নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার মানে শুধুই পড়ালেখা নয়।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ২:১১

মানলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড,
কিন্তু শুধু পড়ালেখার মানেই কি শিক্ষা!!

একজন মানুষ পড়ালেখা করে নাই,
তার মানে ওই মানুষটার বুদ্ধি নেই,
ওই মানুষটা সমাজের অযোগ্য,
ওই মানুষটার সাথে মিশলে নিজেও খারাপ হয়ে যাবো।
এইসব কোন ধরণের যুক্তিরে ভাই/বোন!!

ইতিহাস ঘেঁটে দেখেনতো কতজন মহাপুরুষ পড়ালেখা করেছেন!! যাদের সুত্র ধরে আজ অব্দি আমরা চলে আসছি!!

তার মানে এই না যে আমি পড়ালেখা করতে নিষেধ করছি,
এইটার মানে এই যে,
যে মানুষটা পড়ালেখা করেনি তার পড়ালেখা না করার পিছনের কারণটা জেনে তারপর কথা বলুন,
পড়ালেখা না করলেই মানুষ অশিক্ষিত এই ধারনাটাও ভুল বরং ওই মানুষটা হয়তবা বাস্তবিক শিক্ষায় এতোটা শিক্ষিত যতটা আপনি আপনার মুখস্ত বিদ্যায় সারা জীবনেও পাবেন না।

মানুষকে সম্মান করতে শিখুন,নিজেও সম্মান এর যোগ্য হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.