নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

এক পৃথিবী লজ্জ্যা

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪২

কবি ছিঃ তোকে,
বসন্তে;
তোকে জ্বলতে হবে সলতের মত,
কয়লা হয়ে –

আগ্নেয়গিরির মত বুকে রেখে আগুন যত,
উল্কাপিণ্ডের মত জ্বলে নিভে গিয়েই
আবার ইটের ভাটার মত পুড়তে হবে,
ধীরেধীরে দিন মাস অবিরত ।

তোকে জ্বালিয়েই যাব
চিতার মত চৈত্রের বৈশাখে,
তোর বুকে ঝড় ও হব
ধ্বংস হব নিত্যবিলাপে ।
তবু জানিস;
এসব আমার মনের কথা নয়,
কবি এখন সময় ফিরে আয় ।

আমি তোর সমস্ত জ্বালা-
চোখের ঝর্ণাধারায় নিভিয়ে দেব,
আমি সঞ্জিত, তোর হৃদয়ের খবর নেব ।
কবি তুই; তাই বলে একথা বলতে পারিস!

তোকে সাবধান করে দিচ্ছি,
আমার একটা কথা রাখিস;
তোর কোন আশাই হয়নি পূরণ
কবি তুই;
এক পৃথিবী লজ্জ্যা নিয়ে একাই থাকিস ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মাহমুদুর রহমান বলেছেন: আচ্ছা হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে,হিন্দু ধর্মের কিছু কিছু দার্শনিকদের মতে কেউ যদি একালে ভালো কাজ করে তাহলে সে পরবর্তীতে নীচু জাতে জন্মে আর কেউ যদি ভালো কাজ করে তাহলে সে উঁচু জাতে জন্মে।নীচু জাত হচ্ছে কুকুর বিড়াল আর উঁচু জাত হচ্ছে মানুষ।আপনি বিষয়টা কিভাবে দেখছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.