নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জন প্রিয়

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

১। বংলাদেশে সবচেয়ে জনপ্রিয় (আওয়ামী ও বি বি সি জরিপ)

২। বংলাদেশে সবচেয়ে জনপ্রিয় (বি এন পি জরিপ)

৩। বাংলার বিস্ময় (বড় দুই দলকে ক্ষমতা বঞ্চিত রেখে ৯ বছর দেশ শাসন)

৪। সফল রাজনীতি বীদ (আওয়ামী জরিপ)

৫। সফল রাজনীতি বীদ (বি এন পি জরিপ)

৬। জীবন্ত কিংবদন্তি

৭। জীবন্ত কিংবদন্তি


মন্তব্য ২৭ টি রেটিং +২২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনার জন্য অনেক শুভেচ্ছা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

বাকরখানি বলেছেন: খিক্স B-))

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার মতো হাসি আমারও পাইছে, প্রধান মন্ত্রীর উপরে তাঁর বিশেষ দূত ও তাঁর বাবার দেহ রক্ষীর স্থান! মাথা পুরাই নষ্ট!

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ha ha ha

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এককালে গান গাইছিলাম, ‘সঙ্গী হতে দোষ কি তাতে’ এখন দেখি সঙ্গী হতেও দোষ! এ জন্য জন প্রিয় তালিকার সঙ্গী হতে পারলাম না।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


পোস্টের চেয়ে মন্তব্যের প্রতিউত্তরগুলো বেশি মজার। :)

পোস্ট মজার হলে পোস্টের গভীরতা আছে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এটা মজা না মস্করা।! যে যেখানে বঙ্গবন্ধুর পরেই বঙ্গবীরের নাম থাকার কথা সেখানে তালিকায় বঙ্গবীরের মোটে স্থান নাই!

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার জরিপটাও থাকলে আরো ভালো লাগতো

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
তার জরিপেইতো আমাগ ইজ্জত নষ্ট। মহীলার সাথে পারলাম না। মনের দুঃখে সেই গান মনে আসে, ‘ওরে নীল দরিয়া ............ ‘।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কাছের-মানুষ বলেছেন: হা হা মতব্যগুলর উত্তর জোস হইছে বস !

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
মজাতো আমনে পাইবেন, কত্ত রকম অভিনয় করলাম, সেকান্দর বক্স হইলাম। আমাগো নাম তালিকায় নাই, আমাগো দুঃখতো আমনে বুঝবেন না।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) সিনিয়র হিসেবে রেল মন্ত্রীর নামটা দিতে পারেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার বিবেচনায় খুশী হলাম। আমার কাছ থেকে পাশ নিবেন, যতকাল আমি মন্ত্রী থাকব ততকাল আপনার রেল ভ্রমণ ফ্রি!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

আদর্শ সৈনিক বলেছেন: হাহাহা জোস

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জোস নয় জোকস, কারণ তালিকায় স্পিকারের নাম নেই।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


শেরে বাংলা ও মওলানা ভাসানী ব্যতিত বাংলার সব রাজনীতিবিদ অপ-রাজনীতি করেছেন।

ভেঁড়ারা নিজের দলের শিরোমনিকে "জনপ্রিয়" করেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
যুদ্ধ জয়ী বীরদের ভেঁড়া বলা যায়না, একথা আপনার জানা না থাকায় আপনার শিক্ষার দায়িত্ব দেখছি স্বয়ং আমাকেই নিতে হবে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার নাম নাই, আমি মন্তব্য করুম না ;)

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
নাম দেহি মোডডাও নাই, মুইও কিছু কমু না।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

মিঃ আতিক বলেছেন: ওইটা বিবিসির ততকালিন নির্বাচন কে উদ্দেশ্য করে করা জরিপ ছিল

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
বিবিসির জরিপ নিরপেক্ষ ছিল।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ফরিদ ভাই

উদ্ভট চিন্তা!:)

তবে দারুন!:)

আমার পক্ষথেকে লাইক!:)

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
উদ্ভট চিন্তাতো অবশ্যই। নতুবা তালিকায় স্থান পায় বিশ্ব বেহায়া, আর বাদযায় খসড়া সংবিধান প্রনেতা!

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

কালীদাস বলেছেন: বাংলার বিস্ময়টা ভাল লাগছে !:#P

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কালীদাস পন্ডিতের ফাঁকি ছত্রিশ থেকে তিনশ গেলে কত থাকে বাঁকী? কইতে পারলে বুঝব নামে গুনে মিল।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

মহা সমন্বয় বলেছেন: আপনার পোস্টের চেয়ে কমেন্টগুলো মজার। :)

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
বৃথাই আপনার মেধা নষ্ট করলেন, এপার বাংলায়! এরা কোন দিন আপনার মূল্যায়ন করবে বলে মনে হয় না। আফসুস আপনার নামটা তালিকায় উঠলো না।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭

মহা সমন্বয় বলেছেন: হাঃ হাঃ ভালই তো মজা লুটতেছেন :-B
ভাল ভাল খুব ভাল।

তালিকায় নাম আমার আগেউ উঠে গেসে, জঙ্গিদের তালিকায়, তাই আপাদত ফেসবুকে আর একটিভ থাকি না।
কিন্তু আপনাকে যেদিন ধরব না সেদিন আর পালাবার পথ খুঁজে পাবেন না। =p~
দোয়া কইরেন যাতে বেশি বেশি সত্য প্রচার করতে পারি। B-)

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
পালানোর পথ যদি নিজেই আমারে খুঁইজা নেয়, তবে আমার পালানোর পথ খুঁইজা পাওয়া লাগব ক্যান? এই যে আমি সিনেমা থেকে উদাও হইয়া গেলাম আমারে কি কেউ ধইরা রাখতে পারছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.