নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি. সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

একদম_ঠোঁটকাটা

একদম_ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

হিন্দুধর্ম ভাবনা

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮



স্বামী চিন্ময়ানন্দ এর " ভাগবত গীতা " সম্বন্ধীয় বক্তৃতা থেকে -

ভক্ত: "স্বামীজী, খ্রিস্টধর্মের প্রতিষ্ঠাতা কে?"
স্বামী চিন্ময়ানন্দ: "যীশু"
ভক্ত: "ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কে?"
স্বামী চিন্ময়ানন্দঃ "মুহাম্মদ"
ভক্ত: "হিন্দুধর্মের প্রতিষ্ঠাতা কে?"
স্বামী চিন্ময়ানন্দঃ (...... চুপ...)
ভক্ত: "স্বামী, আপনার ধর্মের কোন প্রতিষ্ঠাতা নেই?"
স্বামী চিন্ময়ানন্দঃ "হিন্দুধর্মের কোনও বিশেষ একজন প্রতিষ্ঠাতা নেই। ইহা শুধুমাত্র একজন ব্যক্তির জ্ঞানলব্ধ ফল নয়। আমি আপনাকে একই প্রশ্ন করি? রসায়নবিদ্যা এর প্রতিষ্ঠাতা কে?পদার্থবিদ্যা? আপনি উত্তর দিতে পারবেন না, কারণ এইগুলি হল বিজ্ঞান যা হল অনেক বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞানের ফসল। হিন্দুধর্মে, আমাদের ঋষিরা বিজ্ঞানীরা ছিলেন "।
ভক্ত: (...... চুপ...)
স্বামী চিন্ময়ানন্দঃ যদি আপনি একজন খ্রিস্টানকে খ্রিস্টীয় ধর্মগ্রন্থের বইয়ের জন্য জিজ্ঞাসা করেন, তাহলে তিনি আপনাকে বাইবেল দেবেন। যদি আপনি মুসলমানদেরকে ইসলামের উপর পুস্তক দিতে চান, তবে তিনি আপনাকে কুরআন দেবেন কিন্তু যদি আপনি আমাকে হিন্দু ধর্মের বই দিতে বলেন তবে আমি বলব- "আপনাকে স্বাগতম আমার লাইব্রেরীতে"।

হিন্দুধর্ম হচ্ছে সব চেয়ে উদার ধর্ম। আপনি শুধুমাত্র এক ঈশ্বর, এক নিয়ম এবং এক গ্রন্থে এ বিশ্বাস করতে বাধ্য করা হয় না।

১) যদি আপনি নিরাকার ব্রহ্মে বিশ্বাস করেন তবে আপনি হিন্দুধর্মে এটি অনুসরণ করতে পারেন।
২) আপনি যদি সাকার ব্রহ্মে বিশ্বাস করেন তবে আপনিও তা অনুসরণ করতে পারেন।
৩) আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন তবে কর্মফলের দর্শন আছে।
৪) যদি আপনি বেদ,উপনিষদ বা পুরানের অনুসরণ করতে চান তবে আপনি এটি করতে পারেন।
৫) যদি আপনি বিশ্বাস করেন না ঈশ্বর বা কর্মফল, নাস্তিক তাহলে অভিনন্দন! আপনি চার্বাক দর্শনের অনুগামী।
৬) যদি আপনি ভক্তিতে বিশ্বাস করেন তাহলে আপনি আপনার পছন্দের দ্বারা ভক্তি পথ বেছে নিতে পারেন। আপনি আপনার পছন্দ অনুসারে মিরাবাই, শ্রী চৈতন্য, সন্ত তুকারাম হতে পারেন।
৭) আপনি যদি ভগবান রাম, কৃষ্ণ, বিষ্ণু, শিব বা শক্তি পূজা করতে চান তবে আপনি শুধুমাত্র হিন্দুধর্মেই এটি করতে পারেন।
৮) আপনি যদি কোনও গুরুর অনুসারী হন তবে হিন্দুধর্মও এটি অনুমোদন করে।
৯) আপনি যদি নিজের পথ তৈরি করতে চান, তাও আপনি এটি করতে পারেন।

হিন্দুধর্ম এ বিশ্বাস করা হয়- " সত্য এক, তবে পথ অনেক"।



আমার অন্যান্য পোস্টগুলি -
মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড
করিমুল হক - " বাইক অ্যাম্বুলেন্স দাদা "
বানী চিরন্তনী
জনপ্রিয় একনায়ক থমাস শঙ্কর (১৯৪৯ -১৯৮৭ )

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে ভাবনা ছেড়ে দিয়েছি।

২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

ইসলাম তাজুল বলেছেন: সত্য এক হলে পথও একটি হবে। যদি পথ অনেক হয়, সেটা মূর্খামী।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার বাড়ীতে বা অফিসে নিশ্চয় অনেক দিক দিয়ে যাওয়া যায় এবং যে পথ দিয়েই যান না কেন আপনি আপনার গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সনেট কবি বলেছেন: তারমানে হিন্দুধর্ম হলো সবার জন্য ধর্ম।

৪| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: ' যত মত ,তত পথ ।' -- এটাই মরাল । তবে ওনার সম্পর্কে একটু লিখলে পাঠকেরা জানতে পারতেন ।

শুভকামনা

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমার আগামী পোস্টগুলিতে লক্ষ্য রাখুন। ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ (স.) নন

৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পথদাতাই পথের নির্ধারক, পথিক নন
এনিওয়ে, ভীনমতে শ্রদ্ধা..............

