নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

একক_আন্দোলনের_ডাক আগামী_৩_ও_৪_আগস্ট গণপরিবহণ_বর্জন।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

১৯৫৭ সালে অ্যালেকজান্ডার বাস ''বয়কট কর্মসূচীর'' কথা মনে আছে আপনাদের? যেটা পুরো বিশ্বে সাড়া জাগিয়েছিল?

১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকায় ২৯ কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার জন্য অ্যালেকজান্ডার নামে নিয়মিত একটি বাস চলত।

হঠাৎ সে বাস সার্ভিসের ভাড়া ১ পয়সা বৃদ্ধির প্রতিবাদে বাসযাত্রীরা বাস বয়কট করে এবং ২৯ কিলোমিটারের দূরে জোহান্সবার্গে হেঁটে যাতায়াত করতে শুরু করে।

যাত্রীদের এ ধর্মঘট চলে টানা ৩ দিন। অবশেষে বাস মালিককে এই বয়কটের কাছে নতি স্বীকার করতে হয়। এবং ৪ পয়সার কুপন দিয়ে ৫ বার যাতায়াতের সুযোগ দিলে এই বয়কটের অবসান ঘটে।

আমরা ভাড়া কমানোর জন্য কিংবা সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রতিবাদ করছিনা। আমরা শুধু নিজেদের নিরাপত্তার জন্য ৪৮ ঘন্টা বাস বয়কট করে বাস মালিকদের টনক নড়াতে চাই। যেটা সবাই মিলে না করতে পারলে সম্ভব না।

তাই বাংলাদেশের সকল পেশার মানুষদের অনুরোধ করছি যে যার অবস্থান থেকে আগামী ৩ ও ৪ আগস্ট গণপরিবহন বর্জন করে এ দেশের ছাত্র-ছাত্রীদের নৈতিক আন্দোলনের পাশে দাঁড়ানোর।

এদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুললে যখন পুলিশের মাইর খেতে হয় তখন নীরব আন্দোলন করে তাদের ভাত বন্ধ করা ছাড়া উপায় নেই।

রাস্তায় নেমে, অবরোধ করে, গাড়ি বন্ধ করে, মানববন্ধন করে, অনশন করে, পুলিশের মাইর খেয়ে আর কয়দিন?

আমাদের কি এখনো সময় হয়নি অন্য উপায়ে একটি আন্দোলন করে সরকারের টনক নড়ানোর? এখনো কি সময় হয়নি বাংলাদেশের সব পেশার মানুষকে এই আন্দোলনে শামিল করে নতুন একটি ইতিহাসের সূচনা করার?

আসেন আগামী ৩ ও ৪ আগস্ট সকল পেশার মানুষজন যে যার অবস্থান থেকে ''একক আন্দোলন'' গড়ে তুলি। ৩ আগস্ট ভোর ৬ টা থেকে ৪৮ ঘণ্টা গণপরিবহন বর্জন করি।

গণপরিবহন বর্জন করার আগে আমাদের যা যা করনীয়ঃ

*** ঢাকার সকল ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি তোমরা তোমাদের স্কুল-কলেজ-ভার্সিটিতে যে যার জায়গা থেকে ক্যাম্পেইন করো। সকল ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেও আগামী ৩ ও ৪ তারিখ তারা যেন গণপরিবহন বর্জন করে।

*** চাকরিজীবী ভাই-বোনদের অনুরোধ করছি, আপনারা আপনাদের কর্মস্থলে সবাইকে জানিয়ে দিন। আগামী শুক্র এবং শনিবার তারা যেন কোন প্রকার গণপরিবহনে না চড়ে।

*** বাসার ভিতরে ও বাহিরে মা-বোনদের অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের জানিয়ে দিন এই একক আন্দোলনের কথা।

*** সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিন গণপরিবহন বর্জনের কথা।

সময় এসেছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কাজে লাগানোর। তারা আমাদের গাড়ি চাপা দিয়ে মারে, আমরা তাদের ভাতে মারবো।

হোক_প্রতিবাদ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাড়া নিয়ে যাত্রী সেবা নিয়ে কথা বলাই যেন পাপ- এমন স্থানে তারা নিয়ে গেছে!
গাড়ীতে চড়তে পারা যেন আমাদের ভাঘ্য বা লটারী পাওয়া!!!
কেন? কেন এমন হবে?

উন্মুক্ত প্রতিযোগীতা থাকবে। সেবার মান উন্নত করবে অধীক যাত্রী পাবার আশায় এমনইতো হবার কথা!

বিআরটিসি প্রতিদিন সকালে ষ্টাফ গাড়ী হিসেবে সার্ভিসে ব্যস্তি থাকে!!!! বিশাল দোতলা বাসে মাত্র ১০-১৫ জন ষ্টাফ!
অথচ রাস্তার পাশে উপচে পড়া অসহায় যাত্রী!
বিআরটিসি নাকি লস কর?
কিভাবে তা সম্ভব? যেখানে বেসরকারী বাস প্রতিযোগীতা করেই লাভে মধ্যে আছে! সেখঅনে বিআরটিসির তো ডাবল লাভ হবার কথা!
স্রেফ রাস্তায় গাড়ী চললেই!

আর উন্নত গণপরিবহন কি তা মনে হয় কত্তা ব্যক্তিরাই বোঝে না।
সরকারের টাকা গচ্চা দিয়ে খালি বিদেশ মার্কেটিং করে বেড়ায়। কিছু দেখেও না কিছু শিখেও না!

আন্দোলন হোক সুস্থতার জণ্য। স্বাভাবিকতার জণ্য।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

রাকু হাসান বলেছেন: মালিকরা বাস বন্ধ করে দিছে আগেই , হেটে যাওয়া ছাড়া উপায় নেই । কর্মসূচি সফল হোক ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ৩০ টাকার ভাড়া এখন সিএনজি করে যাচ্ছি ৩৩০ টাকা দিয়ে।
আমার তো কষ্টের টাকা। সৎ পথের টাকা। পরিশ্রমের টাকা।

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

ফাহিম জামান ।। বলেছেন: কষ্ট না হয় করুন, তা তো আপনজন্ হারানো থেকে ভাল...

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

লায়নহার্ট বলেছেন: {রাস্তায় গণপরিবহন নাই}

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

দোদূল্যমান বলেছেন: গণপরিবহন বয়কট করলাম।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

কেএসরথি বলেছেন: সবাই টেম্পু ব্যবহার করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.