নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

প্রেম তুমি এসো

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩



একদিন প্রেম তুমি বর্ষার-
গাঙ হয়ে এসো অথবা বসন্ত ,
সুন্দরের সংসর্গ বৃন্ত থেকে-
অগ্নিঝরা রূপে রঙ করা ফাগুনে,
আমার মুখোমুখি বসো।

দু-দন্ড,তারপর পাড় ভেঙে সমুদ্রজলে
যেতে চাও চলে যেও।
ফুল ক্ষণিক -
লেনদেন শেষ করা বসন্ত বনিক;

চলে যেও ফুলশয্যায় -
উৎসবের উচ্ছ্বাসে দরজায়,
প্রনয়ের প্রথম নিবেদনে;
জনে জনে।
একদিন প্রেম তুমি এসো -

তুমিহীন;
কোথায় পরে থাকে আমার কোনদিন
ঠিকানাহীন -
শুধু নবমীর মন্দিরে ফেলে -
আসা ঠিকানার স্মৃতি পরে আছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

হাবিব বলেছেন: এভাবে ডাকলে তো না এসে পারে না..............

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

সনজিত বলেছেন: তবুও হতাশা আর সে অধরা স্যার!

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

নজসু বলেছেন:



কবিদা, আমরা যারা ঢাকার বাইরে আছি
তারা তোমার বই পাবো কিভাবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সনজিত বলেছেন: দেখা হবে ২১ শে বই মেলায়।
আর আপনার ঠিকানা টা যদি দিতেন তাহলে আপনার কাছে আমি অবশ্যিই বই পৌছানোর ব্যবস্থা করে দেব।
সেই সংগে ধন্যবাদ জানাই পাঠ করে আমাকে ধন্য করার জন্য।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

আলমগীর কাইজার বলেছেন: প্রেমের সাথে আমিও চলে আসলাম।
শুভকামনা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সনজিত বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: জীবনে প্রেমের মোহ টা ত্যাগ করতে পারলে- দ্রুত উন্নতি করা যায়।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সনজিত বলেছেন: প্রেম ছাড়া কি কেও বাচতে পারে?

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

সনজিত বলেছেন: ধন্যবাদ চাচাজী

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সাইন বোর্ড বলেছেন: প্রেম অাসুক শান্তির বার্তা নিয়ে...

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

সনজিত বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

ঝিগাতলা বলেছেন: এইসব কবিতায় কি দূর্নীতি দূর হবে?

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সনজিত বলেছেন: কবিতা দিয়ে বুঝি এটা সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.