নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

কার জন্য

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

কার জন্য গেল চলে এতকাল!
শঙ্খচিল হয়ে মন আকাশে মাতাল;
কার জন্য এত অপেক্ষা প্রহর হৃদয় কারাগারে..
কার জন্য এত আয়োজন সে কি তা জানে?
কার জন্য এখনও সকাল,
হয়ত বিকাল;
আমি চিরকাল ভার বয়ে নিয়ে যাব..
কার জন্য মুক্ত চোখে মুক্তি মেলেনা আজও।
কার জন্য
নতুন করে নব্য কবিতা সাজাবো।
কার জন্য আর কাঁদিনা আর ভাবি না,
মিছেই মরণ বিনা মরে মরে যাব;
কার জন্য আবার আমি আমায় ফিরে পাব।
কার জন্য কেউ কি জান?
কার জন্য হাহাকার?
কার জন্য নষ্ট মনের বসন্ত বারবার।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

ওমেরা বলেছেন: কার জন্য, আপনি বলেন তাহলেই আমরা জানব।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

সনজিত বলেছেন: শুধুই তার জন্য প্রিয়

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কার জন্য?
প্রিয় মানূষের জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

সনজিত বলেছেন: শুধুই সে, আর তার জন্য সব। ভালবাসা জানবেন প্রিয়

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

হাবিব বলেছেন:





সুন্দর কথার মজবুত গাঁথুনিতে ভালো লাগার মতো কবিতা। ভালো লাগলো...................
আমার আজকের ব্লগ "জ্যামিতিক ভালোবাসা" পড়ার জন্য অগ্রিম আমন্ত্রন।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

সনজিত বলেছেন: শতত শুভ কামনা আপনার জন্য।
আর এখনই যাচ্ছি আপনার বাড়িতে
ঘুরতে

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সময় জীবনের হিসাব মেলানো যায় না।তখন হয়তো মনে হয় এই জীবনে কতকিছু করলাম তা কার জন্য।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

সনজিত বলেছেন: শুধুই সে, আর তার জন্য সব। ভালবাসা জানবেন প্রিয়

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

বাকপ্রবাস বলেছেন: কার জন্য? কিসের জন্য?
হেতার জন্য নাকি হেতির জন্য?

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

সনজিত বলেছেন: শুধুই সে, আর তার জন্য, হেতা হবে কেনো, হেতি তো সব কিছুর উর্ধে।। ভালবাসা জানবেন প্রি.।।।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩

সনেট কবি বলেছেন: আল্লাহ জানেন!

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

সনজিত বলেছেন: উনি তো মহান.।.।.।.।.। তার ইচ্ছা জনাব

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কার জন্য জনাব?
অনেক সুন্দর হয়েছে কবিতাটি।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

সনজিত বলেছেন: শুধুই সে,
আর তার জন্য সব।
ভালবাসা জানবেন প্রিয় ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.