নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

খোদার দুনিয়ায় জীবনের চাষ: এত মানুষ, গরু হাস মুরগী, পাগল ছাগল কইত্বে আইলো ?

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১

এই পোস্ট পড়নের আগে নীচের দুই খান পোস্ট পড়লে উত্তম হয়:

১) ল্যাবরেটরীতে কৃত্রিম জীবনের সৃষ্টি
২) আসেন ভাই দুইটা মিনিট মরনের চিন্তা করি

কোনো একদিন সকালে উঠিয়া ভাবিতেছিলাম যে এই যে এত মুরগী গরু ছাগল খাইলাম, সব যদি রোজ কেয়ামতে আমার পিছে আইসা ডাকা শুরু করে তাইলে এক মুরগীর ডাকে পাগল হইয়া যাইতাম। কপাল ভালো শাক সব্জী ডাল ভাত ডাকে না, নাইলে এতচালের বস্তা আর বাইতে পারতাম না।

কবে জানি একজন জিগাইছিলো আদম হাওয়াই যদি আদি পিতা হয় তাইলে এত সাদা কালা নাটা ল্যাংড়া কইথ্থে আইলো? আরও প্রশ্ন উকি দেয়। এই যে মহাদেশের মাঝখানে মাঝখানে পুকুরের মতো এত বড্ডা বড্ডা মহাসাগর তো তারা সাতরাইলো কেমনে? এক কলম্বাসের আমেরিকা আবিস্কারের গল্প পরীক্ষার খাতায় লেখতে লেখতে পাগল হইয়া গেলো, তারা গেলো কই?

প্রথমে শুনলে মনে হইবো কথায় মারাত্মক যুক্তি বিদ্যমান। তখন স্মৃতি হাতড়াইয়া বেশ কিছু উত্তরও পাইলাম। বেশ যুক্তিসিদ্ধ কাহিনী বাইড়াইলো। যাই হোউক, পোস্টের উদ্দেশ্য ঐখান নিয়া। মাঝে মাঝে ভাবি দুনিয়ায় প্রানের স্পন্দন কেমনে হইলো? বিজ্ঞান কি কয়?

যদিও ধর্মে যা বলছে তা অনেকটা পুচকা কালের রূপ কথার মতোই মনে হয়। রূপকথা অবিশ্বাসের কোনো কারন দেখি না। যেহেতু বর্তমান হাসিনার সরকার দুর্নীতিতে রুপকথারেও হার মানায় সেহেতু ইদানিং রাক্ষস খোক্ষস দৈত্য দানোও বিশ্বাস করবার লাগছি।

দুনিয়াতে প্রানের স্পন্দন নিয়া ৭ খান মোটামোটি টপ চার্টের থিওরী আছে যেগুলান প্রতিষ্ঠিত। তার আগে মিলার নামের এক ভদ্রলোকের কাহিনী বলি।

৫০ এরআগে এই ইস্যু নিয়া কারো কোনো মাথা ব্যথা আছিলো না কারন মাথাই নাই, তাইলে থাকবো কেমনে। তো মিলার সাব আমাদের ভাষা আন্দোলনের বছর ১৯৫২ তে একটা গো+এষনা করলেন:



একটা কাঁচের ডা্ব্বায় মিথেন, জলীয় বাস্প, হাইড্রোজেন আর এমোনিয়া গ্যাস ভইরা এক সপ্তাহ ভইরা তার মধ্যে তড়িৎ চালনা করলো। এক সপ্তাহ পর দেখলো যে কাচের ডাব্বার গায়ে লাল লাল কি যেনো লাইগা আছে। পরে কাচের ডা্ব্বা থিকা সেই লাল জিনিস নিয়া পরীক্ষা কইরা দেখলো যে উহার মধ্যে ১১ প্রকারের এমাইনো এসিড নাচানাচি করতেছে। জীবন্ত কোষ বাচিয়া থাকবার জন্য মোটামোটি ২০ রকমের এমাইনো এসিডের দরকার। তো ঐখানে ১১ প্রকার বিদ্যমান।

