নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে আপনাকে হাজার সালাম! ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক

ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাদেশের প্রান্ত হতে আপনাকে হাজার সালাম! ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক

শাফিউর রহমান ফারাবী

মুক্তির ১ পথ খিলাফত খিলাফত খিলাফতের দাবিতে নামতে হবে রাজপথে খলিফা বারবার সৈন্য প্রেরন করবেন। আমার Facebook User Name:- shafiur2012

শাফিউর রহমান ফারাবী › বিস্তারিত পোস্টঃ

আসিফ মহীউদ্দীনের ছুরিকাহত নিয়ে আমার কিছু কথা

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আসিফ মহিউদ্দীনের আহত হওয়া নিয়ে অনেকেই আমার কাছে আমার মতামত জানতে চেয়েছেন। আসিফ মহীউদ্দীন ছুরিকাহত হয়েছন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন এই জন্য আমার আসিফ মহীউদ্দীনের প্রতি একটুও সহানুভূতি নাই। আপনি হয়ত এখন বলতে পারেন যে আসিফ মহীউদ্দীন নাস্তিক বলে হয়ত আমি আসিফ মহীউদ্দীনের এই ছুরিকাহতে খুশী হয়েছি। না আসিফ মহীউদ্দীনের নাস্তিক হওয়ার সাথে আমার এই খুশী হওয়ার কোন সম্পর্ক নাই। আমার সাথে ব্যক্তিগত ভাবে অনেক নাস্তিকেরই পরিচয় আছে, আমি অনেক নাস্তিকের সাথে একসাথে ভাতও খাইছি। আসিফ মহীউদ্দীনের একটা Facebook এর NOTE লেখার কারনেই আমি আসিফ মহীউদ্দীন প্রতি অনেক আগেই আমার শ্রদ্ধা হারিয়েছে। ঠিক আমার শ্রদ্ধা হারিয়েছে বললে ভুল হবে আসিফ মহীউদ্দীন অনেক মুক্তমনাদেরও শ্রদ্ধা হারিয়েছে। এটা হচ্ছে আসিফ মহীউদ্দীনের লেখা সেই নোট মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম যেইখানে আসিফ মহীউদ্দীন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মোটাপেট হিসাবে সম্বোধন করেছে নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু কে আবু ফকর, হযরত আলী রাযিয়াল্লহু আনহু কে বদখত বালী ও হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহু কে টাকিয়া নামে সম্বোধন করেছে। আসিফ মহিউদ্দীন তার ঐ নোটে নিজের মত করে বানিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে চরম ব্যঙ্গাত্মক ভাবে আক্রমন করেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অশ্লীল কথা আসিফ মহীউদ্দীন তার মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম এই নোটে উল্লেখ করেছে। বাংলা ভাষায় আজ পর্যন্ত ধর্মকারী ওয়েবসাইট টি ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে নিয়ে আর কেউ এত অশ্লীল কথা বলতে পারিনি। আর তাছাড়া আসিফ মহীউদ্দীন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মহাপেট নামে সম্বোধন করে এপ্রিল মাসের দিকেও কয়েকটা status দিয়েছিল। আপনি Google এ মহাপেট লিখে search দিলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মহাপেট নামে সম্বোধন করে আসিফ মহীউদ্দীনের সেই Status গুলি পাবেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে অনেক আলোচনা তর্ক বিতর্কই হয় নেটে ফেইসবুকে ব্লগ জগতে। আমার নিজের লেখা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব এই NOTE টিতেও ৩০০ টির মত Comment পরেছে। Dr. Mushfique Imtiaz Chowdhury এই ভাই থেকে শুরু করে অনেক নাস্তিকও আমার ঐ নোটে Comment করেছেন। কিন্তু উনারা কেউই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কোন অশ্লীল কথা বলেননি। শালীন ভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিছু প্রশ্ন করেছেন। আর আমিও সীরাত থেকে উনাদের এই প্রশ্নের জবাব গুলি আমার ঐ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব নোটেই Comment আকারে দিয়েছি। যেইসব নাস্তিক আমার ঐ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব নোটে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করেছেন তাদের প্রতি আমার কোন রাগ ক্ষোভ নেই। কারন তারা কেউই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কোন অশ্লীল কথা বলেননি। আপনি নাস্তিক হবেন না আস্তিক হবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করতে পারেন, বনু কোরাইজা গোত্র, জিহাদ, দাস দাসী এই ব্যাপার গুলি নিয়েও আপনি যে কোন প্রশ্ন করতে পারেন। ইসলাম কখনই আপনাকে প্রশ্ন করতে নিষেধ করেনি। কিন্তু আপনি যুক্তিসংগত কোন প্রশ্ন না করে স্যাটেনিক ভার্সেসের মত নোট লিখতে যাবেন এটা তো মেনে নেয়া যায় না। আমি আসিফ মহীউদ্দীন কে অনেক বার অনুরোধ করেছিলাম যে সে যেন তার এই “মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম” নোট টি সরিয়ে ফেলে। আমি আসিফ মহীউদ্দীন কে এও বলেছিলাম যে আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিছু প্রশ্ন লিখে একটি নোট তৈরি করুন শালীন ভাষায়, আমি আপনার প্রশ্ন গুলির জবাব দেয়ার চেষ্টা করবো। কিন্তু আসিফ মহীউদ্দীন তার ঐ “মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম” নোট টি সরায়নি। পরবর্তীতে