৭| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৫

টোনাল্ড ড্রাম্প বলেছেন: আমি আমার সংবাদ দাতার মত এবং তার দেখানো পথ অনুসরণ করি কারণ, অন্য পথ গুলো কন্টকাকীর্ন, অন্ধকার, বিলুপ্ত এবং বিপদজনক যেমনঃ গন্তব্য স্থলে পৌছাতে জংলের বিপদসঙ্কুল রাস্তা এড়িয়ে যাওয়াই ভাল। অতএব, হিন্দুধর্মের মতে আমি ও এই সর্বজনীন মতেই আছি কারন আপনি ৮ নং এ তা উল্লেখ করেছেন।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: সত্যের পথে অবিচল থাকুন। ধন্যবাদ।

৮| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪

এ.এস বাশার বলেছেন: রতনে রতন চেনে,,,,,,,,,,,,,,,

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনি কি চিনলেন?

৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: সত্য এক তবে পথ অনেক।

এটা একটা গভীর কথা। আপনি একটা এক্সপেরিম্যান্ট বিভিন্ন ভাবে করতে পারেন যদি তত্ব ঠিক থাকে। যদিও আমার কাছে এসব ধর্ম কর্ম মিথোলজি টাইপ রূপকথা মনে হয় তবে সব ধর্মের কিছু উপাদান অনেক উচ্চমানের সাহিত্যিক মান বজায় রাখে

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: ঠিক বলেছেন। ধর্মের ভালো উপদেশ গুলোকে নিজের জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে যাচায় করে নিজের জীবনে প্রয়োগ করলে সবাই অনেক সুখী ও শান্তিতে থাকতে পারত।

১০| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৯

স্বপ্ন কুহক বলেছেন: জগাখিচুড়ি পাকানো মনে হোল

১১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

নীল আকাশ বলেছেন: হ্য় আপনি হিন্দু ধর্মের সর্ম্পকে কিছু জানেন না অথবা ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন ! হিন্দু সবচেয়ে উদার ধর্ম ! জাত পাত, নমসুদ্র সতী দাহ, বেদ বা ধর্ম গ্রন্থ পড়লে হত্যা করা কি উদার ধর্মের নমুনা !! বামুন দের কান্ড কারখানা তো বললামই না ! বেদ আর উপনিষদ আমি অনেক বার পড়েছি। আপনি চাইলে আপনার উদার ধর্মের অনেক নমুনা দিতে পারবো।

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: এই বিষয়ে আমি আমার পরবর্তী পোস্টে আলোকপাত করবো। সাথে থাকুন।

১২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৫

ক্স বলেছেন: ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মুহাম্মদ (স) - এই তথ্য আপনি পাইলেন কই? তাইলে আদম, ইব্রাহীম, মুসা - এরা কি অমুসলিম ছিলেন? (নাউজুবিল্লাহ!)

ধর্ম সম্পর্কে না জেনে কিছু বলা থেকে বিরত থাকুন।

আমি যদি গো মাংস ভক্ষণ করতে চাই, তাহলে উদার হিন্দু ধর্মের কোন দর্শনে আমি স্বাগত?
কেউ যদি তার কাজিনকে বিয়ে করতে চায়, হিন্দু ধর্মের কোন শাখা তাকে অনুমতি দেবে?
আরও অনেক কিছু আছে। আপাতত এর উত্তর দিন।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: আদম, ইব্রাহিম,মুসা - এই চরিত্ররা সমস্ত আব্রাহামিক ধর্মের মধ্যে রয়েছেন। এক ধর্মগ্রন্থ থেকে আরেক ধর্মগ্রন্থে সূত্রধর হিসেবে উল্লেখ করা হয়েছে।

গোমাংস খেতে ধর্মে কোন বাধা নিষেধ নেই যেমনটা ইসলাম ধর্মে শুয়োর খেতে বারণ আছে।ভারতে অনেক হিন্দুরা গরুর মাংস খায়, এতে আপত্তির কিছু নেই।
কাজিনকে বিয়ে করা মুস্লিমদের মত, তামিল হিন্দু সংস্কৃতিতে রয়েছে।

