নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

বার বার তোমাকে সাজাতে

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪


আজ
কবিতায় বিদায়ের বেদনা সাজাব,
কালের পাখনায় সাদা বক উড়ে,
সাঁঝঘরে ফিরে গেছে-
ফেলে ঝড়াপালক;
রেখে বিবর্ণ চোখের পলক।

তাই
একাকাশ নীল বৃষ্টিভেজা নিখিল
ভরা পদ্মায় ভেসে গেছে খনিক ভালবেসে;
পাড় ভাঙা শব্দের হাসি হেসে।
সৃষ্টি ছিল -
ছিল ধ্বংসাত্মক রুদ্ররুপ অন্তর অন্তরালে;

মৃত
লাশের মত লাশ হয়ে যেতে যেতে -
ঘর গেল পুড়ে ছাই হয়ে গেল স্মৃতি পথের মোড়ে,
চলে যেতে হয় তবু বিষন্ন বিদায়ের বেদনা পড়ে ঝরে ঝরে।
রঙ পেন্সিল নিয়ে একটি পাতার বুকে -
একটি পাথর ঘর বাঁধা যায় কি!

যেখানে
স্বপ্ন প্রকৌশলীর নেই কোন মৃত্তিকার একটু স্বাধীন অধিকার ;
তাই নতুন মৃত্তিকার বুকে মাটির হাহাকার।
আজ বিদায়ের বেদনা সাজাব বলে
অদৃশ্য নিয়তি অদূরে পাশা খ্যালে,
তবু সে ময়দানে জীবন উৎসবে আমাকে যেতে হবে-
জিততে বা হেরে যেতে।
চিন্তা নেই তোমার;

ঝড়াপালক,
একটি পাতা আর মৃত্তিকা -
তোমাকে সংগে করেই নিয়ে যাব
ঐ সুদূর সময়ের অতিথি হতে।
বার বার তোমাকে সাজাতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

হাবিব বলেছেন: অসাধারন .....খুব খুব ভালো লেগেছে...........

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা নিয়ে কবিতা আমার ভাল্লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.