নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

রাত ঘুমের ছায়া

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩

এই রাত ঘুম চোখে জেঁগে থাকে নিতো
দেহ রেখে পৃথিবীর পর,
স্বপ্নঘোরে বহুরুপ ধরে
এলো কাছে রাতভর ।

জোঁনাকিরা এসে দিশাহীন বেশে খুঁজে গেল,
কি সেই ধন দেহের উপর?
পাওনায় থেকে নির্ভর ।
চুপমেরে বসে দেখি প্যাঁচার চোখের ফাকে-
ইদুরের দৌড়ঝাঁপ;

গভীর অন্ধকারে গভীরের ছাপ ।
কিছু দুর থেকে বায়ু নিয়ে এল কিছু ফল
ঢের বোঝা গেল ফুল ফুটে সারা-
ঝরে যাবে রাতের দেহে হয়ে আত্মহারা,
তবু সেই চোখে শিশিরের জল।

রাতের না বলা কথা আড়ালের শত ব্যাথা
গুপ্ত সুখ কত কোলাহল -
রাত ভাঙা রাতে আমার সাথে
ক্ষত চাঁদ মিটি মিটি তারা উজ্জ্বল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

সনজিত বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন: ভালো লাগলো ।
গুপ্ত সুখ কত কোলাহল
ভালোবাসার সুখ আত্মপ্রকাশিত হউক ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২

সনজিত বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই কবিতা টা পড়ার জন্য,
আমার অনেক ভালোলাগছে জেনে যে আপনার খুব ভালো লেগেছে।
ভালোবাসা জানবেন ভাইয়া।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

হাবিব বলেছেন: অনেক দিন পরে লিখলেন........
বেশ লেগেছে....

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

সনজিত বলেছেন: ধন্যবাদ হাবিব ভাইয়া,
সময় বড্ড বেয়ারা হয়ে গেছে- তাই একটু গড়মিলে আছি।
খুব তাড়াতাড়ি হয়ত সব ঠিক হয়ে যাবে- আবার নিয়মিত হয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.