নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

ছাত্রদের আন্দোলন দুর্নীতিবাজদের জন্য সু-খবর

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৫



নিরাপদ সড়কের দাবীতে গত ৫ দিনের ধরে ঢাকাসহ সারাদেশের শহর গুলোতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন চলছে, এই কিশোররা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি ভাবে সড়কে গাড়ী চালাতে হয়, রাস্তায় দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স দেখছে, দুঃখের বিষয় আইন প্রয়োগকারী সংস্থা, মন্ত্রী এমপিদের গাড়ীর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নেই, আবার মন্ত্রীরা উল্টো পথে এসে যায়, ছাত্ররা সাহসের সাথে উনাদের ফিরিয়ে দিয়েছেন । এই থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে ।

মূল কথায় আসি, বর্তমানে বাংলাদেশে ৩৬ লাখ গাড়ী আছে আর তার বিপরীতে মাত্র ১৮ লাখ ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তা থেকে আবার অনেকের লাইসেন্স ভূয়া বা ঘুষ দিয়ে করানো। আবার যাদের লাইসেন্স আছে তারা সবাই কিন্তু ভালো ড্রাইভার নয় !
সরকারের কার্যকরী প্রদক্ষেপ নিলে বাকী ১৮ লাখ ড্রাইভিং লাইসেন্স জন্য লাইন লেগে যাবে সেখানেই আবার দুর্নীতির বিশাল একটা বাজার সৃষ্টি হবে। ১২ হাজার টাকায় বিনা পরিক্ষায় লাইসেন্স পাওয়া যাচ্ছে বলে অনেকে বলেছেন, এখানে দুই হাজার কোটি টাকার বিশাল একটা দুর্নীতির বাজার সৃষ্টি হচ্ছে না তো ?

“কোথায় যাবো কোন সে পথে বাড়াবো পা
সব খানেই হারামীরা দিচ্ছে শুধু ঘা”

০৩ আগস্ট ২০১৮

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: সরষের ভিতর ভূত ,এ আবার নতুন কি

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকার ও পাব্লিক চাইলে এইসব বন্ধ করা সম্ভব। কিন্তু পাব্লিক তা চাইবে না। বেশিরভাগ মানুষই অবৈধভাবে সময় বাঁচিয়ে সহজে লাইসেন্স হাতে পেতে চাইবে।

১৮ লাখ বেকারের বেকারত্ব গুছানোর সুযোগ ছিলো।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আশা করি নতুন দিনের উদয় হবেই ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চিত্র তো দেখি ভয়াবহ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সামনে আরো বেশি ভয়াবহতা অপেক্ষা করতেছে । কবে যে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: সঠিক বলেছেন দাদা।তবে দেশের জনগন নিজেদের ভাল চায় না তাই হয় না।আমি নতুন আশা করি আপনার পরামর্শ পাবো..দোয়া করিয়েন ভাই।

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

আকিব হাসান জাভেদ বলেছেন: ধান্দা ,

প্রতিদিন প্রতি রোজ
হয় কতো আন্দোলন
কিছু দিন পর
আবার যায় ভুলে
নতুন করে চালবাজিরা
ধান্দার পথ করে নেয় খুলে ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২০

হায় চিল বলেছেন: সরকার তো নিজেই লাইসেন্স বিহীন। X(

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

জগতারন বলেছেন:





-Politicians and diapers have one thing in common:
"they should both be changed regularly… and for the same reason"

-অন্তরযাল থেকে সংগ্রহ।

শাজাহান খান এখন ডাইপার ছাড়া আর কিছুই না।
শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
একে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: না, আর ভালো লাগছে না। এখন যা হচ্ছে বা হবে, খারাপই হবে। ছাত্রদের এখন থামা উচিৎ ছিলো।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবার যদি কর্তাদের ঘুম ভাঙ্গে, আর ছাত্ররা তো অবশ্যয় ফিরে যাবে স্কুলেই ওদের এখন বেশি জরুরি রাস্তায় নয় । শুভ কামনা রইল আগামী দিনের সোনার ছেলেদের জন্য ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.