নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

অবাক পৃথিবী! বিস্ময়কর মানুষ!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬


ব্যবসা একটি হালাল উপার্জন যদি তাতে খারাপ না থাকে। কিন্তু সব কিছুর ব্যবসা করা যায় না আবেগ ভালবাসার তো কখনো না। অনেকে প্রেমের নামে ব্যবসা করে থাকে, অর্থের বিনিময়ে ভালবাসার অভিনয় করে থাকে। যা সিনেমা নাটকে চলে, বাস্তব জীবনে তা কখনো হওয়া উচিৎ নয়। কিন্তু এখন দেখছি আমরা সব কিছুকেই ব্যবসা বানিয়ে ফেলছি, মানুষের জন্য প্রার্থনা তাও নির্ধারিত অর্থে (টাকা) অবাক! বিস্ময়! আর কি হতে পারে। আর কতোটা নীচে নামলে আমাদের এই দৌড় থামবে। কবে আমরা মানুষ হয়ে উঠবো।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

শামছুল ইসলাম বলেছেন: তীব্র আপত্তি জানাইতেছি ।
আমার একটু দোয়ার দরকার ছিল ।
কিন্ত মোবাইলে ৩টি নম্বর দৃশ্যমান, বাকী গুলি অদৃশ্য ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এই ভাবে দোয়া কি কবুল হবে? কি হচ্ছে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো।
নাম্বারটা আমিই মুছে দিয়েছি উনি হয়তো উনার ভুল বুঝে এই সব চেয়ে দেবে। নাম্বার লাগলে দেয়া যাবে কিন্তু! ধন্যবাদ প্রিয় শামছুল ভাই।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেইসবুকে দেখে আসলাম

দোয়াও কেনা যায় এখন আফসোস

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আরো কতো কি যে দেখবো
পৃথিবীর শেষ সময়ের কাছাকাছি চলে এসেছি মনে হয়।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যবসায়ের পাশাপাশি শুক্রবারে ফ্রি দোয়া করা হয়,
এতে নিশ্চয়ই পাপ মোচন হয়ে যাবে, কি বলেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: হতো বা-
আল্লাহ রাহমানুর রাহীম
আল্লাহ উনাদেরকে হেদায়েত দান করুন। ধন্যবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

কাউয়ার জাত বলেছেন: অবাস্তব! সম্ভবত কেউ নিজের কম্পিউটারে তৈরি করে রস আমদানি করেছে। এতটা বেঅাক্কেল হজুররা না যে লিখে দিবে, দুইশ টাকার দোয়ায় পানি পড়া ফ্রি।

হুজুররা এমনিতেও অভাবী। টাকার জন্য এই ব্যবসা তারা করে সত্য। তথাপি মনে হচ্ছে, তাদের হেয় করতে এগুলো বহিরাগত সংযোজন। হারুন কিসিঞ্জাররা হুজুরদের অপমান করতে অনেক কৌতুক সৃষ্টি করে।

উল্লেখ্য উক্ত নাম্বারে দোয়ার জন্য ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এই ছবি বা পেপারটা ভাইরাল হওয়ার পর কি উনি নাম্বার চালু রাখবেন? অবশ্যয় বন্ধ করে দেবে। কম্পিউটারেতো পিন্ট আউট করেছে, তবে এমন হবে না এটা জোর দিয়ে বলা যায় না। সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


লাখ লাখ মাদ্রাসার ছেলের জন্য কি কোন ধরণের চাকুরীর ব্যবস্হা আছে, আয়ের পথ আছে?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: মানবেতর জীবন কাটে হুজুরদের দুই বেলা খাবারের অপেক্ষায় মসজিদের হুজুরের রুমে বসে অপেক্ষা, সবাই ঠিক মতো ঠিক সময়ে খাবার পৌছায় না, আবার অনেকের ঘরে আজ হুজুরের খাবার এই খবরটা দেরীতে পৌছে, সেই দিন হুজুর না খেয়ে থাকে। আমার দেখা এই সব চিত্র বড় কষ্ট হয়, দুই আড়াই হাজার টাকা বেতনেও অনেকে ৫ ওয়াক্ত নামাজ এবং সকালে মোক্তবে ছাত্র পড়ায়। এই দিকে সরকারের নজর দেয়ার দরকার, দুই একটা ঘটনার কারণে হুজুরদের ছোট করে দেখা উচিৎ নয়। যারা এই লিফলেট বিলি করে ওদেরও উচিৎ এমন হীন কাজ থেকে সরে আসা। ধন্যবাদ প্রিয়।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

মহসিন ৩১ বলেছেন: ব্যবসা থাকবেই; না থাকলেই বেসি মুশকিল, কাউকে পেড়ে ফেলার ব্যবসা আসলে কি শুভঙ্করের ফাঁকি --- না হালাল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: পৃথিবীতে এখন সব বিচিত্র-বিচিত্র কাজ হয়ে থাকে, তার মধ্যে এটা সামান্য একটা! শুভ বুদ্ধির উদয় হউক। ধন্যবাদ ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কাউয়ার জাত এর সাথে একমত। অন্তত হুজুর নামের যোগ্য কেউ একথা লিখতে পারে তা বিশ্বাস হয় না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: যিনি এই কাজ করতে পারেন উনি সত্যিকারের ইসলামে আছে কিনা সন্দেহ হচ্ছে। আমাদের সমাজ এখনো হুজুরদের অনেক সম্মান করে, ভাল কিছু রান্না করলেই মসজিদের হুজুরকে দাওয়াত দেয়। এই ভাবে লিফলেট ছাপাতে হয় না, যিনি বা যারা এই কাজ করেছেন উনাদের ইসলামী জ্ঞান সর্ম্পকে সঠিক ধারনা নেই মনে হচ্ছে। ব্লগার কাউয়ার জাত উনার কথাও ঠিক হতে পারে। চারিদিকে কতো কিছু হচ্ছে অবাক! হওয়া ছাড়া আর আমাদের কি করার আছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

