনরা পূজা আর্চা করেনা তবুও বড়জাতে
গন্য। কামার কুমার জেলে মুচী নীচু জাতের
হিন্দু সনাতনী। এই জাত বিভেদের সার্মম
সবাই এক সবাই আপনজন কিকরে?

সনতনী, পত্যেক জীব ভগবান, বা বিরাজ করে।
ইসলাম ধর্ম, প্রত্যেক জীব আল্লাহর তিনি
সকল সৃষ্টির মালিক এক কর্তা। আমি তোমা
হতে এসেছি, কিন্তু আমি তুমি নই,আবার
তোমার থেকে আলাদা ও নই। তোমাতেই
ফিরতে হবে। বিশ্লেশন করে বলবেন কি?

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আমার আগামী পোস্টগুলিতে হিন্দু ধর্ম বিষয়ক বহুল আলোচিত কিন্তু ভুল ধারনা গুলো নিয়ে আলোচনা হবে। সাথে থাকুন।

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

উদাসী স্বপ্ন বলেছেন: ঈশ্বর সবার মধ্যে বিদ্যমান এটা মুসলমানদের সুফি সেক্টের লোকজন বিশ্বাস করেন। আর যারা আরও গভিরে এর চর্চা করে তারা বলে থাকে আমিই ঈশ্বর। এর মানে হলে যেহেতু তার মধ্যে থাকা আত্মাসাত ঈশ্বরের নিজস্ব নূরের একটা অংশ সেহেতু তার মধ্যে ঈশ্বর বিরাজমান তার মানে তিনিই ঈশ্বর

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ভারতীয় উপমহাদেশে ইসলাম সম্প্রসারণে সুফি সন্ত দের সবচেয়ে বেশী অবদান। আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮

মহসিন ৩১ বলেছেন: ধর্মীও ও সকল বাপার গুলি অনেকটা মেডিটেশান এর সাথেও যুক্ত বিষয় আসয়। নইলে বিপদ !!

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

ফ্রিটক বলেছেন: তথ্যমূলক কথাগুলি পড়ে ভাল লাগল

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: জেনে ভালো লাগল। সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.