নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

এক খন্ড জমিন কয়েকটি বট গাছ

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০




এক খন্ড জমিন সবুজ আর লাল রঙ্গে সাজানো, তার উপর অনেক গুলো গাছ উঠেছে এবং সবুজে সবুজে ছেয়ে গেছে এই সব গাছে, তার মধ্যে কয়েকটি বট বৃক্ষ, এই বট বৃক্ষের মাঝে আবার দুইটি বড় বট বৃক্ষের জন্ম নেয়, বড় বট গাছের ছায়ায় ছোট-ছোট গাছ গুলো আর বড় হতে পারেনা ছোট গাছ গুলো ছোটই রয়ে যায়, বড় বট বৃক্ষের সাথে তাল মিলিয়ে বেঁচে আছে সেই জমিনে ।
মাঝে মধ্যে তুমুল ঝড়ে বট বৃক্ষ গুলোর অনেক ক্ষতি সাধন হয়ে থাকে তবু বট বৃক্ষ গুলো উঠে দাঁড়িয়ে যায়, কখনো আলো ছায়া কখনো ঢাল ভেঙ্গে মানুষের মৃত্যু, তবু মানুষ সেই বট বৃক্ষের ছায়ায় শান্তি খুঁজে বেড়ায়, বট বৃক্ষ গুলো কখনো রেগে গিয়ে মানুষের জমিন সষ্য নষ্ট করে দেয় আবার কখনো সাথে দাঁড়িয়ে ঝড় থেকে বাঁচিয়ে দেয়, কভু কাবার ছোট বৃক্ষগুলো ভুলে বট বৃক্ষের চেয়ে বেড়ে যেতে চায় আসলে বড় বৃক্ষের ছায়ায় কখনো ছোট গাছ বাড়তে পারেনা।

এই বৃক্ষগুলো যতোটা আলো বাতাস দিচ্ছে তার চেয়ে বেশি কেঁড়ে নিচ্ছে সেই জমিনের মানুষের ভাগ্যে কোন বদল হচ্ছে না, বৃক্ষ আর বৃক্ষের শাখা-প্রশাখারাই মোটাতাজা হচ্ছেন-
“ছোট বৃক্ষ এবং তার লালন পালন কারীরা ছোট থেকে ছোট হচ্ছে আর বড় বৃক্ষের লালন-পালন কারীরা বৃক্ষের সাথে সাথে নিজের ভাগ্য বদলে নিয়ে ধনী থেকে ধনী হচ্ছে” ।

এই বড় দুইটি বট বৃক্ষের মালিক দুইজন নারী, পালা বদলে জমিনে শাসন করে আর সে নারীদের নিকট আত্বীয় স্বজনরা আবার বিশাল অর্থের মালিক বনে যান।

প্রথম সারির প্রজাদের দেখিয়ে বৃক্ষ গুলো হেসে হেসে বলে এই দেখ উন্নয়ন, উন্নয়ন উন্নয়ন ! আর আড়ালে গরীব নীরবে কাঁদে ।

“পৃথিবীর নিয়তী দুঃখির দুঃখ দেখেনা সুখির সুখে মিশে
কান্নার ভিড়ে হারিয়ে যায় বুকের ব্যথা অজানা কথা সবটা যেন মিছে”।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আরও সুন্দরভাবে উপস্থাপন করার প্রয়োজন ছিল।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

জাহিদ অনিক বলেছেন:

ভালো লাগলো রবি ভাই এক খন্ড জমি,


অনেকদিন পরেই লিখলেন মনে হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.