নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শায়মা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭



শায়মাতে সারি সারি ‘ছড়া’ ছড়াছড়ি
নারী নিয়ে কত কথা কত কথকতা,
ভাবনায় নেই তার নেই অলসতা
অপসরা তাকে ভেবে খায় গড়াগড়ি।
দু’জনার মিলতাল কি যে জড়াজড়ি
পলাশের লেখনিতে ঝরে আকুলতা,
যেন তিনি মুক্তা ঝরা রত্ন অবারিতা
কথা তার ঝরা ফুল, ঝরে কুড়ি কুড়ি।
শায়মাপি শায়মাপি আহা কি যে তার
জনে জনে জানা জানি, জানি মনে মনে।
লিটনের ছড়াকাব্য পেয়ে উপহার
কি মনে যে ভাবে তিনি ভাবি আনমনে।
তারে নিয়ে লিখতেই কথা ভুরি ভুরি
ঘিরে ধরে আমারে যে আহা মরি মরি!

# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

শায়মা বলেছেন: হা হা প্রথম মন্তব্য দিলাম ভাইয়া!!!!

অনেক অনেক মজার সনেট ভাইয়ামনি!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এই ট্রপিটা আপনার।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

মুশি-১৯৯৪ বলেছেন: হা হা.....ভাল লিখেছেন। কবিতা ফাঁদতে হবে গোটা দু-চার,তা না হলে আসর করবো মাত অরা - আমি বাদ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মোটেও না আপনি বাদ হবেন কেন?

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

মহা সমন্বয় বলেছেন: হিঃ হিঃ খুব সুন্দর হইসে =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার খুশীতে আমারও খুশী।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন:
চমৎকার সনেট হয়েছে। ব্যাকরণ মেনে সনেট লিখতে খুব কম লোকই পারে, আপনি তাদের একজন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে নিয়েও একটা লিখার ইচ্ছা আছে, তবে এখন ভাবের অপেক্ষা।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

পলাশমিঞা বলেছেন: # ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

ভাইজান, এখন আমি আপনাকে ডরাইছি! :((

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ডরাইলেও ভয়ের কিছু নাই।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

মুশি-১৯৯৪ বলেছেন: বাড়িতে নক করে আমাকে পাবে না,
আমি নাই, এই আমি সেই আমি নই,
আমি মরীচিকার মত হারাইয়া গিয়াছি,
তারপরও আমিই তো কথা বলিতেছি,
তো আমি কোথাও আছি বৈকি........!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আমি সেইটা জানি।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: সনেট ভাল লেগেছে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুপ্রাণীত হলাম প্রিয় কবি।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সনেট পড়ে তো ভালই লাগলো।



লেগে থাকুক ভালোবাসা সামুতে এই তো প্রত্যাশা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



আমাদের সাথে আপনাকেও একটু দিলাম। মন্তব্যে খুশী হয়েছি।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি
-
চোর আসলে ভালো জিনিস চিনে। যাক নিজের জিনিস সামলে রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.