নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে ফেসবুকের অবস্থা :

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫০

ফেসবুক আসার পর বাঙ্গালীর এমন অবস্থা হইসে যে হাঁতে একটা
মুরগির রান নিয়া ফেসবুকে ছবি আপলোড না করলে কেউ
বিশ্বাসই করে না যে আজকে মুরগি খাইছি,আর কে কখন গুমাতে
গেল,কখন বাথরুমে গেল,কার সাথে প্রেম হল,কার সাথে বিয়ে
হল,কার মন খারাপ,কার মন ভাল,কার বাচ্চা হল আরও কত কি তার
সব আপডেট আজকে ফেসবুকে পাওয়া যায়।এখন ফেসবুকের
কল্যাণে আর কাঁরও জন্ম তারিখ,কাঁরও বিয়ের তারিখ কষ্ট করে
মনে রাখার প্রয়োজন পরে না, আজ ফেসবুকের কল্যাণে অগনিত
প্রোফাইল পিকচারের জন্য কষ্ট করে সকাল থেকে বিকাল
প্রজন্ত প্রেমিকার বাড়ীর সামনে এক পলক তাকে দেখার জন্য
দাঁড়িয়ে থাকতে হয় না,আজ আর কারো চিঠির জন্য অপেক্ষা
করতে হয় না,আজ ফেসবুকের কল্যাণে যে সন্তান কোন দিন তার
বাবা কে ভালবাসতে পারে নি সে আজ ফেসবুক পোস্টে বলে
বাবা আমি তোমাকে ভালবাসি

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০৩

অবনি মণি বলেছেন: আসলেই!!

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:১২

দর্পণ বলেছেন: ফেসবুক জিন্দাবাদ

৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: এই কলির কাকে আবেগ বিবেক দুটুই মানুষের লোপ পাওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়।
আমিও হয়তো তাদের ব্যতিক্রম নই।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫৫

হামিদ আহসান বলেছেন: ফেসবুক কতকিছু দিল অামাদের৷ জয়তু ফেসবুক৷ জয়তু জুকার সাহেব ......

৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১

তৌফিক মাসুদ বলেছেন: কিন্তু এত্ত বেশি ফেসবুক হওয়ার বাজে দিকও আছে। মানুষ এখন এরই কল্যাণে বেখবর কে খবর বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.