আমি মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের কাছেও অনুরোধ করেছিলাম যেন উনি আসিফ মহীউদ্দীন কে বলেন তার এই মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম নোটটি ফেইসবুক থেকে সরিয়ে ফেলতে। কিন্তু মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ও আমার অনুরোধে সাড়া দেননি। তারপর আমি খুব সহজ একটা কাজ করি। আর তা হল আমার পরিচিত ফেইসবুক ও ব্লগ জগতে যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সক্রিয় রাজনীতি করে তাদের সবার কাছে আমি আসিফ মহীউদ্দীন ঐ মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম এই নোটের লিংকটি পৌছিয়ে দেই। সত্যিকথা বলতে কি কোন ভদ্র ঘরের ছেলে কখনো এত বিশ্রী ভাষায় কাউকে আক্রমন করতে পারে না যেটা আসিফ মহীউদ্দীন তার ঐ মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম নোটে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কে আক্রমন করে দেখিয়েছেন।



বাংলা ভাষায় সস্তা জনপ্রিয়তা বলতে একটা কথা আছে। সস্তা জনপ্রিয়তা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি হিন্দু ধর্মের সমালোচনা করার নাম নিয়ে সতীদাহ প্রথা বর্ণ প্রথা এই ব্যাপার গুলি নিয়ে আলোচনায় না যেয়ে সামান্য কিছু Like পাওয়ার লোভে হিন্দুদের দেব দেবী দূর্গা কালী লক্ষি গনেশ শিব এদের সম্পর্কে অশ্লীল কথা বলা শুরু করলেন। অধ্যাপক হুমায়ন আজাদ প্রথম জীবনে বাংলা সাহিত্য নিয়ে অনেক গবেষণা ধর্মী লেখা লিখেছিলেন। যেহেতু গবেষনা করতে অনেক কষ্ট লাগে তাই পরবর্তীতে অধ্যাপক হুমায়ন আজাদ বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বিশ্লেষণ ধর্মী লেখালেখি বাদ দিয়ে নিজের মনের মত করে বানিয়ে ইসলাম ধর্মের সমালোচনা করা শুরু করে দেয়। তখন কিন্তু অধ্যাপক হুমায়ন আজাদের সহকর্মীরাও বলেছিল যে হুমায়ন আজাদ এখন সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভে বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষনা করা বাদ দিয়ে এখন ইসলাম ধর্ম সম্পর্কে নিজের মনগড়া কথা বলা শুরু করেছে। সত্যিকথা বলতে কি একজন সাহিত্যিক/ব্লগার যখন সৃজনশীল কিছু রচনা করতে পারে না তখনই সে তার মত করে দ্বীন ইসলামের সমালোচনা করা শুরু করে। আর দ্বীন ইসলামের এই সমালোচনার পিছনে মূল কারনই থাকে কিছু সস্তা জনপ্রিয়তা অর্জন করা। তবে আবার মাঝে মাঝে ঐ সস্তা জনপ্রিয়তা অর্জন করতে যাইয়া রামদার কোপও খাইতে হয় আর হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেও হয়।



আমার আরো যা লেখা আপনার ভাল লাগতে পারে

আমার জেল জীবনের স্মৃতিকথা ৫ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন



রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব

আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান





পুরুষ জাতির বহু বিবাহ প্রথাকে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে

বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা

ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল

স্টালিনের নৃশংসতার স্বীকার এক বাঙ্গালী বিপ্লবী

মাওসেতুং এর সময় চীনা মুসলমানদের দূর্দশতার কথা শুনুন

কামসূত্র বইটি কোথা থেকে এল ? এর ইতিহাস কি আপনি জানেন ?

