নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

গ্রাম্যমেলা

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪১

নাগরদোলা।।
চিনবেন কিনা জানিনা।না চিনলেও অবাক হবো না,কারণ এই জিনিসটা অনেকটাই হারিয়ে গিয়েছে আধুনিকতার ছোঁয়াতে।

সব সময় বিভিন্ন পাচতারকা হোটেলে যান,আধুনিক উন্নতমানের মল গুলোতে যান,
মাঝে মাঝে সময় পেলে কিছু গ্রাম্য মেলাতে যাবেন,অনুরোধ রইলো।
হয়তোবা পাচতারকা হোটেল কিংবা আধুনিক মল গুলোর মতো ঝাকঝমক কিছু পাবেন না।
কিন্তু পাবেন আসল মাটির স্বাদ।আসল দেশের স্বাদ।
যেটা একদমই একটা অন্যজগতে নিয়ে যাবে আপনাকে।

আজ গন্তব্যস্থলে যাওয়ার পথে এমনই একটি মেলার সন্ধান পেলাম,সাথে সাথে গাড়ি ঘুরিয়ে সেদিকে ছুটলাম।
নাগরদোলা সহ আরও কিছু হারিয়ে যাওয়া জিনিস পেলাম।
সারাটা মেলাজুড়েই কাদা-মাটিতে সয়লাব।কিন্তু কাদা মাটি উপেক্ষা করেই মেলাটা ঘুরে ঘুরে দেখলাম।নাগরদোলাতে উঠিনি কিন্তু দাড়িয়ে ছিলাম পাশে।এবং কিছু কিছু বাচ্চা-কাচ্চা উঠে খুব মজা করছিলো। ওদের দিকেই তাকিয়ে ছিলাম। মনে হচ্ছিলো আবার ছোট হয়ে যাই। ওদের সাথে মিশে একাকার হয়ে যাই।
তারপর টুকটাক কিছু কিনাকাটা করে আবার গন্তব্যস্থল এর উদ্দেশ্য যাত্রা শুরু করলাম।
সারাটা পথই মনটা খুব ফুরফুরে ছিলো আবার কিছুটা গম্ভীরও ছিলো নিজের ছোট কালের কথা মনে পড়ে গিয়েছিলো তাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.