এম আর তালুকদার বলেছেন: কাউয়ার জাতের কথার সাথে একমত। লেখকের প্রতিউত্তরের প্রতিউত্তরে বলতে চাই প্রচারের জন্য যদি পোস্টার ছাপাতে পারেন তাহলে ভাইরাল হওয়ার পর ফোন বন্ধ করবেন কেন !?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আমার মনে হয় অনলাইলে প্রচার যেমনটা টিভিতে গান গেয়ে যতোটা প্রচার হয়েছে মাহফুজুর রহমান সাহেব তার চেয়ে বেশি অনলাইনের কল্যাণে, সবাই টিভি দেখুক আর না দেখুক অনলাইনে থাকবেই। তেমন বড় ছেলে টেলিফিল্ম হুজুর মনে হয় এতো বড় প্রচার চাননি শুধু এলাকায় প্রচার চেয়েছেন।এখন হিতে বিপরীত হয়ে গেল।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: ফয়েজ উল্লাহ রবি ,




বর্তমানে ধর্ম হলো ( দোষটা ধর্মের নয় ) বিনা পুঁজিতে সর্বোচ্য লাভজনক ব্যবসা । দেখেননি ভারতের রাম রহিমের জেল্লা ?
এই উপমহাদেশে অশিক্ষিত ও বুদ্ধিহীন মানুষে ভরা বলেই এই ব্যবসায় ফায়দা এখানে বেশী ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভারতে যাওয়ার দরকার কেন আমাদের আসে-পাশে এমন হাজার রাম-রহিমের বাস, কিছুদিন আগে টিভিতে দেখলাম এক পীরের বিজ্ঞাপন! আজ এক অনলাইন নিউজ পেপারে দেখলাম এক পীর মিয়ানমারের বিষয়ে আল্লাহ সাথে কথা বলেছেন আল্লাহতায়ালা নাকি মিয়ানমারের বিষয় নিয়ে বড় চিন্তিত! উনাদের মতো লোকদের কারণের সত্যিকারে ইসলামের অনুসারীদের ক্ষতিই হচ্ছে। আল্লাহতায়ালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদের দোয়া কোন কাজে আসবেনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আল্লাহতায়ালা চান ভক্তি মন থেকে, কী করে এমন লোভের দোয়া কবুল হবে যাদের মনে কালি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ধন্যবাদ প্রিয় শাহাদাৎ ভাই।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

মলাসইলমুইনা বলেছেন: ইসলামকে কোথায় যে টেনে নিয়ে যাচ্ছি আমরা, বিশেষ করে আমাদের এইসব হুজুররা আল্লাহই জানেন | আমাদের নিজেদের ইসলাম নিয়েও এতো দুরাবস্থা যে এইসব ভাড়াটিয়া হুজুর ছাড়া দোয়া খায়েরের কোনো পথ কারো মনে হয় জানা নেই | ইসলামকে একেবারেই অনুষ্ঠানিকতা বানিয়ে ফেলছি আমরা |

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কিছুই জানে না, আল্লাহ তো মনের ভাষা বুঝে মুখ ফুটে বলার দরকার নেই, তাই এ রকম ভন্ড হুজুরদের ছাড়াই দোয়া কবুল হতে পারে আল্লাহ্‌ মহান। আমাদের সবাইকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুন।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: ধর্ম নিয়ে ব্যাবসার অস্তিত্ব আছে বলেই লালশালু আমরা পেয়েছি।। তবে এমন খুল্লামখুল্লা!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অতীতেও এমন ভন্ডদের আগমন ঘটে ছিল, আমাদেরকে সঠিক পথটা ধরতে হবে কিন্তু কারা কাছ থেকে স ঠিক পথের খোঁজ পাবো এটাই এখন বড় সমস্যা, আল্লাহ্‌ আমাদেরকে সঠিক পথে চালাও এই প্রার্থনা। অজস্র ধন্যবাদ।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

আবু তালেব শেখ বলেছেন: ধর্ম নিয়ে ব্যবসা অনেক শুনেছি বা দেখেছি কিন্ত এরকম প্রথম দেখলাম। মানুষ কতটা নিচে নামতে পারে বুঝলাম

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আসলে আমরা কোথায় যাচ্ছি এই তো আমাদের পথ নয়, ভুলে পথে যাচ্ছি তো যাচ্ছি আর কতো যাব ভাবতে পারছিনা......
ধন্যবাদ।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

জাহিদ অনিক বলেছেন: ভণ্ডতে ভরে গেছে দেশটা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: :-B
কিছু ভালো মানুষ সাহস জোগায়...................
তাই পথ চলতে ইচ্ছে জাগে।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

নীল আকাশ ২০১৬ বলেছেন: হুজুরের নম্বর ০১৭১৭০০৫৫৯৯। তবে আমার কাছে ভুয়া মনে হইছে। ফোন করলে বন্ধ পাওয়া যায়। ২০০ টাকার দোয়ার সাথে পানি পড়া ফ্রি আছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: হুজুর ভয় পাইছে এতো দোয়া ক্যামনে দেবে।
ধন্যবাদ প্রিয়।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

এন ইসলাম রনি বলেছেন: অস্পষ্ট তবে মনে হচ্ছে *২০০ টাকার দোয়ায় পানি পড়া ফ্রি! :D

এমন টা বিচিত্র নয়, আবার ঐ খাদেম লোকটাকে হেয়করার জন্যও অন্য কেউ কাজটা করতে পারে কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.