নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

আমি আহত বাংলাদেশ

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯




“আমি আহত বাংলাদেশ”
ছাপ্পানহাজার বর্গমাইল জুড়ে নিপীড়িত মানুষের আর্ত চিৎকার!
আমি অবহেলিত প্রজা, গরীব দুঃখি মানুষ, শ্রমিকের অধিকার।
শকূনের নখের আঁচড়ে রক্তাক্ত এক খন্ড মানচিত্র,
আপন ভাইয়ের রক্তে রঞ্জিত পাতাকা, রঙ্গে বিচিত্র !
আমি তনুর বিদেহী আত্মা! সাগর-রুনির নীরব কান্না
দেশ জুড়ে রোজ হত্যার উৎসব যমুনাসম রক্তের বন্যা।
আমি পিলখানায় বীর সেনার গলিত লাশ,
বীর মুক্তিযোদ্ধার হতাশায় দীর্ঘশ্বাস।
“আমি আহত বাংলাদেশ”
পথের ধাঁরে অবুঝ শিশুর ভিক্ষাবৃত্তি কোমল দুইখানি হাত
পেটের দায়ে শরীর বেচে, বেশ্যার কষ্টের রঙ্গিন রাত।
আমি “সুবোদ” বালকের পালিয়ে বেড়ানো ভয়ংকর সেই দিনগুলি
বুকের পাঁজরে বিনা দ্বিধায় লুফে নেয়া রাইফেলের গুলি।
কন্যা ধর্ষণের বিচায় চেয়ে অপমানি পিতার চোখের জল
ফাঁসির আসামীর মুক্তির উৎসব! আইন আদালত স্বাধীনতা বিফল।
আমি সীমানার তারে ঝুলে থাকা ফেলানীর লাশ,
খোশ্‌আমোদে শাদা পতাকা মিটিং! ‘ফেলানীরা’ হতাশ।
“আমি আহত বাংলাদেশ”
ছাপ্পানহাজার বর্গমাইল জুড়ে অসহায় মানুষের আর্ত চিৎকার!
আমি ভোটার জনপ্রতিনিধি নির্বাচন করি -
তারাই আবার আমায় সাহেস্তা করার জন্য করে কালো আইন ।

আমি ‘গুম’ হয়ে যাওয়া সাধারণ মানুষের সুখ
ইদানিং কোথাও দেখা যায় না আমার চেনা মুখ।
আমি আহত বাংলাদেশের একখন্ড রক্তাত মানচিত্র
মুক্তিযোদ্ধার অনাহারে দিনাতিপাত বাস্তবতার চিত্র!
আমি ছাপ্পানহাজার বর্গমাইল জুড়ে মানুষের চিৎকার
সব হারানো নিঃস্ব মায়ের ফিরে পাওয়া অধিকার।
আমি আগুন; অগ্নিশিখায় জ্বালিয়ে দেই বন জঙ্গল বাগান
সুনামী, ঝড়, জলোচ্ছ্বাস হয়ে কেঁড়ে নিই মানুষের প্রাণ।
ভুমিকম্প হয়ে ভেঙ্গে দেই ঘরবাড়ী আশা আখাংকা ভরসা
আমি কাল বৈশাখী ঝড়ের বেগে আসা সর্বনাশা।
আমি তৃতীয় বিশ্ব যুদ্ধ বাঁধিয়ে দিয়ে হাসি অট্টহাসি
মিটিং করে লোক সম্মুখে বাজাই মানবতার বাঁশি।
আমি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেই ধর্ম যুদ্ধের নামে
পেন্ট হাউজের শিতাতাপ কক্ষ্যে মজা করি ‘দুই পাক জ্যামে’।
আমি মানবতার ঠিকাদার; মনুষত্ব্যের বার্তা পৌছাই ঘরে ঘরে
সব অস্ত্রের কাঁরখানা আমার, সে অস্ত্রে কি আর মানুষ মরে।
“আমি আহত বাংলাদেশ”
ছাপ্পানহাজার বর্গমাইল জুড়ে মজলুমের আর্ত চিৎকার!
অপেক্ষা থেকে প্রতীক্ষায়; অধরা স্বপ্নের সেই স্বাধীনতার।।



নভেম্বর ২০১৭ ইং
দাম্মাম সৌদিআরব

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

আবু আফিয়া বলেছেন: বিশ্বের দিকে তাকিয়ে বলব আমরা ভালই আছি।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাব্যিক ভাষায় কিছু ধ্রুব সত্যের প্রকাশ ঘটেছে। সেটা আমাদের জন্য কলঙ্কের, দুঃখের এবং বেদনার। তারপরও বলবো
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।"

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ভাবনার অন্য দিক।তবে উত্থান পতন আমাদের জীবনের সঙ্গে যুক্ত।কাজেই এ চিত্র সর্বত্র। এরই মধ্যে আমরা বরং আগামীর স্বপ্ন দেখবো।দেখবো এক নুতন সূর্য।

বৈশাখী শুভেচ্ছা রইল।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮

সনেট কবি বলেছেন: মনের আবেগ ভালো ভাবেই উপস্থাপন করেছেন।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



বুঝা যাচছে, আপনি দেশের বর্তমান অবস্হা নিয়ে চিন্তিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.