নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

বিজয় বাঙালির একমাত্র যুবক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১


ছবি- গুগোলের

দেখতে দেখতে বিজয়ের,
বয়স বেড়ে যাচ্ছে -
যে বিজয়ের মৃত্যু নেই,
তার আবার বয়স কি !

তবু বিজয় বড় ভার,
বুকে নিয়ে যেতে হয়
কাঁধে নিয়ে যেতে হয়;
নতশিরে নত নয়।

আজকাল, বিজয়ের-
স্বপ্ন ঘোলা চোখে পলাতক-
বদ হাওয়ার মত ঘুরে ওলিগলি;
মাথার কাছে মাথা নত,
কথার কাছে বুলি -
মনে হয় বিজয়,
ফ্রেমে বাঁধা অন্ধকারের ছবি।

তবু,এই বিজয় তমশার বুক-
ভেদ করে ফোটা রক্তকমল সূর্য,
বাঙালির প্রথম সকাল;
ন্যায়ের একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গমাইলে -
লাল সবুজে থাকতে এসেছি অনাদিকাল।

"বিজয়"
বিশ্বমানচিত্রে প্রবেশে পদ্মা-
মেঘনা -যমুনার বুকে প্রবাহিত রক্ত স্রোত;
সাত সমুদ্র সাঁতরাতে,
এই "বিজয়" সাঁতার চোখ -
"বিজয়" বাঙালির মৃত্যুঞ্জয়ী-
জনতার একমাত্র যুবক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর বিজয়ের কবিতা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

সনজিত বলেছেন: আল মামুন ভাই, আজকে কেন যেন বিজয় নিয়ে খুব মাথা ব্যাথা করছিলো- তাই সকালে চা-য়ের কাপে চুমুক দিয়েই মনে হলো একটু চেষ্টা করে দেখি হয় নাকি। বেশ! বসে পড়লাম আর হয়ে গেল।
ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ে আমাকে মহিমান্নিত করার জন্য।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো..........++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার, কষ্ট করে পড়ে আমাকে মহিমান্নিত করার জন্য।
এটা জেনে আমারও খুব ভালো লাগছে যে ,
আপনার খুব ভালো লেগেছে- সাথে ডাবল প্লাস।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ভাল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.