নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতা-একটি চিঠির অপেক্ষায় .......

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯


একটি চিঠির অপেক্ষায়

- ফয়েজ উল্লাহ রবি
তারপর, মাঝ খানে কেটে গেল অনেক গুলো বছর--
রেশমী সুতায় হাতে বুনা সোয়েটারের রং জ্বলে গেছে কবেই।
ভাঙ্গা সিরামিক কাপে এখন চা করি প্রান
ক্যালেন্ডারটার সাড়ে তিন মাস উল্টেনি পাতা
দেয়াল ঘড়ির ব‍্যাটারি নেই অনেক দিন ধরে।
আকাশ আজও নীল বদলেনি একটুও
শুধু তুমি অনেকটা বদলে গেলে যেন
সেই যে গেলে নাওনি আর খবর
দিয়ে গেলে কি ভালবাসার কবর।
তোমার প্রতীক্ষায় কাটে আমার প্রহর
আসবে ফিরে, এইতো এখনই, বলে এই মন,
তোমার পেতে দেখা খুঁজেছি কতো নগর বন্দর
ঠিকানা তোমার আজ কোন সু-দূরে,পাইনা কেন দেখা
চিঠি দিও, জানিয়ে দিও, আছি তোমার মন প্রাণ জুড়ে।

পোষ্ট অফিসের পিয়ন পোষ্ট মাস্টার ঘুমিয়ে ঘুমিয়ে
কাটিয়ে দেয় বেলা, চিঠির নেই আগের মতো মেলা।

সেই আমি অপেক্ষায়.......একটি চিঠির
আজও আসেনি সেই দিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

রাবেয়া রাহীম বলেছেন: হাতে চিঠি লেখিনা অনেক বছর , ভাল লিখেছ রবি । সুন্দর কবিতা ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

সুলতানা রহমান বলেছেন: সেই চিঠি কি ইংরেজিতে লিখা হবে? শেষে কি এই কালারের ঠোঁট হবে? (ফান করলাম)
ভাল লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.