নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

আমি বাংলাদেশের প্রেমে পরেছি

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৭

ছোট থেকে ঢাকাতেই বড় হওয়া,
শৈশবটা পুরোটাই ঢাকাতে,
আব্বু পাকিস্থানে পড়াশুনার জন্য গিয়েছিলেন,
যুদ্ধের সময় দেশে ফিরলেন,যুদ্ধ করলেন,
তারপর থেকে ঢাকাতেই,
যদিও গ্রামের বাড়ি ছিলো শরীয়তপুর,
আব্বু যেতেন মাঝে মাঝে আমি যখন ছোট ছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি।
তারপর আস্তে আস্তে বড় হলাম। মানে অতোটাও বড়ো না,সবেমাত্র চতুর্থ শ্রেণী।
তখনি আব্বু মারা গেলেন অসুস্থতায় ভুগে।
তারপর থেকে আর ঢাকার বাইরে যাওয়া হয়নি। মাঝে মাঝে গ্রামে যেতাম।
হুম একবার চাচার শ্বশুরবাড়ি কুমিল্লাতে গিয়েছিলাম। তাও সকালে গিয়ে বিকেলে ফিরতে হয়েছিল।
এইবছর জানুয়ারির দিকে নোয়াখালী গিয়েছি আমার এক বন্ধুর নানা বাড়িতে।
এই প্রথম আমার ঢাকার বাইরে কোথাও যাওয়া।
ওইখানের নতুন নতুন লোকজন। নতুন নতুন জায়গা।
সব কিছুই আমার কাছে নতুন ছিলো। সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চা যেমন চোখ খুলে সব কিছু বিস্ময় এর চোখে দেখতে থাকে,তেমনি আমিও দেখছিলাম।
বাংলাদেশ বলতে শুধু ঢাকা কেই চিনতাম আর নিন্দা করতাম।
ভাবতাম ঢাকার মতই সারাদেশে এমন জ্যাম,এমন দালানকোঠা,এমন শব্দ।
কিন্তু নাহ বাংলাদেশ টা যে কতোটা সুন্দর এইটা নোয়াখালী না গেলে বুঝতাম না।
তারপর থেকেই মাথাটা নষ্ট হয়ে গেলো। আগে প্লান ছিলো। জীবনে যতদিন বেচে থাকব পুরো দুনিয়াটা ঘুরে ঘুরে নতুন নতুন মানুষ,নতুন নতুন সংস্কৃতি দেখবো।
কিন্তু এখন প্লান হলো আগে নিজের দেশটা পুরো ঘুরবো তারপর বাকি দুনিয়া।
তাই হয়তোবা পরবর্তী ৫ বছরের প্লানটা সেরেই ফেললাম।
সামনের মাসে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। ওইখানে একজন এর সাথে দেখা করবো,আর ওর সাথেই জতুটুক সম্ভব ঘুরব।
ওখান থেকে এসে কিছুদিন এর মধ্যেই যাবো সিলেট।
তারপর যাবো বান্দরবান এবং রাঙ্গামাটি।
তারপর আমেরিকা (যদিও ইচ্ছা নেই তবুও জেতে হবে)
আমেরিকা থেকে আসতে আসতে হয়তোবা ৪/৫ বছর লেগে যাবে,তারপর আবার শুরু হবে ''বাংলাদেশ ভ্রমন'',
তারপর?? তারপর চলতেই থাকবে............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.