নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারদীন নিশ্চিন্ত

ফারদীন নিশ্চিন্ত

আমি কে? যেদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেদিন পৃথিবীতে আর একটাও রহস্য অবশিষ্ট থাকবে না।

ফারদীন নিশ্চিন্ত › বিস্তারিত পোস্টঃ

একজন বাবা এবং আমি

২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

একজন বাবা এবং আমি।।



আজ হঠাত্‍ করেই ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল।

তখন সম্ভবত ক্লাস ফোরে কি ফাইভে পড়ি। বাবার হাত ধরে একবার সার্কাস খেলা দেখতে গেলাম। অনেক রাত হয়ে গেল। বাড়ি ফেরার গাড়ি পাচ্ছিলাম না।

তখন একটু একটু শীত পরতে শুরু করেছে। আমার গায়ে একটা পাতলা ফুল হাতার শার্ট। জেকেটটা সার্কাস চলার সময় ভুলে ফেলে এসেছি।

একটু একটু শীত শীত করছিল।

বাবা তখন তার গায়ের জাম্পারটা আমাকে পরতে দিলেন।

রিক্সায় ওঠার পর কানে প্রচন্ড ঠান্ডা লাগছিল। বাবা তার মাফলারটা খুলে আমাকে খুব যত্ন করে পরিয়ে দিলেন।

আমার কিছু হয়নি তবে বাবার প্রচন্ড ঠান্ডা কাশি বেধে গিয়েছিল।

তখন খারাপ লাগেনি। কিন্তু ব্যপারটা ভাবলে এখন খুব খারাপ লাগে।



শীতের গল্প তো বললাম। এবার গরমের গল্প বলি।

গরমের রাত। আমি শুয়ে আছি।আনেক রাত হবে। কন যেন আমি জেগে ওঠলাম। সবাই ঘুমে। বাবা শুধু জেগে। সে আমাকে বাতাস করছে। গল্প এখানেই শেষ। দিনের বেলা দেখতাম বাবা হাত নাড়াতে পারতেন না।



সেদিন গিয়েছিলাম বাবার সাথে বাজার করতে। পাঁচ কেজি আলু কেনার ফলে বাজারের ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল। বাবা আমাক ব্যাগ নিতে দিলেন না। বললেন, তুই পারবি না। এটা অনেক ভারী।



আমি অবাক চোখে বাবা মানুষটার দিতে তাকিয়ে রইলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: দেড় মাস আগে আমার বাবা মারা গেলেন হঠাত করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.