নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের আত্মা

ফারগুসন

ফারগুসন › বিস্তারিত পোস্টঃ

সিকি মানব

০৯ ই মে, ২০১৬ সকাল ৮:২৭

ঘর্মাক্ত হেলপার পয়সা কুড়ায়,
চিকচিকে জল রোপনকারীদের দেহে,
হেঁটে চলে বৃশ্চিক নিরানন্দ সময়।

ধুলোটে রাবার ছোটে গতির টানে
তুমি আমি বিনা ভাড়ায় যতদূর!
চোখে চোখ বিপরীত লিঙ্গের
আহা - হতে যদি পাশাপাশি অথবা গন্তব্য।

পকেট মোটা হলে বোমায় রাখো মন
তর্কেরা মাথাকোটে জনসমুদ্রের নিঃসঙ্গতায়।
সুনির্দিস্ট কিলোতে যা ইচ্ছা ধরো
খুচরার বেসাতি সাঙ্গ হবে সিকি মানব।

চেনা ভাবনা ফিরে আসে ছোট পরিসরে
এইভাবে করোনা ব্রেক, ভাঙবে সুখনিদ্রা।
বিকৃত চিৎকারের স্টপেজ ঘুরে ঘুরে
গন্তব্য আসে যায়,
গন্তব্য জানেনা গন্তব্য কোথায়!!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয় ছুঁয়েছে কবি হে।

২| ০৯ ই মে, ২০১৬ সকাল ৮:৩৮

ফারগুসন বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ।

৩| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:২৪

সাইদুর রহমান শাওন বলেছেন: ভালো লিখছেন :) ;)

৪| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:২৬

হাফিজ বিন শামসী বলেছেন:


ঘর্মাক্ত হেলপার পয়সা কুড়ায়,
চিকচিকে জল রোপনকারীদের দেহে,
হেঁটে চলে বৃশ্চিক নিরানন্দ সময়।


দারুন ব্যক্ত।

৫| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬

ইব্রাহীম রিয়াদ বলেছেন: দারুন লিখেছেন, বাস্তববাদী কবিতাগুলো আমার প্রিয়।

৬| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী রিফাত বলেছেন: চমৎকার।

৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


কবিতা, নাকি স্বর্গের পাস-ওয়ার্ড?

৮| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.