নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

জীবনের হালখাতা

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

আমার বন্ধু এবং কবিবর সুমন কুমারের লেখা একটা কবিতা-
সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি সাথে মন্তব্য করে মহিমান্নিত করবেন কবি কে-

জিৎ,
আপনার সাথী কম্পিউটারস-
দোকান টা আমাকে ঠিক ভুলে গেছে;
আপনার কম্পিউটারে -তাসের গেমস গুলো আজও কি আছে?

ঐ চেয়ার টি কি আজও ফাঁকা থাকে,
যেখানে আমি বসতাম,
আজ কেউ বসে।
আজও কি মান্না দের গান শুনেন?
নাকি সব বদল করেছেন রবীন্দ্র গীতে-
জানি আপনি পড়ে নেই- চলে যাওয়া শীতে।

আমিও তাই;
তবু আমার একলা দহনের তীব্র দিনে,
আপনার দোকানে,
আমার ছিল ছিরে আসা কিছু সুখ
আজ স্মৃতি নিয়ে আসে তার কিছু দুখ।

ছাইদানি কি আগের টাই আছে,
ভরে ওটার পেট নিয়ে
সিগারেটের ছাই, মোথা সিগারেট।
সিগারেটের সেই প্যাকেট,
দিয়াশলাই মনে পড়ে;

ধূমপান করি- নাকে সেই গন্ধ পাই।
সেই দিনগুলো দিনের মোড়কে বন্দী হল
সাথে ছুটি নিয়ে গেছে
হাসি তামাশার হাট বেলা,

আজ কোথায় জীবন –
কোথায় যাচিছে মেলা।
সনজিত,
আপনার দোকান ঘর আমার দীর্ঘ সময়ের
একাকীত্বের সঙ্গী ছায়া পাতা,
শোধ হবেনা যতই করুন জীবনের হালখাতা।

জীবনের হালখাতা
সুমন কুমার

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

তারেক ফাহিম বলেছেন: বাস্তবে এমনটাই হয়ে আসছে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সনজিত বলেছেন: এটা বাস্তব

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কথামালা।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সনজিত বলেছেন: ভালোবাসা নিবেন ভাইয়া

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগলো

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সনজিত বলেছেন: শুভাশীষ জানবেন প্রিয়

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

সাইন বোর্ড বলেছেন: সহজ-সরল স্মৃতি কথা, ভাল ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সনজিত বলেছেন: হ্যা ভাইয়া খুবই সহজ-সরল স্মৃতি কথা, তবে খুব সুন্দর লেখা। ধন্যবাদ

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

হাবিব বলেছেন: জীবনের হালখাতা তো খুব ভালো লাগলো..........

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনজিত বলেছেন: হ্যা স্যার খুব ভাল লিখেছে আমার বন্ধু কবিবর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.