নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

আশার আঁধারে

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮


তোমাকে রেখেছি যখন যেখানে
ইচ্ছা মিলন কাননে,
তুমি ছাড়া ফুল ফুটে করে ভুল
বসন্ত বায়ু ফাগুনে।
চোখে কোন রঙ লাগে নাকো ভাল,
হৃদয় উঠান পায় নাকো আলো;
কেবল অন্ধকার -
ঘুমহীন রাত চলে গেছে, জীবন গেছে রাত জেঁগে কতবার।
তবু সেই সব একা রাতে -
কত কথা কত ব্যথা হৃদয় পাতে
করে গেছে প্রেমালাপ;
লেখনির কালোতে হৃদয়ের তাপ।
সেই উষ্ণ শিহরে তোমার
আমার চোখের আহার,
জেঁগে আছে অনাহারে অনিদ্রায় কতকাল - ইচ্ছার ফল;
মায়াবতী রুপ,হরিণী চোখ টোপা টোপা গাল।
তোমার ভাঙে নাকো ঘুম
হৃদয় ভাঙার শব্দ জাঁগাতে পারেনি বহুবার -
কত কথা মরে গেছে কত কথা গোপনে
কত কথা আছে বলবার।
এভাবেই পার হয়ে যায় জীবন, ভরে বালুচর;
চোরাবালি ঘুম নিয়ে এলে ঘুমানোর থাকে নাকো ঘর।
সেই থেকে ঘর ছাড়া আমি যদিও ঘরের নেশা দামি -
সঞ্চিত সেই হৃদ অমূল্য ধন
কোথা যাবে কোথা থেকে পেতে তার মন।
ঘুরে ঘুরে হল সারা সব স্বপ্ন আপন
মিছামিছি পুড়ে যায় মাটির বদন।
তাই আর ফোটে নাকো নবরুপে ফুল
ঝরাফুলে ঝরে গেছে শত শত ভুল -
তবু আশা যদি আসে বেণী বাঁধা চুল
ফোঁটাব হৃদয় ঘাটে বাতাসে বকুল।
আশার আঁধারে হৃদয় বুলবুল

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: আপনি প্রচুর কবিতা লেখেন, পোস্ট করেন।
সেজন্য আপনাকে সাধুবাদ জানাই।

একটি অনুরোধ, আরো কি গভীরে যাওয়া যায় না।, বিষয়ে কিংবা উপস্থাপনায়!!

শুভকামনা রইল।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

সনজিত বলেছেন: চেষ্টা করে যাচ্ছি দাদা। ভালোবাসা জানবেন দাদা।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

হাবিব বলেছেন: বিজন দার কথার সাথে একমত

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

সনজিত বলেছেন: চেষ্টা করে যাচ্ছি স্যার। ধন্যবাদ

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয় রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.