নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

আপনার যাত্রায়

২৩ শে জুন, ২০২০ সকাল ৮:০৯

প্রিয় কবি- আপনার যাত্রায়
উৎস্বর্গ:- কবি মাহবুবুল হক শাকিল

এই সয্যা শাণিত স্রোতের ধারা
কান্নার ভাষাটা নিতান্ত জল নয়
শেকড়ের বালিঝুরি আবেগের ফল
বিহ্বলতার এই নগ্ন কায়া বিষাক্ত টক্সিকে পূর্ণ।

না, কবি আজও মরেনি
কবি মরতে পারেনা; কবিদের জন্ম প্রতিনিয়ত।
কাব্যের প্রসবজ্বালায় ঘটে কবির জন্ম
শব্দখেলায় কাটে শৈশব
বাক্যের ঢেউয়ে দোল খেলে যৌবন
কবি মরতে পারেনা।

না ! আবারও বলছি কবি মৃত নয়
প্রতিটি কবিতায়ই কবি উপস্থিত!
ঘটনা-চিন্তা ও বিবৃতির খুব কাছে দাঁড়িয়ে
পরিচয় করিয়ে দেন আমাদের। খুব যতনে।
কবির দেহ মৃতের অতীত। কবি সদা জাগ্রত।
দেহের পরিধি ছাড়িয়ে কবি উর্ধ্বলোকের বাসিন্দা।

কবি সাধক। কবি যাজক। সাধন-যোজনেই কবির বেঁচে থাকা।
কবি তো ছবি, ভোর আকাশের রবি।
কবির কাব্য আলো দেখায়
আশার দোরে পৌঁছে দেয় মুহূর্তেই।
হে কবি! আজ অশ্রুসিক্ত মস্তিষ্কে যে ক্ষয়
তা যেন চিককাল রয় কাব্যপ্রতিম হয়ে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল উপস্থাপন

২| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতার ভাষা সুন্দর।
কবিতায় গভীরতা আছে। আবেগ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.