এই এক্সপেরিম্যান্ট দুনিয়ার মেলা লোক নানা ভাবে করিয়া যখন একই রকম ফলাফল পাইলো তখন দুনিয়াতে জীবন পয়দা হইলো সেইটা নিয়া ভয়াবহ মাথা ব্যাথা শুরু কইরা দিলো। অনেকেই ভরা ময়দানে ওয়াজের টিকিট কাইটা হলরুমে ঢুইকা বয়ান দিতে গেলো দুনিয়া যখন পয়দা হইলো তখন এর বাতাসে কার্বন নাইট্রোজেন আর পানি হুড়াহুড়ি করতো আর তাগো উপ্রে দিনে দুপুরে ঠাডা পইরা এত গরু ছাগল হাস মুরগী কাহিনী শুরু হইলো।

যাই হোউক, এই গেলো মিলার মিয়ার মাথা ব্যথা কেমনে শুরু হইলো সেই কাহিনী, এখন শুনি সেই ৭ খান তত্ব যেইটার উপর ভিত্তি কইরা বিজ্ঞানীরা ধারনা দিবার পারছে যে জীবনে উৎপত্তির কেমনে দুনিয়াতে ব্যুৎপত্তি হইলো।

১) কারেন্টের ঠাডা

ভাষা আন্দোলনের বছরে মিলার মিয়ার এই কাহিনীর ১বছর পর যখন আমাগো ঢাকা শহর পুরাই উত্তাল, চারিদিকে আমার ভাইয়ের রক্ত নিয়া গান গাওয়া শুরু ঠিক সেই সময়ই মিলার সাহেব বইলা বসলেন, সব কিছুর মূলে এই ঠাডা। দুনিয়া তৈরী হবার পর যখন সে অস্হির আছিলো তখন তার বায়ুমন্ডলে এমোনিয়া মিথেন পানি ঘুর ঘুর করতো আর তখন ঘন্টায় ঘন্টায় ঠাডা পইড়া এই এমিনো এসিড আর তা থিকা আরও জটিল প্রোটিনের ব্লক পয়দা হইয়া জীবনের সৃ্ষ্টি করছে।

যদিও দুনিয়া বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা কইছে দুনিয়া যখন অস্হির আছিলো তখন বায়ুমন্ডলে হাইড্রোজেন দিয়া ভরা আছিলো, গবেষনায় তাই দেখা যায়। তয় আগ্নেগিরীর অগ্ন্যৎপাতের ফলে এইসব গ্যাস পয়দা হয় আর তার উপর ঠাডা যুগ করলে এইটা ইম্পসিবল না।

২) ক্যাদার গুষ্ঠী

প্যাক ক্যাদা আমি ডাজ নট লাইক। বৃষ্টি পড়লে ঘরের সামনে প্যাক ক্যাদা হয়, জুতার ভিত্রে পানি ঢুইকা মুজায় এমুন বাস বাইর হয় যে হেই বাস নিজের নাকে ঢুকলেই মাথা ঘুরে। কিন্তু সৃষ্টির রহস্য যে এই প্যাক ক্যাদার মধ্যেও আছে এইটা তো আর অস্বীকার করবার পারি না।

গ্লাসগো ইউনির অর্গানিক ক্যামিস্টের প্রফেসর গো+এষনা করে দেখছে যে এই প্যাক ক্যাদা, এর মধ্যেই জীবনের জন্য প্রথম মলিউকুল খানা তৈরী হইছে।এই প্যাক ক্যাদা মাটির উপরিপৃষ্ঠে এইসব জৈবিক পদার্থ সমূহকে একত্রিত কইরা প্রোটিনের ব্লক তৈরীতে স হায়তা করছে যা পরে ডিএনএর রূপ নিতে পারে। এইসব ডিএনএ গুলা পরে আরও জৈবিক পদার্থ সমূহরে একত্রিত কইরা নিজেদেরকে আরও সুসজ্জিত করে।

