নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী হাওয়াই মিঠাই ২০১৪: বিএনপির কবরের এপিটাফের একটা লাইন দরকার

০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২০

: চাচা, হাঁ কইরা চাইয়া আসমানে কি বিচড়াও?
: আমি কিছু বুঝলাম না। সকাল বেলা ঘুম থিকা উঠলাম, গোসল করলাম, চুল আচড়াইলাম।
: কি কও চাচা? মাথায় চুল কই পাইলা? মাথা তো দেখি তালতলার মাঠ!
: ধুরু ছ্যামড়া! আজকা ভুট দিতে গেছিলাম, গিয়া হুনি আমার ভুট নাকি আমি সকালে দিয়া দিছি। কিন্তু সকালে তো আমি ঘুমাইছিলাম।
: তো সমস্যা কি? তোমার নাতনী, পোলা তাগো ভোট দিয়া আসতা।
: পরে হেইডা চিন্তা কইরা আবারও লাইনে খাড়াইলাম। পরে ভিত্রে যাইয়া হুনলাম তাগো ভোটও দিয়া দিছে। তারা তো বাসায়, ভোট দিলো কখন?

অবশেষে বিপুল ভুটে ভোট সম্পন্ন হইলো। ভোটের আগে তারেক মামার ভিডু দেইখা মনে হইলো মালয়েশিয়ার আদমের দালাল কোট টাই পইড়া জাতে উঠছে। আমার রুম মেট ফাল দিয়া কইলো,"মনোবল চাঙ্গা করার লিগা আচ্ছা দাওয়াই!"

সকাল বেলা ঘুম থিকা উইঠাই পেপার পইড়া বিএনপির অভিনন্দনের প্রেস রিলিজ পড়ে আর আনন্দে ভূড়ি দুলায়। কিন্তু রাইতের বেলা শুরু হইলো সমস্যা, মাথা চুলকাইতে চুলকাইতে কয়,"এক ভিডু দিয়া মাথা চাঙ্গা কেমনে হইবো? লোকজনই তো নাই। এক জামাত দিয়া সব কিছু উদ্ধার হয় না!"

তার আফসোস পুরো স্টক হোমের আনাচে কানাচে ভাইবার দিয়া ছড়ায় দিলো। এখন তার কান্নার রোলে ঘুমানোই দায়।

পুরানা একটা কথা মনে পড়লো। বাবা মা যদি লেমেন্ডিস হয় তাইলে পোলাপানও সেরাম হইবো।

সরকারী দল দেখলো বিরোধী দল হিজড়া। তাই তারা এত বড় একখান আকাম করলো। পুরা ভোটকেন্দ্রে মাছি মারে, কিন্তু ভোট গুনতে গেলে লাখ খানেক ভোটে লীগার গুলান জিতে, তখন পুরা কাহিনীই পরিষ্কার।


এখন লোকসান দুইজনের।

জন গনের: শামীম ওসমান, হাজী সেলিম, কামাল আহমেদ মজুমদার স হ বড় বড় টেরর, গডফাদার, দুর্নীতিবাজরা জিতে যাওয়ায় জন গন সামনে আরও বড় সড় হরিলুটের দেখা পাবে। আমজনতা দেখবে বাংলাদেশের মধ্যে থাকা বাকী রসটুকু এরা চুষে খেয়ে দেশটাকে ফোপড়া বানিয়ে দিলো নব উৎসাহে।

বিএনপি: যেভাবেই জন্ম হোক, বিএনপি একটা বৃহত্তম দল ছিলো যার অনেক ব্যার্থতার পাশাপাশি অনেক সফলতাও ছিলো। জন গনের মাঝে বেশ জনপ্রিয়তা এখনো আছে। কিন্তু শুধুমাত্র জামাত নামক একটা রোগকে নিজের দেহে ব হন করে তাতে নির্ভরশীল হয়ে গিয়ে নিজের সবকিছু খুইয়ে ফেলেছে। রাজপথে কোনো নেতা নেই, তৃণমূলে বিএনপি সমর্থক সব দিশেহারা বা জামাতের কাছে মাথা নত। জামাতের সমস্ত অপকর্মগুলো এখন বিএনপির নামে চালানো হচ্ছে। বিএনপির বর্তমান অযোগ্য নেতাগুলো তাদের ভয়াব হ দূরদর্শিতার অভাবে একটা আন্দোলনকে নাশকতার মাধ্যমে চালিয়ে দিয়ে নিজেদের যে ক্ষতিটা করেছে, তাতে ধরা যায় বিএনপির কবর রচিত হয়েছে। বিএনপির পাশে এখন কেউ নাই, খালেদার অদূরদর্শিতার কারনে আজকে লীগ নামক এক সন্ত্রাসী দল ক্ষমতায় আহরন করলো আবার।

শুধু একটাই প্রশ্ন জামাতের মতো একটা কীটকে নিজের করে নিয়ে এভাবে কবর রচনা করে কার লাভ হলো?


