নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

কয়লা গেল কই, আর গুপ্তধন???

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বড় পুকুরিয়া কয়লা খনির ডিপো থেকে ১ লাখ ৪২ হাজার টন কয়লা গায়েব হয়ে গেল। গতকালকের দ্য ডেইলি স্টারের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানানজন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি।’

মানুষ নানান দিকে চলে যাচ্ছে এবং পুলিশ তাদের খুঁজে আনছে। কয়লা কোন দিকে গেল? কে খুঁজে আনবে? কর্তাদের কয়েকজনকে ক্লোজ করে আনা হয়েছে। খোঁজার কমিটিও হয়েছে। তারা কোন দিকে খুঁজছে, কীভাবে খুঁজছে?

কয়লা মন খারাপ করে নানান দিকে চলে গেছে, একথা যেহেতু বলার সুযোগ নেই, তাহলে কে বা কারা নিয়ে গেল কয়লা? কয়লা নেওয়ার জন্যে নিশ্চয়ই কোনো পরিবহন ব্যবহার করা হয়েছে। পরিবহন বলতে যদি ট্রাক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ১ লাখ ৪২ হাজার টন কয়লা পরিবহনের জন্যে প্রতি ট্রাকে ১০ টন করে হলেও, কমপক্ষে ১৪ হাজার ট্রাকের প্রয়োজন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এই অঙ্ক করে দেখিয়েছেন।

কয়লা খনি এবং সংরক্ষণ ডিপোকে কেন্দ্র করেও রয়েছে ‘কঠোর নিরাপত্তা’ ব্যবস্থা। অথচ কেউ কিছু জানালেন না, দেখলেন না। এখন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে।


‘গুপ্ত ধন আছে’- কেউ একজন জানালেন পুলিশকে। নিরাপত্তাহীনতার মুখে বাড়ির মালিকও জিডি করলেন থানায়। অনুসন্ধান করে দেখতে বললেন।

পুলিশ-ম্যাজিস্ট্রেট বাড়িতে ঢুকে রুমের মেঝে খুঁড়তে শুরু করলেন। দুটি রুমে চার ফুট গর্ত করেও গুপ্তধনের সন্ধান পেলেন না। বাড়ির ভিত শক্ত না হওয়ায় খোঁড়া বন্ধ করলেন। বললেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন না খুঁড়ে গুপ্তধনের সন্ধান পাওয়ার উপায় আছে কি না।

একজন মানুষের বসত বাড়ির রুম খোঁড়াখুঁড়ি করার আগে, বিশেষজ্ঞদের থেকে একটু জেনে নিলে হতো না?

এটা যদি রাজনীতিবিদ বা বিত্তবানের কারও বাড়ি হতো, পুলিশ-ম্যাজিস্ট্রেট এভাবে খনন কার্যক্রম চালাতেন বা চালাতে পারতেন???

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মগের মুল্লুক বাগধারা পড়েছি এতদিন!

এখন হাড়ে হাড়ে অনুভব করছি -কাহারে কয়!!!!

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

ফাহিম জামান ।। বলেছেন: সময়ে আরও কত কি দেখতে হবে

২| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


এটা একটা জাতীয় সমস্যা, যাতে সবকিছু পরিস্কার হয়, সেভাবে লিখুন।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

ফাহিম জামান ।। বলেছেন: পানি আর ঘোলা করে কি হবে

৩| ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পারিবারিক কোটায় দেশ চললে এমন আরো ঘটনা ঘটতে থাকবে...

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০

ফাহিম জামান ।। বলেছেন: ঠিকই বলেছেন

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @একজন মানুষের বসত বাড়ির রুম খোঁড়াখুঁড়ি করার আগে, বিশেষজ্ঞদের থেকে একটু জেনে নিলে হতো না?
... এরা কি ডিসকভারি দেখে না???X(
মেটাল ডিটেক্টর চেনে না?? X(

@বিচার মানি তালগাছ আমার
সহমত।

@বিদ্রোহী ভৃগুবলেছেন: মগের মুল্লুক বাগধারা পড়েছি এতদিন!এখন হাড়ে হাড়ে অনুভব করছি -কাহারে কয়!!!!

হায় হায়!! আপনি এখন টের পেলেন??B:-)
এসব তো আমি জন্ম থেকেই দেখছি।
লীগ হল চোর আর বিম্পি হল ডাকাত।।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১২

ফাহিম জামান ।। বলেছেন: টাকা গুনেই টাইম নেই ওনাদের... আর টিভি দেখবে কখন

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: এই দেশের মানুষের কোন কিছুর অভাব নাই, অভাব শুধু একটা জিনিষের।সেটা হচ্ছে বিনোদন। এইসব গুপ্তধন নাটক হচ্ছে সরকারের তরফ হতে বিনা প্যসার বিনোদন।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

এখওয়ানআখী বলেছেন: ঈদ আয়োজনে নাটক দেখতে বসে মন খারাপ করতে মানা। সরকার পরিবর্তন হলেও এ নাটক চলবে কারণ আমরা নাটক দেখতে ভালবাসি।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.