নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ বালক

সাধারণ বালক › বিস্তারিত পোস্টঃ

জীবন নিয়ে কিছু কথা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সুখগুলো যেনো হাতছানি দিচ্ছে।আবার কোথায় যেনো হারিয়ে যাচ্ছে।
জীবন থেকে দুঃখের ছাপটি যেনো যেতেই চাচ্ছে না।
নিজের জীবনে এতো দুঃখ,এতো কষ্ট যেটা মাঝে মাঝে খুব অসহনীয় হয়ে উঠে।তখন ইচ্ছে হয় যে দূরে বহু দূরে না ফেরার দেশে চলে যাই। কিন্তু পরক্ষনেই মনে হয় হুম মানলাম আমার জীবন দুঃখ কষ্ট দিয়ে ভরা।খুব কম সময়ই সুখের ছোঁয়া পেয়েছি।খুব কম বেলাই না খেয়ে থেকেছি।খুব কম সময়ই না ঘুমিয়ে থেকেছি।খুব কম সময়ই খালি পকেটে ঘুরেছি রাস্তায়।খুব কম সময়ই বাসার বাইরে থেকেছি।
কিন্তু ওদের জীবনটাকে কি বলা যায়,যারা খুব কম বেলাই খেয়েছে।ক্ষুদার তাড়নায় খুব কম সময়ই ঘুমোতে পেরেছে।যাদের পকেটতো দুরের কথা পরবার মতো ১টির বেশী প্যান্ট নেই হয়তোবা অনেকএর সেটাও নেই।যারা রাগ করে বাসার বাইরে থাকবে কি তাদের তো বাসাই নেই।একেকরাতে একেক ফুটপাথই তাদের বাসস্থান।

তাই নিজের জীবনে যত সমস্যা,যত কষ্টই থাকুক না কেনো কখনো ভাববেন না যে আপনার জীবনের এখানেই শেষ।
আপনার থেকেও বেশী সমস্যা,বেশী কষ্টে মানুষ বেচে আছে অনেকগুলো আশা নিয়ে।
কি জানি হয়তোবা আপনার ভবিষ্যৎ আপনার জন্য এমন কিছুই রেখেছে যেটা আপনার এবং সেইসব মানুষগুলোর স্বপ্নপূরণ করবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


অনেক ফিলোসফিকেল কথাবার্টা বলছেন; কাজ কর্ম চলছে তো?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

সাধারণ বালক বলেছেন: জি জনাব চলছে কোনো একরকম।
আমি দুঃখিত আপনার কমেন্ট এর জবাব দিতে পারিনি।কি করবো জীবন এমন ভাবে দৌড়ূনী দিচ্ছে যে থেমে একটু জিরোনোও খুব কষ্টকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.