নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

এক আল্লাহ জিন্দাবাদ

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২

তিনি সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, তাহার উপর কেউ নাই
কোথায় নেই তিনি, থাকেন না, দেখাও তো ভাই।
তার কোন আকার নেই, ধরন নেই, তিনি নিরাকার
তিনিই সৃজিলেন বিশ্ব-জাহান ভূ-মণ্ডল বিশাল আকাশ।
তারই ইশারায় চলে গাছ-পালা, তরু-লতা, সাগর-নদী
কিছুই হিলতনা এক চুল পরিমাণ, তিনি না করেন যদি।
তিনি দয়ালু, রাহমানুর রাহীম, তিনি উদার দয়াবান্‌
তার করুণায় বেঁচে আছি, তিনিই দিয়েছেন জান।

মসজিদ মন্দির গির্জায় খুঁজো তারে, দিয়ে নিজেরে ফাঁকি
আপনার অন্তরেতে দেখনি একবারও, দিয়ে উঁকি।
তিনি তোমার মনের ঘরে, সদা বিরাজ করে
এক বারও দেখলেনা ক্ষুদ্র তোমার এই জনম ধরে।
ভুলে তুমি রব, হারিয়েছ আলোর পথ, খুঁজো এখনি
সময় ফুরিয়ে গেলে, আঁধারে হারিয়ে, করবে কি তখনি।

তাঁহারা ছড়ায় হিংসা-বিদ্ধেষ, মানুষে-মানুষে সংঘাত অত্যাচার
আমরা আনিব ছিনিয়ে গরীব অভাবীর ক্ষয়ে যাওয়া অধিকার।
ফিরিয়ে দেব মানুষে-মানুষে ভালবাসা ভাতৃত্ববাদ
শত ঝঞ্ঝায় রুখিবো না, বলিব "এক আল্লাহ জিন্দাবাদ।"

“আধুনিকাতার নামে নাস্তিকবাদে, তাঁহারা ইসলামের করে নিন্দাবাদ
বুক ফুলিয়ে সাহসের সাথে, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ।

https://www.youtube.com/watch?v=Ep1zLPZ8FKA

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৯

মহা সমন্বয় বলেছেন: মারহাবা মারহাবা B-)

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ।“
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.