নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

উচাটন দেশ, তিতা লাগে স্বন্দেশ...আহা! বেশ বেশ বেশ!

২০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৭

বিয়ার অনুষ্ঠানে মনসুর সাহেব এসেই কন্যার পিতাকে ঝাড়া ডায়ালগ:

"সানাই যে বাজায় তার কি পেট খারাপ? শুইনা তো মনে বৌ মইরা ইন্দুরের গন্ধ ছুটছে কিন্তু কবর দেওনের জায়গা পাইতাছে না। কই থিকা পাইছেন এমুন সানাইবাদক?"

কন্যার পিতা কাসেম মিয়া সামান্য চাকুরীজীবি। দুটো ঢোক গিলে বললেন,"মনে হয় গরম পড়ছে। আসেন কিছু ঠান্ডা খান।"

সুমি-শাহেদের বিয়ে হয়েছে ৪ বছর। বড় আশা করে বড় ঘরে মেয়ের বিয়ে দিয়ে এখন ফেঁসে গেছেন। প্রতি বছর ধুমধাম করে বিয়ের এনিভার্সারীর আয়োজন করতে হয় যদি বেশীর ভাগ খরছ মনসুর সাহেবই দেন।

: আইচ্ছা ভাই সাহেব, আপনার কি মনে পড়ে ২০১২ সালের জানুয়ারী মাসের ১২ তারিখ শুক্রবার কাকরাইল মসজিদে জুম্মার নামাজ পইড়া যখন আপনে আর আমি রিক্সা খুজতেছিলাম তখন আপনাকে একটা ব্যাপারে কথা বলেছিলাম। আপনি তো আর সিদ্ধান্ত জানালেন না।
: জ্বি মানে...(আসলে কাসেম সাহেব মনে করতে পারছেন না)...আসলে অনেক দিন ধরে বলবো বলবো বলে বলা হয়নি। কিন্তু আপনার মতামত যা ছিলো আমারও তো সেটাই ছিলো।
: ধুৎ মিয়া ২০১২ সালের ১২ই জানুয়ারী তো বৃহস্পতিবার আছিলো, ঐ দিন দুনিয়া ধ্বংস হওনের কথা নিয়া বাতছিলো হইছিলো মনে নাই? কথায় কথায় এমুন করেন কেন?

কাসেম সাহেব তার ঝাড়ি খানা হজম করলেন। একটু পর সুমি আর শাহেদ হাত ধরা ধরি করে আসলো সবার সামনে। সুমি- শাহেদ সুখি আছে এটাই কাসেম সাহেবের সবচেয়ে বড় পাওয়া যদিও শাহেদ তার ঘর জামাই।

সুমি হঠাৎ জিজ্ঞেস করলো শাহেদ কে,"জানু, বলোতো কালকের দিনটা কেন বিশেষ দিন?"

শাহেদ টেনশনে পড়ে গেলো। সে ভাবতে লাগলো সুমির সাথে কবে তার প্রথম দেখা। সেই প্রথম দেখার দিন হতে কাল পর্যন্ত কি কি হয়েছে সেটা নিয়ে গবেষনা শুরু করে দিলো,"ওহ মনে পড়েছে কালকে তুমি আর আমি প্রথম আই লাভ ইউ বলেছিলাম।"

সুমি গাল ফুলিয়ে বললো,"ধুৎ, কালকে আমার পার্লারে যাবার ডেট। তুমি কিন্তু গাড়িটা রেখে যাবে, বুঝেছো?"

