নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

তোরা জীবনের ভীতর
জীবন হয়ে আছিস,
চাপা অভিমান প্রচন্ড রাগে বা অজুহাতে
পথে পথে;
বেঁচে থাকিস আর আছিস জীবনের মলাট হয়ে....
শুধু মাঝে মাঝে সভ্যতার ধূলিবাতাস জীবনের মলাটে ধূলো রেখে যায়,
যা এত তুচ্ছ যে দৃষ্টি ঝড়ে উড়ে যায়...
সবাই কি বন্ধু! হৃদয়ে যার বন্ধুত্বের দাবি আছে সেই....
আপনি, তুমি আর তোরাই বন্ধু...
বাকী সব মানচিত্রের বাইরে হৃদয় ভ্রমন যাত্রি।
বন্ধু..শূন্যতার পূর্ণ উপস্থিতি
বলার আগেই বুঝা,
ক্ষুদ্র জীবনের দীর্ঘ শপথের রাজপথ --
ওলিগলি তছনছ করে
বাবুই বাসায় দুইটি জীবন;
বন্ধু ভালবাসার সংস্কার,আর জীবনের সংবিধান।
বন্ধু মানেই দুঃখ নিপাত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

সনেট কবি বলেছেন: বন্ধু বিষয়ে ভাল লিখেছেন।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

সনজিত বলেছেন: শুভ সকাল হে প্রিয়, আপনাদের অনুপ্রেরণা নিয়ে এই একটু লেখালেখি।
ভালবাসা জানবেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

আইটি বিডি বলেছেন: বন্ধু সেতো সারা জীবনের বন্ধু।
সেতো আজীবনের বন্ধন।
অসাধারন লেখা।

________________________________________________
যে কোন বাংলা বইয়ের পিডএফ এর জন্য ভিজিট করুন
Bangla Pdf book

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

সনজিত বলেছেন: আপনিও বেশ বলেছেন।
শুভ কামনা

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

নজসু বলেছেন: বন্ধু মানে আত্মার আত্মীয়
যে আত্মীয়তা কখনো কখনো রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

সনজিত বলেছেন: আহা আহ্‌্‌্‌এটা যে সত্য প্রিয়।
ভালোবাসা

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: আপনি আমার বন্ধু হবেন?

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

সনজিত বলেছেন: বন্ধু হওয়া তো খুব সহজ-
কিন্তু রক্ষা করা তো খুব কঠিন প্রিয়।
পারবো কি সে বন্ধন রক্ষা করতে?
একবার আমার বাড়িতে আগে বেড়িয়ে যান।
নিমন্ত্রণ লিংক
https://www.facebook.com/Sonjit.Shamoly

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.