নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

বোঝাতেই পারিনি

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

তোমাকে বোঝাতেই পারিনি আমি যে ওপরতলার লোক,
আমাকে যে এলিট ভাবা যায় !
বোঝাতে গেলেই গত এক বছর যাবত আমার উপর্যুপরি পরা দুটো টি-শার্ট দেখিয়ে দাও তুমি,
দেখিয়ে দাও মুচির সেলাইয়ে জর্জরিত আমার জুতো,
নয় ভিড়-বাসে ঝোলা আমায় !
বলো, এমন বেশে কি’করে তোমার হাত ধরে দাঁড়াই সবার সামনে ?

শুধু তোমাকেই নয়,
আমার উন্নত অবস্থান আমি বোঝাতে পারিনি কাউকেই !
এমনকি আমার জনক কেও না !
জননীর তবুু আমি হলেই চলে ,
কর্ণপাত নেই অন্য কোনো দিকে !
কিন্তু বেটা ভিক্ষুক ?
তাকেও বা বোঝানো গেলো কই ?
দুটো টাকা দিতেই ধাঁ করে দোয়া করে দিলো ‘বড়ো হও, ওনেক ওপরে ওঠো’ !

বুঝলোইনা, বড়ো হয়ে বড়োজোর আমি নিচে নামতে পারি সাড়ে তিন হাত !

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

জেন রসি বলেছেন: যাপিত জীবনের আক্ষেপ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: তার চেয়ে বড় জীবনের শাশ্বত সত্যটা! শুভেচ্ছা !

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: বাহ! এটাও অনেক ভালো হয়েছে!!!!!! :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৪

ডঃ এম এ আলী বলেছেন: শুধু তোমাকেই নয়,
আমার উন্নত অবস্থান আমি বোঝাতে পারিনি কাউকেই

অসাধারন লেগেছে ।

শুভেচ্ছা রইল

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.