সতীদাহ প্রথা সরাসরি দেখার এক দুর্লভ অভিজ্ঞতার কথা শুনুন



মন্তব্য ৪৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আবদে খায়ের বলেছেন: :| :|

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শাফিউর রহমান ফারাবী বলেছেন: ভাইয়া সবার আমার এই ব্লগ পোষ্ট টা আপনাদের ফেইসবুকে শেয়ার করেন please.

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

অনিক আহসান বলেছেন: সামহোয়ারইন ব্লগ থেকে মানসিক রোগীদের কোন পোস্টে ফেসবুকে শেয়ার করা হয় না।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

নান্দাইলের ইউনুস বলেছেন: ফারাবী আমার নাম্বারে ২০০ টাকা ফ্লেক্সি দিলে পোস্টে ফেসবুকে শেয়ার করে দিবো :D

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: amar kache jamati/rajakar/juddhaoporadhi is equal to asif mohiuddin :-<

kunu parthokko nai /:)

1party islam dhormo k use kore for so called "sosta jonopriyota"
ar arekjon muktomona/nastik nam niye islam k obomanona kore sei so called "sosta jonopriyota" jonno |-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

শাফিউর রহমান ফারাবী বলেছেন: ভাই আমি জামাত শিবির করি না।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

লাভ বাংলা বলেছেন: সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

মিনহাজুল হক শাওন বলেছেন: এই ফালতু পোলারে নিয়া বেশী কচলাইয়েন না। দুর্গন্ধ বাইর হইতেছে। :| :|

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

দেবদাস. বলেছেন: :| :| :| :-*

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

বাংলার েতীিহদ বলেছেন: ভাই আমি ঐ link এ গেচি সুতরাং এই সব কুততা দের এই অবসথা হওয়া উচিত যদি ও সানতির ধরম ইসলাম বিরধিদের এভাবে মারতে নিষেধ করেচে।আর ঐ শয়তান তাকে ত চাপাতি বাহিনি মারচে।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ । পোষ্টগুলো পড়বো এবং শেয়ার করে দেখবো আসিফ ভাইয়ের কথাগুলো কতটুকু সত্য ।


আরো পোষ্ট থাকলে দিবেন ভাই ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: If someone does not believe in God, we have nothing to do. But if someone dishonor our religion we do not respect him anymore. Asif is one of the enemy of Islam, who is always trying to diminish Islam. If you are atheist you cannot do it, because you atheist people always claim yourselves as open minded and wise people. Wise people never hurt the feelings of other people. There is no respect for this insect in my mind. Some of the bloggers are crying for him. I cry for rules and regulations of my country but I do not cry for someone who do harm to us. Like Pakistani, they did lot of destruction in our country in 1971. Asif is also doing the same with Muslims of our country. This is one lesson for him that he should hold his tongue.

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

উদাসীফাহিম বলেছেন: thnx.......fb te share kortesi

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

সিকদার বলেছেন: মিনহাজুল হক শাওন বলেছেন: এই ফালতু পোলারে নিয়া বেশী কচলাইয়েন না। দুর্গন্ধ বাইর হইতেছে।
স হমত।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

রানার ব্লগ বলেছেন: ফারাবী আমার নাম্বারে ২০০ টাকা ফ্লেক্সি দিলে পোস্টে ফেসবুকে শেয়ার করে দিবো :D

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: প্রথমেই বলে রাখি - আমি একজন নাস্তিক্যবাদী এবং ফারাবী শফিউর রহমানের সঙ্গে এই পোস্টে সহমত নই। নিঃসন্দেহে কারো ওপর হামলা সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। আসিফ মহীউদ্দিনের গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে ধার্মিকদের উস্কানোও সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। সুতরাং দোষী আসিফ মহীউদ্দিন ও হামলাকারী উভয়ের। তবে আসিফ মহীঊদ্দিন শুরু না করলে এসবের কিছুই হতো না।

