নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বিলুনি মাহাত্মে

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩২


বিলুনি নামের মর্ম যদিও অজানা
অনেক মন্তব্য পেয়ে বুঝিছি অনেক
সজ্জন সুহৃদ জন, শুভেচ্ছা শতেক
সে তাঁকে নাদেয়া যেন সৌজন্য খেলাপ।
বিলিয়ে দিলাম তবে মনের নাজানা
ফুলের সাজানো ডালি সানন্দে বারেক,
আনন্দ উচ্ছাস ভরা অন্তরে প্রত্যেক,
সে গুনী গুনের তরে, নহে এ প্রলাপ।
অজান্তে এখন আমি নিজেরে হারাই
কখন কোথায় যেন কেজানে সেকথা?
কখনো কেমন যেন নিজেরে নাপাই
এটাকি শুধুই এক অনর্থ অযথা?
নাবুঝে থাকেন যদি করব কিআর
বিলুনি কামনা করে মঙ্গল সবার।

# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


সারছেন, এবার তো দেখি কায়কোবাদ, বা মাইকেলের সহযাত্রী

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি করবরে ভাই তাঁর অতি চমৎকার দুই ডজনের বেশী মন্তব্যের জবাব দিতে গিয়ে ফস করে বেরিয়ে গেলে উড়িয়ে দিয়ে বল্লাম যা উড়ে যা দূর আকাশে। কবিতা পছন্দ করিনা বলে তাকে আকাশে উড়াতে ভালোবাসি।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মরে যেতে বলছেন? কিন্তু আমার মেয়েদের যে এখনো বিয়ে হয়নি!

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



ধরা খাবেন তো, কবিতা ইত্যাদি লিখলে মিখলে, শাস্তি মাস্তি হওয়ার নিয়ম কানুন আছে তো, মনে হয়!

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাই বুঝি গাড়ী দেখিয়ে বুঝিয়ে দিলেন, বিপদে পড়লে এটায় চড়েই পালাতে হবে। মাঝে মাঝে আপনার মন্তব্য দারুণ মিস করি।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গাজী সাহেব আপনার জঘন্য সুন্দর মন্তব্যটা আমি খুব উপভোগ করি, ‘কার ক্বোরবানীর ছাগল ব্লগে এসে পন্ডিত হয়ে গেল!’ জানেনতো‘ ছাগলে কি না খায়’ তো জান্নাতে আছে আছে সব রকমের খাবার। তো ছাগলমনাদের মনভাব হলো, এটা যেন কিছুতেই মিস না হয়! এটা না পেলে তাদের চেয়ে বেশী কষ্ট কেউ পাবেনা। পক্ষান্তরে মহাকষ্টের জাহান্নাম নাস্তিক বিজ্ঞানীর চেয়ে আর কারো বেশী দরকারী নয়, যতই কষ্ট হোক, তারা ভাববে, প্রকৃতির নিয়মে তারা এ আরেক জগতে এসে পড়েছে! হাসরের মাঠের বিচারকে তাদের মনে হবে, কোন এক যাদুকর যাদু দিয়ে অদৃশ্যে থেকে মানুষের দূরবস্থার সুযুগ নিচ্ছে। তো বিজ্ঞানী নামক এসব বেউকুফদের আল্লাহ খুব উপভোগ করবেন। কারণ তাদের দূরবস্থার জন্য তারা আল্লাহকে দায়ী করবেনা।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৯