৩) গভীর সাগরের তলদেশ

এই তত্ব মতে সাগরের তলদেশে যেইখানে মাঝে মাঝে দুনিয়ার পেটের ভেতর থিকা হুট কইরা লাভা ছুইটা আসে, সেই লাভার মাল ম্যাটেরিয়ালের সাথে সাগরের তলদেশের সংমিশ্রনে হাইড্রোজেন-সমৃদ্ধ মলিউক্যুলের অবতারনা ঘটায়। পরে এই মলিউক্যলগুলা পাথুরে পরিবেশের খনিজ সমৃদ্ধ এলাকায় আর ক্রিয়া-বিক্রিয়া-খেলাধূলা-মারামারি করিয়া আদিম কোষের সৃষ্টি করে যার থেকে জীবনের উৎপত্তী ঘটে। ইদানিংকার বেশ কিছু গবেষনায় সাগরের গভীরতম তলদেশে এরকম খালি লাভার উপর বাস্তুসংস্হান নিয়া পুরা একটা আলাদা জগতের খোজ পাওয়া গেছে।

৪) ঠান্ডা-ঠান্ডা কুল-কুল

আইজ থিকা প্রায় ৩ বিলিয়ন বছর আগে সূর্য্যের এত চোটপাট আছিলো। এখনকার আলোর ৩ ভাগের ১ ভাগ আলো আছিলো, পুরা দুনিয়া বরফের তলে আছিলো। এই বরফের স্তরের দৈর্ঘ্য আছিলো ধরেন কয়েকশ ফুট। এই কয়েকশ ফুটের মোটা বরফের চাই তার নীচে থাকা পানিতে বিদ্যমান জৈবিক পদার্থ সমূহ সূর্য্যের আলোর অতিবেগুনী রশ্মী আর মহাজাগতিক গোলযোগ থিকা রক্ষা কইরা গেছে। এই ঠান্ডা পরিবেশ সম্ভবত এইসব জৈবিক পদার্থকে আরও বেশী সময় বাচায় রাখতে স হায়তা করছে এবং যার ফলে প্রয়োজনীয় ক্রিয়া বিক্রিয়া হইতে সাহায্য করছে।

৫) আরএনএ এর দুনিয়া

আরএনএ হইলো রাইবো নিউক্লিক এসিড। ভয় নাই, এই এসিডে হাত পুড়বো না, এইটা আপনের আমার দেহেই আছে।জেনেটিক ইন্জ্ঞিনিয়ারিং করতে গিয়া একখান জিনিস চোখে পড়ে যে ডিএনএ তৈরী করনের লিগা প্রোটিনের দরকার আবার এই প্রোটিন তৈরীর লিগা ডিএনএ এর দরকার। অনেকটা মুরগী ছাড়া আন্ডা হয় না, মুরগ ছাড়া মুরগী আন্ডাও দেয় না, আবার আন্ডা একলা একলাও পয়দা হয় না। সব কিছুর জন্য আগে দরকার একটা মোরগ।

তো এই তত্বের উপর ভিত্তি কইরা ডিএনএ আর প্রোটিনের লটকালটকি প্যাচ ছুটানোর জন্য আনা হইলো আরএনএ। এই আরএনএ এর ভিত্রে ডিএনএ এবং প্রোটিন গঠনের সব তথ্যই এনজাইম আকারে বিদ্যমান তাই এইটা দিয়া ডিএনএ আর প্রোটিন দুইটাই পয়দা করন যায়। পরে যখন ডিএনএ আর প্রোটিন পয়দা হইয়া যায় তখন আর আরএনএ এর দুনিয়ার দরকার নাই।এই আরএনএ আমাদের অনেক জীনের মধ্যে অনেকটা সুইচের মতো করে কাজ করে। এই ধরেন জীনের কোনোটা বন্ধ বা চালু করতে হইলে এই আরএনএ সেইটা করবার পারে। এখন তাইলে কুশ্চেন হইলো এই আরএনএ আইলো কইথ্থন?