তাই বলা যায়, কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনা করা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দের ব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আর এটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতা দেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য। এই আসিফ মহীউদ্দিন ব্লগে ফেসবুকে আমার বিভিন্ন ফেক আইডি তৈরি করে আমাকে যেভাবে মেন্টাল টর্চার করেছে, যেভাবে ঐ ফেক আইডিগুলো দিয়ে তার বন্ধুদের অ্যাড করেছে এবং গালি দিয়ে আমাকে তাদের কাছে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে তাতে একটা কথাই বলবো - SIN CANNOT GO UNPUNISHED. বিস্তারিত - Click This Link

১) ধর্মীয় বিশ্বাসকে যুক্তি দিয়ে ভুল প্রমাণিত করা অপরাধ নয় যেটা একজন র‍্যাশোনালিস্ট করেন ( আমাদের দেশে র‍্যাশোনালিস্ট হাতে গোনা, যারা নিজেদের নাস্তিক নাস্তিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এরা র‍্যাশোনালিস্ট নন, এরা বেশিরভাগই স্রেফ অধার্মিক। র‍্যাশোনালিস্টের ৪টি গুণ থাকে - ১) মানবতাবাদ ২) নারী পুরুষ সমতা অর্থে নারীবাদ ৩) যুক্তিবাদ ৪) নাস্তিক্যবাদ)

২) ধর্মীয় বিশ্বাসকে গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রূপ দিয়ে আক্রমণ করা র‍্যাশোনালিস্টের নয় বরং সস্তা অধার্মিকের কাজ যেটি আসিফ মহীউদ্দিন করে থাকে

৩) গালাগালির জন্য শারীরিক আক্রমণ করা অসমর্থনযোগ্য কিন্তু যে গালাগালি ও ব্যঙ্গবিদ্রুপের 'সূচনা' করে, দোষ তার। কেননা সে 'উস্কে' দিয়েছে বা 'উত্তেজিত' করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। সেক্ষেত্রে দোষ আসিফ মহীউদ্দিনেরই।

৪) কুকুরকে বিরক্ত করলে কুকুর কামড়ে দেয়। আসিফ সোজা রাস্তায় হাঁটেনি, সে বাঁকা রাস্তায় হাঁটত। যুক্তি দিয়ে ভদ্র ভাষায় সমালোচনা করলে ধার্মিকেরা এত উত্তেজিত হতো না। আসিফ নিজেই বাঁকা রাস্তায় হেঁটে এসব কিছুর সুযোগ করে দিয়েছে।

৫) কোন মুক্তমনা কখনোই বলতে পারে না - 'আনাল হক। আমিই আল্লাহ।' কিংবা কারো ফেক আইডি তৈরি করে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারে না। আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক' - তার জন্য এটাই সবচেয়ে সুপ্রযুক্ত টার্ম।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

এ মতিন বলেছেন: ইসলামকে বলা হয় শান্তির ধর্ম-যা এক ডাহা মিথ্যা।কোরানেই ইসলাম বিরোধিতাকারীকে হত্যার বিধান সন্নিবেশ করা হয়েছে।কেউ যদি আল্লাহ-রসুলের ব্যাপারে কদর্য কিছু বলে বা লেখে তবে সর্বশক্তিমান আল্লাহ তাকে বিধ্বস্ত করে ফেললেই তো পারে। তা কিন্তু পারে না বা করে না। কারণ আল্লাহ এক ‍অস্তিত্বহীন অলীক কল্পনা-অন্যান্য ধর্মেও একই অবস্থা।আমার কথা হলো আসিফ মহিউদ্দিন মুখে বা ইন্টরনেটে কিছু বললে বা লিখলে একই উপায়ে আরো কঠোর বা ‍অশালীন ভাষায় তাকে তা ফিরিয়ে দেয়া যায়।শারীরিক আক্রমণ কেন? সে তো আক্রমণকারীদের কিছু বলে নাই;বলেছে আল্লাহ-রসুলকে।আক্রমণ আল্লাহ-রসুলই করুক না কেন! আল্লাহ-রসুল যদি সহ্য করতে পারে তবে অন্যদের সমস্যা কোথায়? আসল কথা ধর্ম যাদের নেশা এবং পেশা তারাই এভাবে রিএ্যাক্ট করে-ধর্মকে ভালবেসে নয়-নিজেদের স্বার্থ বিঘ্নিত হওয়ায়।ধর্ম এক নিকৃষ্ট নেশা এবং পেশা।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আজাদ আল্-আমীন বলেছেন: এই রকম কুলাঙ্গারের কী হলো না হলো সে ব্যাপারে আমি চিন্তিত নয়। কারও ধর্মীয় বিশ্বাসে অন্যায়ভাবে আঘাত করা অবশ্যই অপরাধ। আপনি কোন কিছু বিশ্বাস করছেন না আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন কিন্তু অন্যর বিশ্বাসকে তুচ্ছা তাচ্ছিল্য করার কোন অধিকার আপনার নেই। আর ধার্মিকদের বিশ্বাস নিয়ে গালাগালিতো মহা অপরাধ। কিছু লোক দেখা যাচ্ছে যারা আসিফকে যুক্তিবাদী বলে প্রচার করে তাকে জনপ্রিয় করার চেষ্টা করছে। উল্লেখিত নোট থেকে বুঝা সে কোন ‍যুক্তিবাদী মানুষ নয় সস্তা জনপ্রিয়তাকামী।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

