নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম বেয়াদব

আমি ফাহিম। লেখালেখির প্রতি ভাললাগা থেকে ব্লগ খোলা

ফাহিম বেয়াদব › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ আমার সঙ্গী শুধু আকাশ

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:২৫

আমি একা,আমার হাসি একা,একা আমার কান্না,
যান্ত্রিক শহরে একা আমার একাকীক্বও,
নীরবতা আমার চলার সঙ্গী আর নিস্তব্ধতা পরম প্রিয় বন্ধু।
একা আমার অনুভূতি, শূন্যের মত একা আমার নিজের সমস্ত সত্বা,আপন অস্তিত্ব।
আমার পথ চলার সঙ্গী শুধু আমি, না ভুল বললাম,
সম্পূর্ণ একা নই আমি, একা আমার আছে আমার চেয়েও বেশী একা এক সঙ্গী, সে হল একা আকাশ।
সম্পূর্ণ একা বলেই হয়ত একাকীক্বতের অনুভূতিটা ভোতা আমার।
কিন্তু আকাশ, সে হয়ত কখনো সম্পূর্ণ একা নয়।
চাঁদ, তারা,সূর্য আর ইকারুসের মত ডানা মেলতে শেখা মানুষের কল্যাণে আকাশ অবসর পায় খুবই কম!
কিন্তু খানিকের সঙ্গী, তারা যখন থাকে না একাকীক্ব দানবের মত গ্রাস করতে চায় একা আকাশকে। তখন তার ত্রানকর্তা হয়ে যাই এই একা আমি!
আমরা ভাগাভাগি করে নেই একে অপরের একাকীক্ব,
কারণ নিঃসঙ্গ আমার সঙ্গী যে শুধু আকাশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩৫

উদাস কিশোর বলেছেন: ভাল লিখেছেন ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৪৬

ফাহিম বেয়াদব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.