নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাবনাগুলো...

গহীন অরণ্য পথে পথহারা এক পথিক....

ফরহাদ মাহমুদ সোহাগ

আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি । নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।

ফরহাদ মাহমুদ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

স্যালারী সার্ভে (বেতন জরিপ ) আপডেট করতে সবাই সাহায্য করুন!!!

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯



অনেকদিন আগে সেলারী নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। পোস্টটা ছিল মূলত একটি জরিপ, যেখানে উঠে এসেছে বিভিন্ন জব সেক্টরের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ফিরিস্তি। ইতিমধ্যেই অনেক সেক্টরের বেতন,ভাতা Revised হয়েছে। তাই সেলারি স্যার্ভে এর আপডেটেড করা প্রয়োজন হয়ে পড়েছে। আসুন সবাই আমাদের জানা বিভিন্ন জব সেক্টরের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শেয়ার করি এবং এমন একটি ডাটা ব্যাংক গড়ে তুলি যাতে সবার উপকারে আসে। কারণ প্রায়শই খেয়াল করবেন ‘’JOB ADVERTISEMENT’’ এ বেতনের বিষয়ে বলা থাকে ‘’NEGOTIABLE’’. কিন্তু মুশকিল হলো এই নেগোশিয়েশন করতে হলে আপনাকে সেই সেক্টরের বেতন,ভাতা সম্পর্কে জানতে হবে যা প্রায়শই একজন নবীন চাকুরীপ্রার্থীর জানা থাকে না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মোমেরমানুষ৭১ বলেছেন: বাবার হোটেলে চাকরী করি। ৩০ হাজারের উপর মাসে পাই

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

তারেক বলেছেন: ISP গুলোতে স্যালারির অবস্থা একেবারেই খিচুরী। ৩ বছর কাজ করার পর একজন support officer এর বেতন মাত্র ১০,০০০/= (আফতাব আই টি লিঃ)

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: বাবার হোটেলে চাকরী করি। ৩০ হাজারের উপর মাসে পাই ............. এরকম চাকরী কই পাওয়া যায় বলবেন কি?

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

মোমেরমানুষ৭১ বলেছেন: সোহানী@ এটা কেবল বাবার হোটেলেই...... :> :P :| X(

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১

বেহুশ বলেছেন: civil engineer
xp-5y+
salary 30000+

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

ইসেট বলেছেন: শিক্ষকতা করি, সাথে আরো দুই জায়গায় পার্ট টাইম করি। ৭০ আসে।

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

ইউআরএল বলেছেন: অনলাইন নিউজ এজনসিতে আছি ...Sr. Network Engg. হিসেবে...মাসে ৪৮০০০/- টাকা + ৭০০০/- (মোবাইল ফোন, ইনটারনেট বিল এর সুবিধা)

কাজের চাপ থাকলেও...অফিস সুবিধা ভালোই পাই। গত বছর একটা ইয়ামাহা বাইক (Yamaha R15 version 2.0) কেনার ৫০% টাকা দিয়েছিল B-)

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

মামহাসান৪৬২ বলেছেন: পোল্ট্রি হ্যাচারীতে ম্যানেজার হিসেবে আছি। সব সুবিধাসহ ৭০ প্লাস পাই।

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮

ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: সবার রেসপন্স পেয়ে সত্যিই ভালো লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.