আদতে এ পরাজয় জন গনেরই। যাই হোক, যুদ্ধপরাধী যে কটা আছে সব কয়টাকে ঝুলানো হোক! আর কি চাই!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২২

চলতি নিয়ম বলেছেন: ++
প্রথমে ভেবেছিলাম একটাই শুধু অশিক্ষিত, আর দিন কয়েক আগে বুঝলাম দুইটাই চোথাবাজ। নিজের ঘটে ঘোড়ার ডিম আছে।

আমিও ভোট গণনার হিসাব দেখে টাস্কিত। এত মানুষ তাইলে ভোট দিছে?


তবে যাই হোক, যুদ্ধপরাধী যে কটা আছে সব কয়টাকে ঝুলানো হোক! আর কি চাই!

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: দেশের অবস্হা তো ঢিকটিং ঢিস টিং। যুদ্ধাপরাধের বিচারেরও কোনো খবর দেখি না!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

মুনেম আহমেদ বলেছেন: বিএনপি যে এত বড় বড় কথা কয়। এত কর্মসূচী দেয় আবার সফলও হয় কার জোরে? জামাত না থাকলে বিএনপির কর্মসূচী দেয়া আর না দেয়ার মধ্যে পার্থক্য থাকতো না।

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: মাঝে মাঝে ম্যাডাম নিজেও বুঝে দল গুছাইতে হবে। সমস্যা হইলো আশেপাশে যাগো নিয়া দল গুছানোর দায়িত্ব নিবো সব তো টালু আর মাতাল আর মাইয়াখোর। এইসব বদগুন বাদ দিলে বাকী থাকে জামাত। কিন্তু এগো হাতে কাম দেয়া মানে জামাত বিএনপি মিলেমিশে একাকার। ম্যাডাম তাই মাঝে মধ্যে খালি ঘোষনাই দেয়।

তারপর জামাতের সাথে পুরান কুকাম!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

কলাবাগান১ বলেছেন: ভাই মনে মনে আপনাকেই খোজ করছিলাম। আপনাকে কে একটা প্রশ্ন করেছিলাম আমার এই পোস্টে
Click This Link

পোস্ট বহির্ভূত কথার জন্য সর‌্যি


পোস্ট প্লাস

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: কাহিনী কি? এই পর্যন্ত দুই জনরে পাইলাম যারা আমারে স্মরন করছে। কেমনে কি?

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
১% ভোট হলে সেটাও আইনত বৈধ।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারন মুলত প্রতিদ্বন্দ্বীতা বিহীন নির্বাচন।
আর সরকারি দল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেশীর ভাগ আসন পেয়ে অলিখিত ভাবে ভোটের আগেই সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছে।
তাই ভোটার উপস্থিতি সঙ্গত কারনেই কম।
এতে অকারন হাহুতাস করার কিছু নেই।

এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
নির্বাচন পিছিয়েও কোন লাভ হতনা। এমনকি তত্তাবধয়ক পদ্ধতি রাখা হলেও কোন লাভ হতনা, তত্তাবধয়ক সরকার প্রধান সিলেক্সান নিয়ে দির্ঘ অচলাবস্তা থাকতো।
বিএনপি কখনোই জামাত বিহীন নির্বাচনে আসতনা।

শুশিলরা এটাই চেয়েছিল, দির্ঘ অচলাবস্থা মানেই সুযোগ সন্ধানি 3rd party.
অচলাবস্থা আপাত অবসানের জন্যই এই নির্বাচন।

দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হতে দেয়া যায় না। দেয়া হবে না। এই নির্বাচনের পর এদেশটিতে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধি শক্তি রাজাকারদের কবর রচিত হবে।

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: আইনত বৈধ তখনই সিদ্ধ হয় যখন দেশের আইন ব্যাবস্হা সঠিক এবং পরিপক্ক হয়। কিন্তু দেখা যায় খোদ পুলিশ এবং প্রশাসনের সহায়তায় বেহায়ার মতো কারচুপী করছে।

দুনিয়ার কোনো বৈধ সরকারই টিকতে পারে নাই যখন তারা নিজেদের গদি ঠিক রাখার জন্য দুর্নীতি আর সন্ত্রাসের আশ্রয় নেয়। আর যেসব দেশে টিকে গেছে সেসব দেশ নিশ্চিৎ ভাবে জিম্বাবুয়ে বা সোমালিয়ার মতো বাজে দেশে পরিণত হইছে।

