নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

দাও দু\'খানি হাত

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১

এক হাতে তুমি এক হাতে জীবনের ভার...
হাত বদল হয় বটে রক্ষা মেলে না তার।
ভারের ধার জীবন যাচ্ছে কেটে
তাই হাত দুটি যায় খেটে,
কখনও কখনও হয়ত কিছু পাওয়া
তার মাঝে বেঁচে থাকার আশা..
তুমিও তেমন এমনি সবার ফল;
হাতড়ে দেখি তবু....
জীবন গেল জীবন গেল এমন কোলাহল।
তাই তো সখি ;এবার হাতে নিলাম তোমার হাত...
যাক না জীবন যখন যেমন, তুমি রেখ
আগলে আমার হাত..
হোক না জীবন আঁধার কালো আসুক নেমে রাত।
হাত দিয়ে যাব কষ্ট ঠেলে..
দুঃখ তখন থমকে গিয়ে হবে কুপোকাত।
চলো, সামনে চলি
দাও দু'খানি হাত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: শক্ত করে ধরে রাখবেন না হয় এই হাত ছুটে গেলে আর দু' হাতে জোড়া খাবে না । সুন্দর কবিতা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৩

সনজিত বলেছেন: ভালবাসা জানবেন প্রিয়

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতার মুল সারমর্ম হলো- হাত বাড়িয়ে দাও।
''হাত বাড়িয়ে দাও'' ওরিয়ানা ফ্লাচ্চির একটা বই আছে? পড়েছেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

সনজিত বলেছেন: না এখনো পড়া হয় নাই। তবে পড়ে নেব। ধন্যবাদ

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

সনজিত বলেছেন: ভালবাসা জানবেন প্রিয়

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

প্রথমকথা বলেছেন: ভাল লিখেছেন পড়ে মুগ্ধ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

সনজিত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: দু'টি হাতের বাঁধন শক্ত হলে পথ চলা সহজ হয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

সনজিত বলেছেন: পাথেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.