অনেকেই বলছে এইটা আদিম পৃথিবীতে স্বতঃস্ফূর্তভাবে তৈয়ার হইছে আবার কেউ কেউ বলে এর জন্য পিএনএ বা টিএনএ তৈরি হইছে।

তয় কিছু দিন আগে নাস্তিকগো দেশের একটা ইউনিভার্সিটির কিছু আন্ডারগ্রাজুয়েট পুলাপান গ্রুপে ভাগ হইয়া সবাই আলাদা আলাদা প্রোটিন তৈরী করে ক্যামিকেল দিয়া। পরে সেই সেই প্রোটিন জোড়া দিয়া ঈষ্টের ডিএনএ তৈরী করে যেইটা পরে একটা মৃত ডিএন বিহীন কোষে ঢুকাইলে সেই মৃত কোষ আবার জীবন্ত রূপে বংশবৃদ্ধি শুরু করছে।

৬) অতি সাধারন সূচনা

আরএনএ এর ধারনা বড়ই ক্যাচালাযুক্ত। কিছু কিছু গবেষক কিছু কিছু গবেষনা কইরা বললো জীবনের শুরু হইছে কিছু কিছু ছোট ছোট মলিউকুল নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়া করনের মাধ্যমে।এইটা হইতে পারে ক্যাপসুল সদৃশ্য কোনো একটা কোষের আদি রূপের মাধ্যমে যেটা কোষের মেমব্রেনের মাধ্যমে আবদ্ধ অবস্হায় ছিলো। পরে এই সব ছোট ছোট মলি্উকুল মিলে আরও জটিলতর মলিউকুল সৃষ্টি করলো তখন প্রথমে মেটাবলিজম তত্বের উদ্ভব ঘটলো। এই তত্ব অনুসারে আগে জীন পরে কোষ এটার দরকার নাই।

৭) মহাজাগতিক বা প্যান্সপারমিয়া

হইতে পারে দুনিয়াতে জীবনে উদ্ভব প্রথমে হয় নাই। মহাকাশের অন্য স্হান থিকা এইটা নাচতে নাচতে আসছে। এইটাই প্যান্সপারমিয়া।অনেকে বলে মঙ্গল গ্রহ থিকা গ্রহানু দুনিয়া আইসা পড়লে তার সাথে কিছু কিছু ফ্রি মাইক্রোবস আসে। পরে সেইখান থিকাই জীবনের উদ্ভব ঘটে।অনেকে বলে জীবনের উদ্ভব হয়তো মহাবিশ্বের অন্য কোনো সৌর জগৎ থিকা পরে সেইটা উড়তে উড়তে আইসা পড়ছে।

সর্বশেষ নাসা গত বছর এপ্রিলে একটা জার্নাল প্রকাশ করে যেখানে লেখা আছে শনি গ্রহের টাইটান নামক উপগ্রহের বর্তমান বায়ুমন্ডলের ঠিক এরকমই আদিম জটিল মলিউকুলের ভর্তি।



এখন অনেকেই হয়তো কইতে পারেন যে জীবন মানুষের পক্ষে তৈয়ার করা সম্ভব না, তাইলে কইতে হয় চোখ কান বন রাখলেই সত্যরে অস্বীকার করন যায় না। জ্ঞানের আলোয় আসেন নাইলে দোতারা বাজান। ইদানিং তো দেখছেন তেব্র নাস্তিম বিরোধী শফী কুকুরও রেলের জায়গা শেখ হায়েনার কাছ থিকা ঘুষ নিয়া এখন তারা হইছে লীগের সেরা বন্ধু! কই যাই!

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩

কলাবাগান১ বলেছেন: "তয় কিছু দিন আগে নাস্তিকগো দেশের একটা ইউনিভার্সিটির কিছু আন্ডারগ্রাজুয়েট পুলাপান গ্রুপে ভাগ হইয়া সবাই আলাদা আলাদা প্রোটিন তৈরী করে ক্যামিকেল দিয়া। পরে সেই সেই প্রোটিন জোড়া দিয়া ঈষ্টের ডিএনএ তৈরী করে যেইটা পরে একটা মৃত ডিএন বিহীন কোষে ঢুকাইলে সেই মৃত কোষ আবার জীবন্ত রূপে বংশবৃদ্ধি শুরু করছে।"