শাহেদ ঢোক গিলে বললো,"অবশ্যই!আমাদের নতুন ৬লাখ টাকার লোকাল বাসে ঝুলে ঝুলে যাবো, কোনো সমস্যা নাই।"

আকাশের ভরা পূর্নিমা দেখতে শাহেদ কিছুক্ষন একা হলো। মাঝে মাঝে মনে হয় কেন সে তার বাবার মতো এমন হলো না। এত রোমান্টিক রাতের এত সুন্দর অনুষ্ঠান, তবু কেন ভালো বাসা খুজে পায় না।

শাহেদ আবার সুমির পাশে দাড়ায়, সুমি ওদিকে আইফোনে অনুষ্ঠানের ছবি আপলোড করছিলো। শাহেদ পিছে দাড়িয়ে ভাবুক কন্ঠ,"মনে পড়ে বিয়ের আমি তুমি নদীর পাড়ে কাশবনে বসে চাদ দেখতাম, আর ভালোবাসার কবিতা বলতাম।"
সুমি মুখ কালো করে দাত খিচিয়ে বললো,"গুলতানী মারার আর জায়গা পাও না, না? এই ঢাকা শহরে নদী কোথায় পেলে? হাজারী বাগের ড্রেনের সামনে তোমার বাবার খালি ফ্লাটে নিয়ে চুপচাপ বসে থাকতে রাত ভর পাশের রুমে। কিছু করার মুরদও ছিলো না। কাপুরুষ!"

শাহেদ ডানে বায়ে তাকায়, কেউ শুনলো কি না। এরকম ভরা মজলিসে অপমান হবার আর কিছু বাকী থাকবে না যদি কেউ শুনে। শাহেদ চুপচাপ মনসুর সাহেবের সামনে দাড়িয়ে বললো,"বাবা, কথা ছিলো?"

মনসুর সাহেব কাসেম সাহেবকে বললেন,"একটু কথা কম বলেন। আমার পোলা কি জানি কইবো। বলো বাবা, কি বলবা? তোমার বৌ কি তুমারে কিছু কইছে?"
শাহেদ গাল ফুলিয়ে বললো,"বাবা, আমি ইংল্যান্ড যেতে চাই। ইংরেজীতে এমএ পড়তে চাই!"

মনসুর সাহেব আকাশ থেকে পড়লো,"কস কি? ঐখানে পড়ালেখা করনের কি আছে? ঐখানে তো পুচকাপুচকা পুলাপান ইংলিশে কয়, ঐখানে পইড়া তুই কি করবি?এর চেয়ে তুই একখান কাম কর, হাজারীবাগে একখান ইউনিভার্সিটি খুলি ঐখানেই পড়। হাজারীবাগের ফ্লাটে বৌরে নিয়ে উপ্রে থাকবি আর নীচে ভার্সিটিত ক্লাস করবি। অখন যা, এনিভার্সারীর কেক কাট, বিরানী খামু।"

শাহেদের দুঃখে বুক ফেটে গেল। মনে হলো এই সমাজে একটা বিদ্রোহ দরকার। আজ বিদ্রোহের অভাবেই হাসিনা-খালেদা দেশের সাথে প্রহসন করে, আর শাহেদের মতো গোবেচারা মানুষ কষ্টে দিনাতিপাত করে। শাহেদ আর চায় না এহেন অত্যাচার।

ও জীমের দিকে হাটা দেয় কালকে থেকে বিদ্রোহ শুরু করবার জন্য


মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জীমের দিকে হাটা দেয় কালকে থেকে বিদ্রোহ শুরু করবার জন্য :| :||

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

উদাসী স্বপ্ন বলেছেন: ঘরজামাই তো সবাই হইতে চায়, কিন্তু কয় জনে বুঝে এর মজা!

গল্পের মূল প্রতিপাদ্য হইলো এইটাই

২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আমিনুর রহমান বলেছেন:



গোবেচারা শাহেদ !

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

উদাসী স্বপ্ন বলেছেন: ঘরজামাই হওনের সাইড এফেক্ট

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

জেনো বলেছেন: বান্দরের ফাতরামী। ;)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

উদাসী স্বপ্ন বলেছেন: বেয়াদ্দব, চালবাজ বাপের গোবেচারা পুলা আরকি!

