নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতা- একটি হারানো বিজ্ঞপ্তি

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬



একটি হারানো বিজ্ঞপ্তি
ফয়েজ উল্লাহ রবি
মনটা আমার হারিয়ে গেছে পাই না খুঁজে তারে
পাইনা দেখা তার, মনটা জমা দিয়েছিলাম যারে।
বন জঙ্গলে ঘুরি-ফিরি নদী ঘাট নগর-বন্দরে
আগুন জ্বলে তোর বিহনে বুকের মাঝে অন্তরে।
তুই যে আমার প্রাণের প্রিয়া চলে গেলি কোন দূরে-
তোর প্রতীক্ষায় কাটে বেলা, আসবি কবে বলনা ফিরে।
কোথায় গেলি, কেনইবা দুঃখ দিলি, গিয়ে সরে
পাইনা তোরে, বলেনা কেউ, গেলি কি তুই মরে।
ভুল হবেনা ভুল করেও, কখন যে ভুল; ভুল করে,
গাইবো সেই গান তোর নামে যে, মনের সুরে সুর করে
তুমি-আমি মিলে-মিশে থাকবো জনম-জনম ধরে
বাঁচবো আমি তোমায় পেলে, না পেলে যে যাবো মরে।

রোববার
দাম্মাম, সৌদিআরব
১৭ জানুয়ারী ২০১৬ খ্রীষ্টাব্দ
৪ মাঘ ১৪২২ বঙ্গাব্দ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: আরো একটি সুন্দর কবিতা।
ছবিটিও মনোরম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ শুভেচ্ছা।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

রাবেয়া রাহীম বলেছেন: রবি এই লেখাটা ভালো একটু সুরেলা , কিন্তু তুমি কবিতা এর চেয়ে ভাল লিখে থাক ।
এটা গানে খুব ভাল লাগবে , আমার মনে হয় ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: তাই! ঠিক আছে তা হলে শিল্পীর (ওবাউদুর ভাই) কাছে পাঠিয়ে দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.