নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার খায়রুল আহসান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০



খায়রুল আহসান ওপার চিন্তন
অব্যাহত রেখে তাঁর মনের সাদায়
আল্লাহর ইবাদত করেন আদায়
ভাবনার তীর তাঁর সুতীক্ষ্ণ চিক্কন।
কেটে গেছে কত কাল সফল জীবন
না আটকে পদদ্বয় অসুখী কাদায়
পরপার চিন্তা তাঁর মনটা কাঁদায়
এভাবেই ঘটে তাঁর আত্মার জীয়ন।
সুভদ্রের কথাকলি রত্নের ভান্ডার
মহোদয় এভাবেই সময় কাটুক,
জ্ঞানাঘাতে মরে যাক কূচিন্তা গন্ডার
আপনার প্রেরণায় এমনি ঘটুক।
তাঁর কথা যেন কোন মায়ের আাঁচল
মনবলে তিনিই যে বান্ধব আসল।

# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ২৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

আমির ইশতিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

এটা আপনার জন্য। অন্তত দেখে শান্তি পাবেন।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

জোকস বলেছেন: ভাল লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
চলেন একটু ঘুরে আসি।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ওমেরা বলেছেন: খুব ভাল লাগল অন্য ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা দেখে । ধন্যবাদ ভাইয়া ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্য ফলের শুভেচ্ছা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: আমি যে কতটা অভিভূত হয়েছি, তা আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই ফরিদ আহমদ চৌধুরী। জীবনে এই প্রথম কেউ আমাকে নিয়ে একটা কবিতা লিখলো, তাও আবার একেবারে ব্যাকরণসম্মত সনেট!
কেটে গেছে কত কাল সফল জীবন - আমার জীবনটা সফল কিনা জানিনা, তবে আজ নিঃসঙ্কোচে বলতে পারি, জীবনে আমার কোন অতৃপ্তি নেই। দয়াময়ের করুণা পেয়েছি, মানুষের ভালবাসা পেয়েছি, বিদ্যে বুদ্ধি যেটুকু অর্জন করেছি, তা দিয়ে সংকটে সংশয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। তাই আজ এই গোধূলি বেলায় জীবন ও জগতের অনেক ধ্রুপদী সৌন্দর্য এবং অমূল্য উপহার প্রাণভরে উপভোগ করতে পারছি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমাকে নিয়ে লেখা আপনার এ সনেটের জন্য।
অনেক অনেক শুভকামনা...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: পোস্টে 'লাইক' এবং "প্রিয়"তে।
বলা বাহুল্য, অনেক খুশী হয়েছি... :) :) :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার উপস্থিতি আমার জন্য অনেক আনন্দদায়ক। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:
শ্রদ্ধেয় আহসান ভাইকে নিয়ে খুব সুন্দর কবিতা
এই গুণী সদাচারী ব্যক্তিত্বের জীবনের মুল্যবান
কৃতি , তাঁর চিন্তা চেতনার ধরন ও মননশীলতা
অতি অল্প কথায় সুন্দর ভাবে ফুটে উঠেছে।
অাপনার এ লিখার মন্তব্যের ঘরে তাঁর জন্য
রইল শুভেচ্ছা ও দোয়া ।

আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



ব্লগার ডঃ এম এ আলী
ডঃ এম এ আলী এক মহান ব্লগার
জটিলতা বিশ্লেষণে সুদক্ষ অনেক
নাহি ছেড়ে গবেষণা ফলেতে অর্ধেক
বিষয়ের পুরোটই করেন দখল।
ব্লগ রাজ্যে মহারাজ সুপ্রিয় সবার
সকলের সাথে থেকে সময়ে প্রত্যেক
ক্ষান্ত নাহি দিয়ে কাজে মূহুর্ত কয়েক
নিরিবিলি করে যান মানব মঙ্গল।
মুক্তমনা মহা আলী পরান জুড়াতে
পোষ্ট দানে সর্বদাই বৈচিত্র আনেন
কোথায় কি প্রয়োজন আলোক ছড়াতে
সেসকল ক্ষেত্রমত তিনি তা’ জানেন।
জ্ঞানময় চিত্রে মন মোহতে জড়ায়
বিজ্ঞতার রনজয়ে নিশান উড়ায়।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আপনাকে নিয়ে একটা পোষ্ট দিলাম, এখন আপনার মন্তব্য আশা করছি।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , দেখে সেখানেই কিছু কথা বলে এসেছি ।
শুভেচ্ছা রইল ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ জন্য আপনার প্রতি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: খুবই আন্তরিক একটা মন্তব্যের জন্য (১৬ নং) সহব্লগার ডঃ এম এ আলীকে হার্দিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার আগমন প্রেরণা দায়ক। কর্ণেল খাইরুল আহসান (অবঃ) তাহলে আপনি?

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী আমিই।
অনেক ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন মহোদয়

১০| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা...

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

১১| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার সনেট ক্রমেই সুক্ষ্মতর হচ্ছে; সফল এক ব্লগারকে উৎসাহিত করেছন, ভালো

১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার মন্তব্য আমাকে বরাবর উৎসাহিত করে।

১২| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: খুবই চমৎকার ভাবনা নিয়ে কবিতাটি লেখা। খুব ভাল লেগেছে জনাব! শ্রদ্ধেয় লেখক খায়রুল আহসান খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব!

১৪ ই মে, ২০১৭ রাত ১২:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে তাঁর প্রতি ভাললাগা থেকেই সনেটটি লেখা হয়েছে। এতে যদি তিনি মনে একটুও শান্তিপান তবে আমার শ্রম স্বার্থক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.