রক্তিম দিগন্ত বলেছেন:
বিলুনী মহাশয় নিসছয় এটাকে তোষামোদী বলবে না এইবার।

হাহাহা।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক গল্পে পড়ে ছিলাম, একজন বাঘের লেজ ধরে টানতে টানতে নাতিদের বেশ বাহবা নিচ্ছিলেন, গল্পের শেষ প্রান্তে তিনি তাতে জল ঢেলে দিলেন কি বল্লেন জানেন? কাচুমাচু করে তিনি বল্লেন, ওটা আসলে একটা শিয়াল ছিল। এতক্ষণ যারা বাহবা দিচ্ছিল এবার তারা হেসে কুটি কুটি! হাসার কারণ তারা শিয়ালের লেজ ধরে টানার জন্য এত্তো বাহবা দিচ্ছিল? তো বিলুনি মহোদয় একটা গুতো দিয়ে দেখলেন কি হয়? তো তারপর সবাই দেখলো পোষ্ট তল মন্তব্যের সেফালী ঝরেপড়ে ভরে গেছে। ব্লগের মন্তব্যে আমি প্রতিনিয়ত অবাক হই। এর মধ্যে জঘন্য সুন্দর মন্তব্যের জন্য জনাব চাঁদ গাজীকে আমি আপাতত প্রথম স্থান দিয়ে রাখলাম। আপনার মন্তব্য গুলোও বেশ উপভোগ করি। নামও একখান নিয়েছেন ‘রক্তিম দিগন্ত’, অফুরন্ত সুন্দর। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যেমন মনে করুন, আমি বল্লাম মন্তব্যে চ্যাম্পিয়ন, চাঁদ গাজী। অন্যজন বল্ল, তা’ নয়, চ্যাম্পিয়ন। রক্তিম দিগন্ত। একজন বল্ল, চ্যাম্পিয়ন হবে, বিবেক ও সত্যের বাবাজান। একজন বলবল, চ্যাম্পিয়ন, বিদ্রোহী ভীগু। একজন বল্ল, চ্যাম্পিয়ন, কি করে আজ ভেবে না পাই। একজন বল্ল, তিনি হবেন, ডঃ এম আলী।
তো রাবেয়া রাহীমের বাবাকে নিয়ে লেখা কবিতা আমার ভালোলাগায় আমি তাকে নিয়ে কবিতা লিখলাম, বিদ্রোহী ভিগুও রিখেছে। হয়তো বিলুনী মহাশয়ের সেটা নজরে আসেনি। এমন হতেই পারে।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বাবাজান বলেছেন: হেঁ হেঁ হেঁ... দারুন মজা করে লিখেছেন তো...!
হেঁ হেঁ হেঁ... দারুন মজা করে লিখেছেন তো...!

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা মহা ধন্যবাদ বিবেক ও সত্যের বাবাজানকে।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বাবাজান বলেছেন: সত্যের তরে আপনার লেখার ধারা অব্যাহত থাকুক,
"কাফেরদের প্রতি সহানুভূতিশীল হয়োনা"

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহানুভুতিতো আল্লাহ নিজেও দেখান। একান্ত প্রয়োজনীয় হলে না করে উপায়কি?

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাফেরের কুফুরির প্রতি সহানুভুতিশীল হবনা। তবে মানুষ হিসেবে মানুষের বিপদেতো পাশে দাঁড়াতেই হবে। অর্থাৎ সকল সময় আমাদের ন্যায়ের পথে থাকতে হবে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


বিলুনী ভালো ব্লগার; আপনার জন্যও ভালো হলো, "সৎ সংগে জ্ঞান লাভ"।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জ্ঞান আপনার থেকেও কিন্তু কম পাচ্ছিনা!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: জ্ঞান আপনার থেকেও কিন্তু কম পাচ্ছিনা! "

-আর যা করেন আমার কোন কিছু অনুসরণ করবেন না; আমি ব্লগে আসি শিখতে, বুঝতে!

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি আপনাকে অনুসরন করছি।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

কানিজ রিনা বলেছেন: কারো কুরবানীর ছাগল ব্লগে এসে পন্ডিত
সেজে গেল, হা হা হা ধন্যবাদ
এবার বুঝতে বাকী রইলনা, ছাগলের মালিক
ফ্লাডিংয়ের ব্যবসা করে।

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক্কেবারে মন্দ বলেননি। এক্কেবারে ডুবাইয়া দিলেন।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

সেলিম৮৩ বলেছেন: অাপনি ব্লগারদের নিয়ে বেশ গবেষণা করেন। অাসলে অামারা সামু ব্লগের অনেকগুলো ক্যারেকটার। সুতরাং ক্যারেকটারগুলো চিনে রাখা ভালো।
কবিতার থেকে অাপনার কমেন্টসগুলো বেশ উপভোগ করলাম। =p~

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেখা গেছে ইসলামের চরম শত্রু ইসলামের পরম বন্ধু হয়ে গেছে। পরিবর্তনশীল দুনিয়ায় কখন কি ঘটে বলা মুসকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.