মৃত কোষ রে জীবত করে তুলেছে ল্যাবে তৈরী ডিএনএ দ্বারা।

আবার এদিকে ২০০৯ সালের নোবেল পাওয়া এলিজাবেথ ব্ল্যাকবার্ন যে কোম্পানীই খুলে বসেছে যেখানে আপনার ক্রমোজোমের মাথায় থাকা টেলোমিয়ার এর সাইজ মেজার করে প্রিডিক্ট করছে যে approximate time of your 'death'. See her company here:

http://www.telomehealth.com/index.html

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: পোস্টের ইস্যু কিন্তু এইটা ছিলো। ইস্যু ছিলো জীবন জিনিসটা কি? বিজ্ঞান এখনও আত্মবিশ্বাসের সাথে তার বস্তু বাদী চিন্তা চেতনার ধারনা দিয়ে জীবনের সংজ্ঞা দিতে পারে না। যেইটা দিছে সেইটা হইলো জীবনের বৈশিষ্ট্য দিয়া এর সংজ্ঞা নির্ধারন।

আর যারা আস্তিক বা ধার্মিক তারা তো জীবন নিয়া মহাকাহিনী ফাইদা ফেলাইছে।

এই ইস্যুতে সিরিজ পোস্ট করতেছি এই জন্য যে আসলে ঈশ্বরের তৈরী অথবা প্রকৃতি প্রদত্ত জীবনের মানে টা কি? সবই কি স্বতঃস্ফূর্ততার ফল? মানুষের জন্য অমর হওয়াটা কি একেবারেই অসম্ভব?

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

মশিকুর বলেছেন:
মানুষের পক্ষে কি সম্ভব আর কিনা সেটা মানুষ নিজেই কইতে পারে না। মানুষ শুধু কইতে পারে কইরা দেখাইলে সম্ভব, আর না করতে পারলে অসম্ভব। বিশ্বাস আর বিজ্ঞানের মধ্যে খোঁচাখুঁচি পুরান ক্যাচাল। খোঁচাখুঁচি পাশ কাটিয়ে বিজ্ঞান এগিয়ে চলুক।

এই খোঁচাখুঁচি কিন্তু থাকার কথা ছিল না। বিজ্ঞান প্রমানে বিশ্বাস করে, বিজ্ঞানীরা উপযুক্ত প্রামান করে দেখাক বিশ্বাসীরা মানতে বাধ্য। আর বিশ্বাসীরাতো বলছেই জ্ঞান অর্জন ফরজ, অর্থাৎ প্রকৃত জ্ঞান মানতে সমস্যা নাই :) কিন্তু বিপত্তি ঘটে বিশ্বাসী এবং বিজ্ঞানীদের সল্প জ্ঞনের কারনে।

এমুন পোস্ট চলুক :)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: আসলে কথা তো অনেক কিছুই আছিলো না। ভোটের আগে শেখ হায়েনা বলেছিলো ১০ টাকা কেজী চাইল, মাগার আইজ পর্যন্ত দেখলাম না। খালেদা ভাবছিলো নির্বাচনে জিত্যা আজকা মৌজ মাস্তীতে ওয়াইন খাইয়া দিনাতিপাত করবো , মাগার অখন বাসা ভাড়ার জন্য সবার হাতে পায়ে ধরে, এমনকি বাংলাদেশরে এটাক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওনের জন্য আমেরিকার হাতে পায়ে ধইরা ইংলিশে আর্টিক্যাল রাখে।

আর বাকী থাকে বিশ্বাসীদের কথা! আমার কাছে মনে হয় বিশ্বাসী বেশীর ভাগ মানুষ সবচেয়ে বেশী করাপ্টেড। কারন তারা মনে করে যেহেতু তারা বিশ্বাসী সেহেতু তারা আশীর্বাদ পুষ্ট। আর যারা অবিশ্বাসী, মূলত তাদের উদ্যোগের কারনে পৃথিবীতে ভালো কিছু হচ্ছে!


বিজ্ঞান ছাড়া মুক্তি নাই। এমনকি পুরা দুনিয়ায় মুসলমান দিয়া সব মুসলমান কইরা দেন, তখন দেখবেন এই মুসলমান মুসলমানরাই কামড়াইবো এইটা বইলা যে তুই ভুল, আমি ঠিক!

৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:১১

জেনো বলেছেন: হানিমুন শ্যাষ হইল? ;) ;)
কিছু সাজেসান নেয়ার আছিল। ইলেক্টনিক্স প্রজেক্টের বিষয়ে।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: সোজা মেইলান আমারে কি সমস্যা!

৪| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: মজা পেলাম পড়ে :-B

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: মজার কিছু নাই, কিছু মৌলিক বিশ্বাসকে যুক্তির মোড়কে সংজ্ঞায়িত করার চেষ্টাকে জানা আর কি! আর আম পাব্লিকরে জানানো!

৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সামহোয়্যারইন ব্লগের ‘কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা’ নামে একটা সংকলন পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করে তুলবে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা আছে।

সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: কোবতেই তো লিখবার পারি না এখন, দিমু কি? তাই দেই নাই!

৬| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: গেলেন কই? এইরকম নতুন কিছু লেখেন!

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগ এ আর থাকতে ইচ্ছে করে না, মাঝে মাঝে দেখি। আগের মতো আলোচনা করার মতো লোক নেই। বাংলাদেশের সবাই বিজ্ঞান থেকে অসুস্হ রাজনীতি, ধর্মীয় ভন্ডামীতে আগ্রহ বেশি আর ব্লগে এ ধরনের লোকই বেশি।

আমার মতো এসব ধ্যানধারনার বয়সীরা মনে হয় এই সময়ে ব্লগে বড্ড অপাংক্তেয়।

যাই হোক, অনেক তো হলো, আর কত!

৭| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৪) ঠান্ডা-ঠান্ডা কুল-কুল

আইজ থিকা প্রায় ৩ বিলিয়ন বছর আগে সূর্য্যের এত চোটপাট আছিলো।

আছিল না ! না আছীল না? না লিখতে ভুইলা গেছেন? না? ;)

দেখছেন কি বিষম পাঠক! বিজ।ঞানী ভুল ধইরালছি ;) =p~ =p~ =p~

আপনার লেখাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি। ভাল লাগে।

সত্য কি তাতো কেউ জানতেই চাইলো না। যে জানল বুঝলো বলল তারে কেউ মানলই না (মনসুর হাল্লাজ,) মানুণ নিজেই নিজেরে ইলিউশনে রাখতে ভালবাসে। মিথ্যা জেনেও মিথ্যাতেই সূখ বলে একটা বিভ্রমে থেকে আনন্দ পায়!!

তাই সত্য অনেক দূরে দূরে থাকে, চাঁদ সূরুজের মতো ;)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: হে হে হে.....মানুষ ভুলশীল, man is মরনশীল

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৩

নতুন বলেছেন: ++

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯

সিফাতুল্লাহ বলেছেন: "বর্তমান হাসিনার সরকার দুর্নীতিতে রুপকথারেও হার মানায়"
:D

"মুরগী ছাড়া আন্ডা হয় না, মুরগ ছাড়া মুরগী আন্ডাও দেয় না, আবার আন্ডা একলা একলাও পয়দা হয় না। সব কিছুর জন্য আগে দরকার একটা মোরগ।"
;)

ব্যাপক বিনুদুন।

মাথায় কিছু ঢুকলো না। মাগার একখান প্রশ্নের উত্তর বহুদিন যাবত খুজতেছি।
মানুষের জীবনশক্তি/প্রাণ শইলের কোন অঙ্গে থাকে? মস্তিষ্ক? হৃদয়? না অন্য কোথাও?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: জানি না। আমি এইটার উপর শিক্ষা অর্জন করি নাই!

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

অজন্তা তাজরীন বলেছেন: kemon achen shopno? onek din por elam . shobai k khujchi

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: ভালো। আপনে কি আছেন নাকি মঙ্গলে চইলা গেছেন? কুনো খুজও নাই!


আমি ব্লগে তেমন আসি না। মন বসে না কিছুতে!

১১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০৯

কল্লোল পথিক বলেছেন:





দারুন পোস্ট।
এতদিন আমার চোখে পড়েনি কেন?
এরকম পোস্ট আরও চাই।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: পোস্টের লিংকে ক্লিক করলেই কিছু পেয়ে যাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.