সংবাদ বলেছেন: ভাল লাগল তবে আফসোস শুধু নাস্তিকতার নামে সস্তা জনপ্রিতা পাওয়ার জন্য একমাত্র যুগে যুগে ইসলামকে টার্গেট কারী মানুষ নামের কঙ্কাল গুলার জন্য

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ভ্রমন কারী বলেছেন: আজাদ আল্-আমীন বলেছেন: এই রকম কুলাঙ্গারের কী হলো না হলো সে ব্যাপারে আমি চিন্তিত নয়। কারও ধর্মীয় বিশ্বাসে অন্যায়ভাবে আঘাত করা অবশ্যই অপরাধ। আপনি কোন কিছু বিশ্বাস করছেন না আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন কিন্তু অন্যর বিশ্বাসকে তুচ্ছা তাচ্ছিল্য করার কোন অধিকার আপনার নেই। আর ধার্মিকদের বিশ্বাস নিয়ে গালাগালিতো মহা অপরাধ। কিছু লোক দেখা যাচ্ছে যারা আসিফকে যুক্তিবাদী বলে প্রচার করে তাকে জনপ্রিয় করার চেষ্টা করছে। উল্লেখিত নোট থেকে বুঝা সে কোন ‍যুক্তিবাদী মানুষ নয় সস্তা জনপ্রিয়তাকামী।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

ফিদা২০১২ বলেছেন: আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই,
অভাব শুধু সু-শিক্ষিত মানুষের।

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

জ্বীন কফিল বলেছেন: ফারাবী একটা খারাপ খোয়াব দেখলাম। এই কেসের তদন্ত ডিবি পুলিশের হাতে যাচ্ছে এবং সম্ভাব্য কালপ্রিটদের মধ্যে তোমার নামও ভরে দেয়া হইছে। তুমি কি আরেকবার ডিটেনশন খাটার জন্য তৈরি আছো? তৈরি থাকলে বলো এই পোস্ট ফেসবুকে শেয়ার করে দেই।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ পোস্ট... +++

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ইউসুফ খান বলেছেন: আল্লাহ্‌ সবাইকে হেদায়াত দান করুক, এটাই চাই।
আমীন।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

