নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতা-বাংলা ভাষা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩


বাংলা ভাষা
ফয়েজ উল্লাহ রবি

বাংলা আমার মুখের ভাষা শিখেছি মায়ের কাছে,
অন্য ভাষা যতোই জরুরী হয় না কেন? থাকবে কিন্তু পাছে।
ভাষার প্রতি ভালবাসা, যা দেখাও!! আসলে তা সব মিছে,
ঘুরে ফিরে আসতে হবে বারে বারে এই ভাষারই কাছে।
আধুনিক মর্ডান সেজে বলছ কথা বাংলিশ এর সুরে
কি সুখ পাওগো তুমি বাংলাকে অপমান করে।
ছেড়ে সব ভুল মন্দ কালো এসো আপন ঘরে,
মা যে তোমার প্রতীক্ষায় ছেলে আমার আসবে ফিরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: বাংলা আমার মুখের ভাষা শিখেছি মায়ের কাছে।
++++

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক, বাংলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: পৃথিবী জুড়ে ছড়িয়ে যাছে আমরা যাচ্ছি পিছে
বাংলা ভাষাকে বাসিনা ভাল সব কিছুই মিছে
বাংলিশ বলে লিখে বাঁজাচ্ছি ভাষার বারটা
দূরে বসে একা কাঁদে অভাগী বাংলা মা টা।
দুঃখ মনের কোণে, যদি কোন শহীদ থাকতো বেঁচে
আজ সত্যি ভাষার এমন হাল দেখে, যাইতো মরে
পর করে আমাদের সবাইকে অনেক দূরে সরে
পারিনি চলতে আমরা তাদের দেখানো পথে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম ঠিক বলেছেন আপনি, সর্বত্র বাংলা ছড়িয়ে পড়েছে,
অথচ আমাদের দেশ থেকেই হারিয়ে যাচ্ছে বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.