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

নীল আকাশ বলেছেন: কোনো ধর্ম সর্ম্পকে বলতে গেলে প্রচুর পড়াশুনা করতে হয়। যতটুকু পড়ে মনে হলো ইসলাম সর্ম্পকে আপনার কোন ধারনাই নেই। ইসলাম মানব জাতীর সূচনা লগ্ন থেকে আছে....এই ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। কারন মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজেই এটা সৃস্টি কর্তা এবং সংরক্ষন কারী। যে সব ধর্মের সাথে এটাকে মিলিয়ে ফেলবেন না। এটাই একমাত্র অবিকৃত ধর্ম গ্রন্থ ।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

একদম_ঠোঁটকাটা বলেছেন: আমি আপনার মত কে সম্মান করি।

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

ক্স বলেছেন: আব্রাহামিক ধর্ম - এইটা আবার কি বস্তু? ইহার আবিষ্কারক কে? আব্রাহাম এমন ধর্ম প্রতিষ্ঠা করেছেন, যাতে আকৃষ্ট হয়ে তার লক্ষ বছরের পূর্ব পুরুষ আদমও সেই ধর্ম গ্রহণ করেছেন, তাই না? গাঁজার রেট যেন কত?

গোমাংস খেতে হিন্দু ধর্মে কোন বাধা নেই, কিন্তু গরু পরিবহণের অপরাধে নিরপরাধ মুসলিমকে পিটিয়ে মারা জায়েজ আছে, তাই না ? ভারতে হিন্দুরা গরুর মাংস খায়, কিন্তু মুসলিমরা খেতে গেলেই অপরাধ, তাই না? তাহলে লাখ লাখ কসাই মোদী সরকার আসার পর বেকার হয়ে গেল কেন?

তামিল হিন্দুরা কাজিন বিয়ে করতে পারলে কোলকাতার হিন্দুরা পারেনা কেন? মুসলিমদের মধ্যে যে কাজ মালয়েশিয়ার মুসলিমগণ পারে, তা ব্রাজিলের মুসলিমগণও পারে।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: আব্রাহামিক ধর্ম গুলো কি ? টাইপ জখন করতে পারেন একটু গুগল করে নিন। নিজের বোধ বুদ্ধির দ্বার তা একটু খুলুন। যদি বিশ্বাস র কথা বলেন তাহলে আর তর্কে যাবও না কারণ আপনার বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি।

ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না।

হিন্দুধর্ম কোন কোডবুক নেই, যেখানে এটা করা যাবে না, এটা করা যাবে বলা আছে।ভারতবর্ষের লোকাচার, সংস্কৃতি মিলেমিশেই হল হিন্দুধর্ম।

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ক্স বলেছেন: গুগলে কোথাও পেলাম না যে আদম (আ) আব্রাহামিক ধর্ম পালন করতেন। আব্রাহামিক ধর্ম হচ্ছে ইসলাম, ক্রিস্টিয়ানিটি ও জুডায়িজমের এক মিলিত রূপ। যেহেতু মুহাম্মদ (স), ঈসা (আ) এবং মুসা (আ) সকলেই ইব্রাহীম (আ) এর বংশজাত, তাই এদের প্রচারিত ধর্মের মূলধারাকে আব্রাহামিক ধর্ম বলা হচ্ছে। কিন্তু এই ধর্মের এখন কোন অস্তিত্ব নেই। ইব্রাহীম (আ) প্রচারিত ধর্ম এবং মুসা ও ঈসা (আ) প্রচারিত ধর্ম একই, কিন্তু বনী ইসরাইলের বিভিন্ন গোত্র বিভাজনের মাধ্যমে মুসা (আ) এর ধর্মকে বিকৃত করে জুডায়িজম এবং রোমান সম্রাট সেন্ট কন্সটানটাইন ঈসা (আ) এর প্রচারিত ধর্মকে বিকৃত করে ক্রিস্টিয়ানিটি নাম দেয়। যদি ইব্রাহীম (আ) প্রচারিত ধর্ম অবিকৃত থাকত, তবে মানব্জাতির হেদায়াতের জন্য মূসা, ঈসা ও মুহাম্মদ (স) কে পাঠানোর প্রয়োজনই হতনা। যেহেতু মুহাম্মদ (স) প্রচারিত ইসলাম আর অবিকৃত হয়নি, তাই উনার পরে আর কোন নবী আসেনি।

হিন্দু ধর্মে গরু খাবার ব্যাপারে কি আছে জানতে এখানে ক্লিকান
http://www.abasar.net/beefeating_dilip.html
http://www.somewhereinblog.net/blog/alonewalker/29698239

ধর্ম আর রাজনীতিকে কারা গুলিয়ে ফেলে সেটা বিজেপি, শিবসেনা, আরএসএস আর বজরং পার্টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আইএস-ইসলাম এর মত কেউ তাদের কর্মকান্ড হিন্দু আদর্শ বিরোধী - এই দাবী করছেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.