নিলয় তৌহিদুল বলেছেন: ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী বলেছেন: "প্রথমেই বলে রাখি - আমি একজন নাস্তিক্যবাদী এবং ফারাবী শফিউর রহমানের সঙ্গে এই পোস্টে সহমত নই। নিঃসন্দেহে কারো ওপর হামলা সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। আসিফ মহীউদ্দিনের গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে ধার্মিকদের উস্কানোও সমালোচনার কোন যৌক্তিক ভাষা হতে পারে না। সুতরাং দোষী আসিফ মহীউদ্দিন ও হামলাকারী উভয়ের। তবে আসিফ মহীঊদ্দিন শুরু না করলে এসবের কিছুই হতো না। তাই বলা যায়, কোন মুক্তমনার ওপর হামলাহয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে যার কাজ যুক্তি দিয়ে ধর্মের সমালোচনাকরা নয় বরং গালাগালি করে, আক্রমণাত্মক ও চটকদার শব্দেরব্যবহারে ধার্মিকদের মানসিকভাবে উত্তেজিত করা। আরএটি যে উগ্রবাদী আস্তিকেরাই করেছে তার কোন প্রমাণ নেই। তারপরও এটিকে পুঁজি করে আসিফ মহীউদ্দিনের তল্পিবাহকেরা তাকে বিখ্যাত করার চেষ্টা করবে। সে যেমন ধরনের ছেলে, তার সাথে তেমনই হয়েছে। যেমন কর্ম তেমন ফল। প্রকৃত নাস্তিক কখনো শিশুসুলভ চপলতাদেখায় না, প্রকৃত নাস্তিক কখনো গালাগালি করে না বা নিজেকে আল্লাহ বলে দাবী করে না। প্রকৃত নাস্তিক যুক্তি দিয়ে ধর্মের অসারতা প্রমাণ করে, গালাগালি করে বা সস্তা ব্যঙ্গ বিদ্রূপ করে নয় যা আসিফ মহীউদ্দিনের মজ্জাগত বৈশিষ্ট্য। এই আসিফ মহীউদ্দিন ব্লগে ফেসবুকে আমার বিভিন্ন ফেক আইডি তৈরি করে আমাকে যেভাবে মেন্টাল টর্চার করেছে, যেভাবে ঐ ফেক আইডিগুলো দিয়ে তার বন্ধুদের অ্যাড করেছে এবং গালি দিয়ে আমাকে তাদের কাছে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছেতাতে একটা কথাই বলবো - SIN CANNOT GO UNPUNISHED. বিস্তারিত - Click This Link ১)ধর্মীয় বিশ্বাসকে যুক্তি দিয়ে ভুল প্রমাণিত করা অপরাধ নয় যেটা একজন র‍্যাশোনালিস্টকরেন ( আমাদের দেশে র‍্যাশোনালিস্ট হাতে গোনা, যারা নিজেদের নাস্তিক নাস্তিক বলে প্রতিষ্ঠিত করারচেষ্টা করেন, এরা র‍্যাশোনালিস্ট নন, এরা বেশিরভাগই স্রেফ অধার্মিক। র‍্যাশোনালিস্টের ৪টি গুণ থাকে - ১) মানবতাবাদ ২) নারী পুরুষ সমতা অর্থে নারীবাদ ৩) যুক্তিবাদ ৪) নাস্তিক্যবাদ) ২) ধর্মীয় বিশ্বাসকে গালাগালি ও সস্তা ব্যঙ্গবিদ্রূপ দিয়ে আক্রমণ করা র‍্যাশোনালিস্টের নয় বরংসস্তা অধার্মিকের কাজ যেটি আসিফ মহীউদ্দিন করে থাকে ৩) গালাগালির জন্য শারীরিক আক্রমণ করা অসমর্থনযোগ্য কিন্তু যে গালাগালি ও ব্যঙ্গবিদ্রুপের 'সূচনা' করে, দোষ তার। কেননা সে 'উস্কে' দিয়েছে বা 'উত্তেজিত' করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। সেক্ষেত্রে দোষ আসিফ মহীউদ্দিনেরই। ৪) কুকুরকে বিরক্ত করলে কুকুর কামড়ে দেয়। আসিফ সোজা রাস্তায় হাঁটেনি, সে বাঁকা রাস্তায় হাঁটত। যুক্তি দিয়ে ভদ্র ভাষায় সমালোচনা করলে ধার্মিকেরা এত উত্তেজিত হতো না। আসিফ নিজেই বাঁকা রাস্তায় হেঁটে এসব কিছুর সুযোগ করে দিয়েছে। ৫) কোন মুক্তমনা কখনোই বলতে পারে না - 'আনাল হক। আমিই আল্লাহ।' কিংবা কারো ফেক আইডি তৈরি করেতার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারে না। আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক' - তার জন্য এটাই সবচেয়ে সুপ্রযুক্ত টার্ম।"

(আমি ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরীর সাথে একমত)

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

আমি পিচ্চি পোলা বলেছেন: অসাধারণ পোস্ট

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

সায়লা বলেছেন: আসিফ সর্ম্পকে এর আগে আমি তেমন কিছুই জানতাম না। তাই এতোদিন একটি দয়া হঢয়ছিল যে ব্লগারদের উপর এই টাইপ হামলা ঠিক হয়নি। কিন্তু আজ তার কুরুচির পরিচয় পেয়ে মনে হচ্ছে তাকে তো জন সম্মুখে পিুড়য়ে মারা উচিৎ ছিলো। তার ঠিকানা জানলে আমি নিজে গিয়ে তাকে ফায়ার করে আসতাম। ইসলাম কে যারা অবমাননা করে তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া উচিৎ। কেউ ইসলাম কে না মানুক অসুবিধা নাই কিন্তু ইসলামের নামে অপপ্রচারকারীদের এবং এইসব পাগলদের যারা সমর্থন করে তাদের ও সম শাস্তির আওতাধীন করা হোক।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আঁতেল বলেছেন: মিনহাজুল হক শাওন বলেছেন: এই ফালতু পোলারে নিয়া বেশী কচলাইয়েন না। দুর্গন্ধ বাইর হইতেছে। :| :|

