নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে ভয়াভয় তিনটি মাদক: ক্রোকোডাইল, হুঙ্গা এবং ফ্লাক্কা

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

সহজেই সব জায়গায় কম দামে পাওয়া যায় বলে মাদকাসক্তদের কাছে অনেক জনপ্রিয় এমন কিছু মাদকদ্রব্য আছে যা ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষয় করে ফেলে মাংস।
বিস্ময়কর হলেও সত্যি ক্ষতিকর ওইসব ক্ষতিকর দ্রব্যের তালিকায় ১ নম্বরে আছে ক্রোকোডাইল। রাশিয়ার দরিদ্র অঞ্চলগুলোতে রাস্তাতেই পাওয়া যায় ক্রোকোডাইল। হিরোইনের দামের ৩ ভাগের ১ ভাগ দামে পাওয়া যায় এই ক্রোকোডাইল। কুমিরের মতো শরীরের চামড়া খসখসে করে ফেলে বলে এর নাম দেয়া হয়েছে ক্রোকোডাইল।

গত কয়েক বছর ধরে সাউথ আফ্রিকায় মাদক জগতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে হুঙ্গা। ২০১৩ সালের একটি রির্পোটে দেখা গেছে ক্ষতিকর মাদকের তালিকায় ২য় স্থানে থাকা এই হুঙ্গার কারণে ২০১১ সালে প্রায় ২ হাজার মাদকাসক্ত মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। মানুষের মধ্যে উচ্চ রক্তচাপসহ আত্মহত্যার প্রবণতা ও বিভিন্ন মানসিক সমস্যা তৈরি করে থাকে ক্ষতিকর হুঙ্গা।
হিরোইন ও ফ্লাক্কার সঙ্গে ক্ষতিকর মাদকের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নতুন আইটেম বাথসল্ট। এটি মানবদেহে তৈরি করে বিভিন্ন মরণ ব্যাধি।
রিয়েল লাইফ জম্বি!

ফ্লাক্কা/ক্লাউড নাইন নামের এক ধরনের নেশাজাতীয় দ্রব্য আবিষ্কৃত হয়েছে ব্রাজিলে, যা সেবনকারীকে এরকম জম্বি বানিয়ে দেয় কয়েক ঘন্টার জন্য।

ফ্লাক্কা মানুষের দেহের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে তুলে যার ফলে অনেক সময় মানুষ মারাও যায়। এসব দ্রব্য ছাড়াও মানবদেহর জন্য অনেক ক্ষতিকর মাদকদ্রব্যগুলো হলো: ক্র্যাক কোকেইন, হিরোইন, এএইচ 7921, ক্রিস্টাল মিথ, পারপেল ড্রেঙ্ক, স্কোপোলামাইন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

উদাস মাঝি বলেছেন: ক্রোকোডাইল, হুঙ্গা এবং ফ্লাক্কা বাংলাদেশে এখনও আসে নাই মনে হয়।
আচ্ছা ইয়াবা কয় নম্বরে আছে ?

২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ক্ষতিকর মাদকদ্রব্যগুলো যারা তৈরি করে তাগো বিরুদ্ধে মানববন্দন করা উঁচিৎ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাদকের ছোবল থেকে যুব সমাজের রেহাই নেই।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

রাখালছেলে বলেছেন: মাদকে কোন সমাধান নেই । অকারনে মাদককে অভ্যাস না বানানই ভাল । ধুমপানও কম মাত্রার মাদক।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৯

ফাহিম জামান ।। বলেছেন: না উল্লেখিত তিনটির একটিও বাংলাদেশে আসেনি এখনো। ইয়াবা এশিয়াতে প্রথম তবে পুরো বিশ্ব যষ্ঠ।।। @ উদাস মাঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.