নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার বাবু

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

ডাক্তার বাবু;
অত্যন্তিক ভাল লাগার খবর পেয়েছি গতকাল-
আপনি এসেছেন।
দেখা হতেই পারত- হলেই হয়ত কবিতাটা বয়স পেত না।
বৃৃন্দাবনের তমাল বৃক্ষের তলে ছাদের ছায়ায় রাসের রসিক,
রসের স্রোতে বার বার ভেসেই যেত।
ভুলে যেত জীবন কি ভীষণ রকম বেঈমান হয়ে উঠে আপন সময়ের ক্রিয়ামুলে।
তবু আমি নাচতে রাজী সাজতে পারি, এখন অনেকটা;
মন্দ পক্ষের ভীতর মন্দের আকাশ প্রদীক্ষণ করি--
ভালোর ভীতর ভরপুর মাতাল হয়ে মাতলামি করতে শিখেছি,
উপায় নেই " ভালো " অমৃত মনে হয়।
আপনাকে খুব দূর থেকে সামনে নিয়ে আসি কখনও কখনও প্রশ্নের উত্তর জানব বলে;
কখনও পেয়ে যাই।
দেখতে ইচ্ছে হলে চোখ বন্দ করতে পারি হৃদয় টা ওপেন করে।
ওখানে কোন অজুহাত নেই,অপব্যয় নেই;
সময়টা নিতান্তই আমার আপন মনে হয়।
ডাক্তার বাবু,
আপন মানুষ অন্তরালেই বড্ড বেশি আলোকিত তা আপনি জানেন।
এ বৃন্দাবনের ধ্বণি হয়ত থেমে যাবে
সন্ধ্যা প্রদীপে বাতাস লাগলে নিভে যাবে আলো-
চাঁদ আকাশ অঙ্গে সঙ্গ দেবেই অনন্তকাল ;
এ রাসের বড় রসিক আপনি,কারণ আপনি ছাড়া প্রদীপ আলো ছড়ায় না আর অন্ধকারে কিবা কথা থাকে!
অন্ধকার যে কথা বলে তা যদি লিখা হত
তবে কাগজ আর কলমের দাম ঢের বেশি হয়ে যেত।
ক'জন পারে এ মহা কালোর মহাকাব্য লিখতে বলেন!
এ ক্ষুদ্র কবির আলোকবর্তিকার উপরিভাগে শূন্যতা --
নিন্মাংশে
আঁধারের পর আঁধারে ভরা আমাদের বৃন্দাবন।
সনজিত পুরোহিত, আমি দর্শক ও শ্রোতা -
ডাক্তার বাবু,
আপনি জীবন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বাহ !!

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। চোখ বন্দ টা ফিংগার মিসটেক কিনা একটু দেখবেন।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার, সংশোধন করে নিবো।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসা জানবেন।

অনেকদিন ধরে আপনার পোষ্ট পাই না!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

সনজিত বলেছেন: একটু ব্যাস্ততা ছিলো প্রিয়।
এখন হয়ত আর দেরি হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.