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রামিজের ডিপফ্রিজ বলেছেন: আমরা মুসলমানরা সত্যিই গাধা। কোথায় কে ফেসবুকে একটা থার্ডগ্রেড লেখা লিখেছে তার জন্য তার ওপর চড়াও হয়ে তাকে জখম করা হল। কি লাভটা হল?
শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করলে আমরা অমুসলমানদেরও সমর্থন পেতাম, এখন এটা করে আমরা আসিফের মত একটা কুরুচিকর লোককে বাইরের জগতের কাছে হিরো বানিয়ে ফেললাম।

"কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা্য়
তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?"

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

টিকলু বলেছেন: "কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা্য়
তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?


কিন্তু কুত্তাডার লেজে পা দিল কেডা???????

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

আমি পিচ্চি পোলা বলেছেন: এই ব্লগটা লেখার কারনে সামুর এডমিনরা ফারাবী ভাইকে ব্যান করছে। ফারাবী ভাই তার আইডিতে আর ঢুকতে পারছে না। আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে কেউ কিছু লিখলে সামুর এডমিনরা তাকে ব্যান করে দেয়।

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

চিন্তায় আছি বলেছেন: "কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা্য়
তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: নাস্তিক মাত্রই কুলাঙ্গার ! আর আসিফ তো এর চেয়ে বড় কুলাঙ্গার । এর মত পশুদেরকে কে মারল না মারল তাতে আমার কোন মাথা ব্যাথা নেই ।
নাস্তিকতা একটি সামাজিক ব্যাধি ।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

সায়লা বলেছেন: মুকরিমুল ইসলাম আরিফ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে সহমত পোষন করছি।

৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

নাহিদ ৭৮৯ বলেছেন: এক খন্ড শাহাবাগ নামা

প্রিয় বন্ধুরা চলমান শাহাবাগ আন্দোলনের সকল খবরাখবর এখন একসাথে। বিভিন্ন পত্রিকা ঘুরে ঘুরে বিভিন্ন সংবাদগুলো আমরা একসাথে জড়ো করেছি। এই পেজটি নিয়মিত আপডেট করা হবে। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

তৌসিফ এলাহী রিসাদ বলেছেন: ফারাবি আপনি যদি জামাত - শিবির এ না হয়ে থাকেন তবে কেন আজ ফেসবুক এর বিভিন্ন পেজ পেজ এ আপনাকে এত শ্রদ্ধা করা হচ্ছে ? আর আপনার কথাবার্তার ধরন এমন কেন ? এখন বুঝবেন ঠেলা । এই লিঙ্ক টি দেখুন । একে ধরিয়ে দিন

৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: এটা তার নষ্ট মনের অনিষ্টতা

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

তারেকুর রহমান বলেছেন: আসিফের ওই নোট মুছে ফেলছে মনে হয়!

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

দুর্বৃত্ত_আমি বলেছেন: আসিফ তাই কোন মুক্তমনা নয় বরং 'উগ্রবাদী অধার্মিক'।

৪০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আঁতেল বলেছেন: মিনহাজুল হক শাওন বলেছেন: এই ফালতু পোলারে নিয়া বেশী কচলাইয়েন না। দুর্গন্ধ বাইর হইতেছে।

৪১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭

সদয় খান বলেছেন: সময় একদিন আসবে । তখন ফিরে তাকানোর জন্য কিছুই পাবে না । আল্লাহ সবকিছুই দেখছেন । সকল কাজের বিনিময় একদিন দেওয়া হবে । আল্লাহ তাআলা আসিফ বা এ মতিন বা কতিপয় নাস্তিক কুলাঙ্গারদের সঠিক পথ চেনার তৌফিক দান করুক ।

৪২| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০০

জাতির গ্রান্ডপা বলেছেন: সে বিকলাঙ্গ, মানসিক বিকলাঙ্গ

৪৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.