আমাদের দুর্ভাগ্য যে ৮ পাস মীরজাফর তুল্য বৃহৎ বিরোধী দল থাকায় আওয়ামী লীগ নামের একটা ভয়ংকর সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দল আমাদের ঘাড়ে চেপে বসেছে এবং সত্যিকার ভাবেই বলতে হয় দেশ এখন চরম দুর্দশায় ধাবিত হচ্ছে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

মারজ সোহাগ বলেছেন: (শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে
Click This Link

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: দু ধরনের লোক আছে। একটা দল কানা আরেকটা দল সমর্থক। দল সমর্থকরা তুলনামূলক ভালো যে তারা খারাপ কাজের সমালোচনা করতে জানে এবং ভবিষ্যৎ কর্মকান্ডে সেটা মেনে চলার চেষ্টা করে।

কিন্তু দল কানারা হলো কুকুরের লেজের মতো। দুঃখের সাথে বলতে শেখ হায়েনার দলে এখন সবাই দল কানা! তার বাবা ছিলো একজন অযোগ্য নেতা যে কিনা স্বাধীনতাউত্তর দেশে সকল প্রকার দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অক্ষমতাকে প্রতিষ্ঠিত করে গেছে আর তার মেয়ে সাথে হিরুন্ঞ্চি নাতীর স হযোগীরা লুটে পুটে খাচ্ছে!

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: রিপ বিম্পি! ঘাড়ে তোলা জাশি নামক দৈত্যের হাতে নিহত এক বিগ শট! (এপিটাফ)

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

উদাসী স্বপ্ন বলেছেন: বিএনপি নিয়া কথা বইলা লাভ নাই। আগামী কয়েকবছর পর বিএনপির অবস্হা খারাপ হবে। জন গন যত ভালোবাসুক, খালেদা জিয়ার পাশে যোগ্য কোনো নেতা নাই। দেখা যাবে পরবর্তী ইলেকশনে এমন এমন লোকদের দাড় করিয়েছে যারা কিনা নিজের নামটাও ঠিক মতো বলতে পারবে না অথবা নিজ ঘরেই তৈরী করেছে বেশ্যালয়।

চ্যায়ারম্যান নির্বাচন দিয়ে কেউ যদি বিচার করতে যায় তা হলে সে হবে গাধা। কারন এমপি ইলেকশনে খালেদা কোটি টাকার নীচে নামেন না। খোদ নীচ চোখে দেখা। এক দিকে খালেদাকে দিতে হয়, আরেক দিকে তারেক জিয়ার জন্য ইংল্যান্ডে পাঠাতে হয় আর বাকী গুলো এলাকার আর কেন্দ্রীয় নেতাদের পেটে ফেলতে।

লীগের মতো অর্গানাইজড এরা না। এরকম করলে সেই দলে হিস্যু করতে তারাই যায় যাদের আছে দালালী আর কালোবাজারীর পয়সা!

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

জেরিফ বলেছেন: শুধু একটাই প্রশ্ন জামাতের মতো একটা কীটকে নিজের করে নিয়ে এভাবে কবর রচনা করে কার লাভ হলো?

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

উদাসী স্বপ্ন বলেছেন: জামাতকে যত দ্রুত নিষিদ্ধ এবং নিশ্চিহ্ন করা যায় ততদ্রুত জন গনের মঙ্গল আর বিএনপির অমঙ্গল কারন তখন বিএনপি হবে জামাতের আশ্রয়দাতা

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

HHH বলেছেন: এখন নিরপেক্ষ ভোট হলে বিএনপি কতগুলা আসন পাবে সেটা কি একবার চিন্তা করেছেন? আপনাদের হাম্বা পার্টি ৫ টা সিট পাবে তো? যত দিন যাবে, বিএনপির জনপ্রিয়তা আরো বাড়বে।
আপনারা বাংলাদেশের মানুষের সরকার নির্বাচন করার অধিকার অস্ত্র দেখিয়ে ছিন্তাই করেছেন। এরচেয়ে বেশি কিছুই না।
আপনাদের পৃথিবীর অন্তিম দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। তার একদিন আগেও যদি নামেন, সব অন্যায় আর পাপের হিসাব ঐ একদিনের মধ্যেই বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। পারবেন তো থাকতে?

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

উদাসী স্বপ্ন বলেছেন: এই জন্যই বলি বিএনপির লোক জন অশিক্ষিত মূর্খ পেডোফাইল আর স্যাডিস্ট!

পোস্ট না পইড়া / না বুইঝাই কমেন্ট!

অশিক্ষিত পোলাপান বোলগায় কেমনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.