নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

হয়নি বলা

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

হয়নি বলা আজও আছি তোমার প্রেমে..
যাচ্ছে আমার কোন রকম জীবনযাপন,
সন্ধি করে নিয়েছি আমার দুঃখগুলো,
তুমি নেই,তোমার দেয়া সব কিছুকেই আগলে আছি মনের মতন।
শুধু সেসব স্মৃতিগুলো আজও শানায়
হৃদয় কাটে...
হঠাৎ হঠাৎ ভীষণ রকম রক্তক্ষরণ ;
সেই গোলাপে আজও আমি জ্যান্ত আছি,
হয়নি আজও ইচ্ছে পূরন।
হয়নি বলা হবেও নাকো পৌষ বিকালে,
দূর্বাঘাসে বাদাম ফেলে
তোমার আমার নড়নচরন;
হয়নি আজও গল্প ডাঙার মাঠ পেরিয়ে
রাতের বুকে,
রাত পাহারার কোন কারণ।
জীবন ভরেই করে গেলে কত বারণ,
হয়নি বলা...
আর হবে না যাকনা চলে যাচ্ছে জীবন যখন যেমন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২

আকিব হাসান জাভেদ বলেছেন: জিবন সঙ্গী অভাবটা মনে হয় সব বোধগয় মানুষের হয় । যেমন তেমন জিবন সুখ কাম্য নয় । আবার তাকে খুজে বাহির করেন।
ভালোবাসা পুনর্জন্ম হউক । সুন্দর কবিতা ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

সনজিত বলেছেন: আমিও চাইভালোবাসা পুনর্জন্ম হউক কিন্তু তা কি হয় কেও কি পাই, আবার যে পায় সে কি পাবার জন্য চায়?
ভালোবাসা জানবেন প্রিয়।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

সনজিত বলেছেন: আপনাদের অনুপ্রেরণা মাত্র।
ভালোবাসা জানবেন প্রিয়

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১

হাবিব বলেছেন:



না বলা প্রেমগুলো যেন অতি দ্রুত-
তার কাঙ্খিত ঠিকানা পায়
দুঃখের সাথে সন্ধি ভঙ্গ করে,
হৃদয় যেন আর বিদ্ধ না হয়।

কাটাবিহীন গোলাপ দিয়ে আমি-
বরন করতে চায় তোমাকে,
কাঁটার আঘাত আমারই লাগুক
তবু- তুমি থাকো অক্ষত।

ভালো লাগলো, আপনাকে অনুসরণ করে একটু লিখার বৃথা চেষ্টা। ভুল মার্জনীয়।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

সনজিত বলেছেন: খুব সুন্দর জনাব
তবে,

কাটাবিহীন গোলাপ দিয়ে আমি-
বরন করতে চায় তোমাকে,
কাঁটার আঘাত আমারই লাগুক
তবু- তুমি থাকো অক্ষত।

অসাধারণ
শতত শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.