নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতা- তোমায় হারিয়ে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯


তোমায় হারিয়ে
ফয়েজ উল্লাহ রবি

অগ্নি কোণে তুমি আমি বায়ু কোণে
সদায় কাঁদি তোমার লাগি দুঃখ মনের কোণে।
কোথায় হারাই কোন বনেতে কোন খানে
মিলবো বলে তোমার সাথে,
জিদ জাগে যে এই মনে।
আসছি বলে সেই যে গেলে চলে
ফিরলেনা আর কেন? কোন ভুলে
পাচ্ছিনা তো দিক যে আমি খুঁজে
পথ হারিয়ে পথের মাঝে সুর তুলে।
কোন মোহেতে, পর করিলে কোন লোভে
ভুলে আমায় আছ তুমি কেমন করে?
আমি ছাড়া বাঁচ না তুমি, শূন্য সবে
সেই আমাকে এক নিমিষে দিলে পর করে।
তুমি বীনে জীবন নদী গেল থেমে
আসবে কবে ফিরে, আয় না রে নেমে
এক পথেতে চলে আমি পড়েছি জ্যামে
ক্লান্ত আমি খুঁজে খুঁজে, গেলাম বড্ড ঘেমে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

কালনী নদী বলেছেন: ছবিটা অসাধারণ হ্ইছে ভাই ! আসলেই আপনার কবিতাকেও ছাপিয়ে গেছে ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর। কবিকে ধন্যবাদ শতবার।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। ছবিটাও সুন্দর। আপনার আঁকা?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:


তুই তুমি তে গণ্ডগোল হয়ে গেছে।
এমনিতে ভালোই।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো কবিতা।ছবিটি চমৎকার।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

আরাফআহনাফ বলেছেন: ১. তুই তুমি তে গণ্ডগোল হয়ে গেছে।
২. "খোঁজে" না হয়ে "খুঁজে" হলে বেশ লাগত।

কবির ভাবনায় ও ছবিতে +++।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.