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বান্দরের বান্দরামী পড়ছি মোবাইলে।
এখানে এসে জানান দিলাম :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: ধইন্যা। গোবেচারা মানুষের দুঃখে এমুন খুশী হওন ঠিক না

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৪

বেঙ্গলেনসিস বলেছেন: সরি, লেখাটা পড়ি নাই। তবে তিতা লাগে সন্দেশ পড়ে একটা কাহিনী মনে পড়ল। কোরিয়ান এক ফ্রেন্ডকে দাওয়াত দেওয়া হয়েছিলো বাংলাদেশি কলিগের বাসায়। তাকে পুডিং খেতে দেওয়া হল। সেই পুডিং মুখে দিয়ে যেই অভিব্যক্তি করল তা আমরা কড়া ঝাল বা তিতা মুখে দেওয়ার পর যেমন করি সেরকমই। শেষে এক পিস শসা মুখে দিয়ে শান্ত হলো!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: বোচন দের তিনটা জিনিস দেইখা আপনে কনফিউজ হইবেন।

যদি তিনচারটা বোচন মাইয়া এক লগে আড্ডা দেয় নিজেগো ভাষায় তখন এমুন আওয়াজ করে মনে হইবো এডাল্ট ফিল্মের শূটিং চলতাছে।

এগো বয়স বুঝন কষ্টকর। পুচকি কাল থিকা বুড়া পর্যন্ত সব একই চেহারা একই ফিগার। আজকা যদি কয় ওর বয়স ২৫ আপনে ১০ বছর পর আইসাওদেখবেন ওর এক চেহারা আর ফিগার।

আর হইলো যখন অভিব্যাক্তি। বুঝবেন না হাসতাছে না কানতেছে নাকি গুতা খাইয়া ব্যাথা হজম করতেছেন

পুরাই সুপার সিমেট্রি শালারা!

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

বেঙ্গলেনসিস বলেছেন: বোচন শব্দটাতো অসাম! কেমনে কি! =p~

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৫

বেঙ্গলেনসিস বলেছেন: বয়স নিয়ে যা বলেছেন সেটা ঠিকই আছে। এডগার এলান পোর একটা গল্প পড়েছিলাম সম্ভবত। একমৃত্যূ পথযাত্রীকে সম্মোহন করে রাখা হলো অনেকদিন, মৃত্যু ঠেকিয়ে। নিঃশ্বাস পড়ে খুব হালকা ভাবে। জীবনের আর কোনো নমুনা নাই। শেষে একদিন সম্মোহন ভাঙ্গার পর দেখা গেলো ইন্সট্যান্টলি একটা পচা-গলা বডি! এদের বয়সও এরকমই অনেকদিন কনস্ট্যান্ট থাকে। তারপর দেখা যায় হঠাৎ ধপাস করে বৃদ্ধ।

২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১২

উদাসী স্বপ্ন বলেছেন: এলান কোয়ার্টারম্যাইন?

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম কত বিদ্রোহ হচ্ছে প্রতিদিন!

ভালো লাগল গল্প।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: অস্হির সময় ভাইসু। সবকিছুর মধ্যেই মানুষ এখন দ্রুত সব চায়। বড় লোক, গাড়ি বাড়ি সুন্দরী বৌ গার্লফ্রেন্ড সব

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

সমুদ্র কন্যা বলেছেন: পিঠের মাঝখানে একটা মেরুদন্ড না থাকলে এমনই হয় /:) /:)

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: মেরুদন্ড তো আছে সমস্যা হইলো পয়দা হওনের সময় ঐটা বাকা হইয়া গেছিলো

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

ইলা বলেছেন: গোবেচারা, আলু আলু, মেচী বিলাই, স্বামী হবে এমন যেন ভাজা মাছটাও উল্টাইযা খাইতে পারে না। আহা রে স্বপনের পুরুষ!

আবার বিদ্রোহ?? বিডিআর নাকি??

০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: তা ভাইজান কেমুন আছে? হুনলাম সে নাকি এখনও ফিতা দিয়া পায়জামার জায়গায় লুঙ্গী বাইন্ধা ঘরে বাইরে চলা ফেরা করে, কথা কি সত্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.