নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

ঘোর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

তোমাকে নিয়েছি মনে তা মেনেই তো মরেছি....
কত রাত, কত গুদাম অন্ধকার, এ এক চতুর সময়ের সংসারে;
তাই তো সংসারের সঙ্গ পেয়েও আমি পাইনি।
আমি সময়ের অন্তরঙ্গ ভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাই, সেই কবেকার আদিকালে..
সত্য,প্রেম আর সময়ের বিপিন বাতাসে বাসগৃহে।
আমি উপলব্ধি করে দেখেছি- তুমি, আমি আর আমরা কত পুরনো;
অথচ একি অদ্ভুত নতুনের সকাল বিকাল সাঝের মাঝ দরিয়ায় নৌকা বিলাস।
এও মনে হয় এই বুঝি তলিয়ে গেলাম..
যখন দেখি তুমি নেই , প্রকৃতির বিমুখীতা আর বিরহ দারুন...
তখন স্বরূপ দেখি তোমার,আহা;আমার কি ভীষণ নিয়তি!
এ জন্মের ভীতর তোমাকেও ঠিক মনে নিয়েও মনে বাঁধতে পারিনি..
এ আমার এক জন্ম পাপ,
আর আমার বাহিরে বিলাপ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন।

আমার ব্লগ ঘুরে আসার দাওয়াত দিলুম। 8-|

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: তুমিময় ঘোর :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: পড়লাম

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

সনজিত বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সনজিত বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.