নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত আত্মা

২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

এক সময় আমি ভালবাসতাম স্বচ্ছ নীলাকাশকে
মেঘহীণ নীলাকাশ যেনো এক অজানা অধ‍্যায়
অসীমের মাঝে হারিয়ে নিজেকে খুঁজতাম
পাইনি নাগাল কোথাও, দূর তেপান্তরকে আলিঙ্গনের
আশায় ছুটেছি, কভু ক্লান্ত হইনি।

রাত্রিতে তারকারাজি যখন অপরূপ সাজে হাজির হয় সামনে
মিলনের অদম্য ভাললাগায় বিহবল হতাম
বিশ্ব ব্রহ্মান্ডের সত‍্য অসত‍্যের ঘুর্ণিপাকে
মিথ‍্যায় বসে থেকে দেখেছি আসলে সত‍্য বলে কিছু নেই।

এখন আমি নীলাকাশ ভালবাসি না, ভালবাসি মেঘকে
মেঘের বৈচিত্র্যে বিমুগ্ধ আমি।
অনেক শৈল্পিক রূপে কল্পনা করেছি তাকে, আবার পেয়েওছি
কখনো এলোকেশী খোলাচুলে,
কখনো কালোকেশে আবার কখনো ঘুমটো মাথায়
রচনা করেছি তার শ্রী আপন জগতে।

মেঘ আমার দাসত্ব স্বীকার করেছে আর বলেছে
হে শিল্পী আমাকে নিজ হাতে গড়ে নাও
দাও মোরে ভালোবাসা, দাও প্রেম বল অপরূপা
অবহেলা করো না।

বড্ড ব‍্যাথায় কাঁদবো অবিরত রিমঝিম সুরে
আমিও তাই চাইতাম
বৃষ্টির আলিঙ্গনে সিক্ত হতে বড় ভাল লাগতো
নগ্ন দেহে খোলা মাঠে লুটোপুটি খেয়েছি
বৃষ্টির শিহরিত স্পর্শের আনন্দে
আমি আবারও রোমাঞ্চিত হতাম।

অভিমান করে শুভ্র মেঘ যখন কাছে দূরে চলে যায়
তখন বড্ড খারাপ লাগতো, মিনতি করতাম কাছে আসতে
মেঘ আসতো বুক ফাঁটা কান্নার আর্তনাদ নিয়ে
দু'হাত ধরতে গিয়ে চুম্বন করেছি তার বিদ‍্যুৎসম অধরে।
স্বেচ্ছায় মৃত‍্যুকে বরণ করেছি পুনর্জন্মের আশায়।

এখন ভালবাসবো দরিয়াকে-সহবাসের সুখের মতো
সারা রাত্রিযপি ভক্ষণ করবো বেদনা নামের সমস্ত নোনাবিষ
সুনামীর গোগ্রাসে গিলে ফেলবো অসম বিচার-দন্ড
আপন সাজা বরণ করে হারিয়ে যাবো তেপান্তরে
কোন স্মৃতির ব‍্যাথাময় স্বপ্নভঙ্গে আর জাগবো না
বিদায় নেবো আপনার থেকে নিভৃতে বড় সঙ্গোপনে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৫৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.