নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

এ কোন তিশা!

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

গায়ে মলিন শাড়ি আর হাতে শক্ত হাতুড়ি। জীবিকার
প্রয়োজনে ভেঙ্গে চলেছেন একের পর এক ইট। একটু ভাল করে
লক্ষ্য করতেই বুঝা গেলো এতো অভিনেত্রী তিশা। কিন্তু তার
এমন অবস্থা কেন? পরে জানা গেলো গত ৬ জুলাই থেকে
রাজধানীর অদূরে সাভারের একটি ইট ভাটায় শুরু হয়েছে
‘শেফালি’ শিরোনামে নতুন একটি নাটকের চিত্রধারণের কাজ।
আর এতেই নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত
ইমরোজ তিশা। সুমন আনোয়ারের পরিচালনায় আগামী ৯ জুলাই
পর্যন্ত নাটকটির শুটিং চলবে।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের মেয়ে শেফালি, ভাগ্যের
নির্মম পরিহাসের শিকার হয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে ঢাকায়
আসে সে। সাভারের একটি ইট ভাটায় শ্রমিকের কাজও জুটে
যায় তার। কাজ করতে গিয়েই ইট ভাটার ম্যানেজারের সঙ্গে
পরিচয়, এক পর্যায়ে তা পরিণয়ের রূপ ধারণ করে। কিন্তু বিয়ের
পর শেফালি জানতে পারে তার স্বামী পূর্ব বিবাহিত। এমন কি
তার একটি সন্তানও রয়েছে। এই নিয়ে শুরু হয় শেফালির নতুন
সংগ্রাম।
আসছে ঈদে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখিতে
‘শেফালি’ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.