নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ রহমত কর।ভূমিকম্প!! লা ইলাহা ইল্লা আন্তা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।।।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৩

বিশাল ভূমিকম্প আঘাত হানল।
.
সবাই রাস্তায়....
.
বাপরে এত বড় কাঁপুনি, যে আমার ঘুম ই ভেঙে গেছে।
.
আল্লাহ রহমত কর।ভূমিকম্প!!
লা ইলাহা ইল্লা আন্তা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালেমিন।
.
নোট: আমার অনুভব করা সবথেকে বড় # ভূমিকম্প । এটাই আমার
জীবনে দেখা বাংলাদেশে সর্ববৃহৎ ভূমিকম্প, যা লম্বা সময় ধরে
স্থায়ী ছিলো। এবং কাঁপিয়ে গেলো গোটা দেশ। ভোর ৫ টা ৭
মিনিটে হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিলো
প্রায় ৬.৫ এর কাছাকাছি।
আল্লাহ্ আমাদের # হেফাজত করুন!!!!!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৭

বনমহুয়া বলেছেন: ভয়ে তো সুরাও ভুলে গেছিলেন মনে হয়

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৮

নিমগ্ন বলেছেন:

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০০

নিমগ্ন বলেছেন:


উপরের মন্তব্যটি ডিলিট করে ফেলুন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২২

মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০

প্রামানিক বলেছেন: আপনি তো দেখি ভয়ে মছিবতের দোয়া অর্ধেক করে ফেলেছেন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

অগ্রজ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে গজব থেকে রক্ষা করুন

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলহামদুলিল্লাহ.......আল্লাহর অশেষ রহমত।
দোয়া সংশোধন করে নিন।
ধন্যবাদ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালেমিন!!!!

ভয় পাইলে উরাম হয়!

দোয়া দরুদও ছুট হইয়া যায়! ভ্যাপার না!;)

আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কি! যেইরকম ঘুমের মধ্যে ঘটনা ঘঠেছিল আর ১০/১৫ সেকেন্ড বেশি থাকলেই কাহিনী ভিন্ন হইত! ঘুমের মাঝৈই চির ঘুমে চলে যেত অনেকে ! বাকীরা হুড়ুহুড়ি করে যেত!
মানুষ কত অসহায় প্রকৃতির কাছে। অথচ অহংকারের কমতি নেই!

হে প্রভু, আমাদের ভূলকে ক্ষমা করো। আমাদের এমন দুর্যোগ থেকে হেফাজত করো।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

ধমনী বলেছেন: ভৃগু বলেছেন: লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালেমিন!!!!

ভয় পাইলে উরাম হয়!

দোয়া দরুদও ছুট হইয়া যায়! ভ্যাপার না!;)

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

ফাহিম জামান ।। বলেছেন: হুম ভয়ে দোয়াটা ভুলেই গিয়েছিলাম। যাই হক সবাইকে ধন্যবাদ নিজেদেএ মতামত ব্যক্ত করার জন্য।।।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

শায়মা বলেছেন: তবুও তো তোমার অর্ধেক দোয়াও মনে ছিলো । ভাইয়া আমি তো কথা বলাটাই ভুলে গিয়ে ই ই উ উ কি যেন বলছিলাম! :((

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

জনম দাসী বলেছেন: বিদ্রোহীর সাথে একমত... অথচ মানুষের অহংকারের কমতি নাই, লেখক ভাল থাকুন সব সময়। দোয়া পড়তে নিশ্চয়ই ভুল হয়নি হয়তো ভয় আতঙ্ক কাজ করারা কারনে লিখতে ভুল হতে পারে, তবু তো উনি আল্লাহর নাম স্মরণ করেছেন, আর যারা আল্লাহর এত বড় শক্তি দেখে বিদ্রুপ করে হেসে মূর্ছা যায় তাদের কি বলা উচিৎ।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

ফাহিম জামান ।। বলেছেন: আমাকে বুঝার জন্য ধন্যবাদ @ জনম দাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.